Food SI Math Practice Set PDF 6: গণিত প্র্যাকটিস সেট

Food SI Math Practice Set PDF 6
Food SI Math Practice Set PDF

আসন্ন Food SI পরীক্ষার কথা চিন্তা করে আজকের প্রতিবেদনে Food SI Math Practice Set PDF 6 দেওয়া হলো। বিগত সালগুলির ম্যাথমেটিক্স এর প্রশ্নের ধরন বিচার করে, এই ম্যাথমেটিক্স প্রাক্টিস সেট গুলি বানানো হয়েছে। যেগুলি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করা হচ্ছে। আপনারা নিয়মিত এই প্র্যাকটিস সেট গুলির PDF ফাইল ডাউনলোড করে বাড়িতে অভ্যাস করুন এবং নিজের দক্ষতাকে বাড়িয়ে তুলুন। আপনাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য। নিচে দেওয়া লিংকে ক্লিক করে ম্যাথমেটিক্স থেকে দেওয়া ৫০ টি প্রশ্নের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেওয়া যাবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Food SI Math Practice Set PDF 6 – গণিত প্র্যাকটিস সেট

এ প্রসঙ্গে উল্লেখ্য যে আপনারা এই ম্যাথমেটিক্স সেট গুলি প্র্যাকটিস করলে যে শুধু  Food SI এর পরীক্ষাতেই সাফল্যমন্ডিত হবেন তা নয়, যে কোন চাকরির পরীক্ষাতেই ম্যাথমেটিক্স একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্র্যাক্টিস সেট গুলি নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আপনারা সেই সমস্ত পরীক্ষাগুলিতেও অনেকটাই এগিয়ে থাকবেন। আজকের pdf ফাইলে যে প্র্যাকটিস সেট দেওয়া আছে তার কিছু নমুনা প্রশ্ন নিচে দেওয়া হল।

বিশেষ দ্রষ্টব্য: পিডিএফ ফাইলটির শেষ পৃষ্ঠায় প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে।

Food SI Math Practice Set PDF 6 Download

1. একটি জলের ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘণ্টায় জলপূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে জলপূর্ণ ট্যাঙ্কটি 15 ঘণ্টায় খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত ঘণ্টায় পূর্ণ হবে?

(a) 20 ঘণ্টা

(b) 24 ঘণ্টা

(c) 28 ঘণ্টা

(d) 30 ঘণ্টা

[Answer: (d) 30 ঘণ্টা]

2. একজন পুরুষ যে কাজ 1 দিনে করে, ওই কাজ একজন স্ত্রীলোকের করতে 3 দিন লাগে। একটি কাজ 15 জন পুরুষ 1 দিলে করতে পারে। ওই কাজ 1 দিনে করতে কতজন স্ত্রীলোক প্রয়োজন ?

(a) 30

(b) 45

(c) 90

(d) 135

[Answer: (b) 45]

3. ক্রয়মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয়মূল্য কত?

(a) 112 টাকা

(b) 362 টাকা

(c) 392 টাকা

(d) 386 টাকা

[Answer: (c) 392 টাকা]

4.কোনো সংখ্যার 60% =30 হলে, সংখ্যাটি কত?

(a) 50

(b) 25

(c) 60

(d) 75

[Answer: (a) 50]

Download Food SI Math Practice Set PDF 4: ফুড সাব ইন্সপেক্টর গণিত প্র্যাকটিস সেট

5. একটি সোনার গয়নার ওজন 32 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1 এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে?

(a) 6 গ্রাম

(b) ৪ গ্রাম

(c) 10 গ্রাম

(d) 7 গ্রাম

[Answer: (b) ৪ গ্রাম]

6. একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট ৪০টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত?

(a) 60টি

(b) 50টি

(c) 40টি

(d) 10টি

[Answer: (c) 40টি]

7. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত?

(a) 38 বছর

(b) 41 বছর

(c) 45 বছর

(d) 48 বছর

[Answer: (b) 41 বছর]

8. দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19 হলে ছোটো সংখ্যাটি কত?

(a) 147

(b) 171

(c) 181

(d) 133

[Answer: (d) 133]

9. কোন্ সংখ্যাকে 25 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 25 এবং ভাগশেষ থাকবে 10 ?

(a) 625

(b) 635

(c) 675

(d) 650

[Answer: (b) 635]

10. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

(a) 36

(b) 30

(c) 28

(d) 24

[Answer: (d) 24]

11. দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল ও লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত?

(a) 104 and 204

(b) 104 and 144

(c) 104 and 244

(d) 144 and 204

[Answer: (d) 144 and 204]

12. যদি একটি মুদ্রা টস্ করা হয়, তবে ‘HEAD’-এর সম্ভাব্যতা কত?

(a) 0.5

(b) 1

(c) 0.25

(d) 2

[Answer: (a) 0.5]

13. মোহন ও সোহম একটি কাজ করতে পারে যথাক্রমে 20 এবং 12 দিনে। মোহন একাই কাজটি করতে শুরু করে এবং 4 দিন পর সোহম তার সঙ্গে যোগ দিয়ে কাজটি শেষ করে। কাজটি তাহলে কত দিনে শেষ হয়েছিল ?

(a) 16 দিন

(b) 10 দিন

(c) 12 দিন

(d) 20 দিন

[Answer: (b) 10 দিন]

14. A, B এবং C তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10, 15 এবং 20 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট চলার পর C নল বন্ধ করে দিলে A এবং B নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে?

(a) 2 মিনিট

(b) 2 মিনিট 6 সেকেন্ড

(c) 1 মিনিট 6 সেকেন্ড

(d) 3 মিনিট ৪ সেকেন্ড

[Answer: (b) 2 মিনিট 6 সেকেন্ড]

15. একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল 40 মিনিটে ভরতি করতে পারে এবং অপরটি এক ঘণ্টায় খালি করতে পারে। উভয় নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভরতি হবে?

(a) 1 ঘণ্টা

(b) 2 ঘণ্টা

(c) 3 ঘণ্টা

(d) 4 ঘণ্টা

[Answer: (b) 2 ঘণ্টা]

16. এক ব্যক্তি ঘোড়ায় চেপে ঘণ্টায় 20 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। প্রতি 25 কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য 10 মিনিট করে সময় নেয়। এভাবে 175 কিলোমিটার যেতে ওই ব্যাক্তির কতসময় লাগবে?

(a) 9 ঘণ্টা 15 মিনিট

(b) 9 ঘণ্টা 45 মিনিট

(c) 10 ঘণ্টা

(d) 8 ঘণ্টা 45 মিনিট

[Answer: (b) 9 ঘণ্টা 45 মিনিট]

17. একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কর?

(a) 135°

(b) 120⁰

(c) 100°

(d) 45°

[Answer: (a) 135°]