আজ আমরা আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ থেকে একগুচ্ছ প্রশ্ন 44 General Knowledge Questions, পৃথিবীর নানা ভাষার বিখ্যাত কবিগণ, বিখ্যাত ব্যক্তিদের উপাধি, বিখ্যাত ব্যক্তিদের উপনাম, । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে (যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC, CHSL) ইতিহাস, জি.আই, রিসনিং, ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। আশা করি আজকের এই প্রতিবেদন টি আপনাদেরকে এই সমস্ত বিভিন্ন পরীক্ষাতে নিজেদেরকে প্রস্তুত করতে এবং সঙ্গে অবশ্যই নিজের জ্ঞান বৃদ্ধি করতে অনেক কাজে আসবে। চলুন শুরু করা যাক, General Knowledge Questions, পৃথিবীর নানা ভাষার বিখ্যাত কবিগণ, বিখ্যাত ব্যক্তিদের উপাধি, বিখ্যাত ব্যক্তিদের উপনাম।
এক নজরে:
General Knowledge Questions: পৃথিবীর নানা ভাষার বিখ্যাত কবিগণ:
১। সেখ সাদি কোন্ ভাষার বিখ্যাত কবি ?
উঃ পার্সী ।
২। কালিদাস কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ সংস্কৃত।
৩। শেক্সপীয়র কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ ইংরাজী ।
৪। হোমার কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ গ্ৰীক।
৫। দান্তে কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ ইতালীয়ান।
৬। ভার্জিল কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ ল্যাটিন।
৭। গালিব কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ উর্দু।
৮। ওয়ারিশ সিং কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ পাঞ্জাবী।
৯। গ্যেটে কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ জার্মান ।
১০। রবীন্দ্রনাথ কোন ভাষার বিখ্যাত কবি ?
উঃ বাংলা।
বিখ্যাত ব্যক্তিদের উপাধি:
১। কাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় ?
উঃ জিওফ্রেচসার।
২। কাকে ফাদার অফ আইরিশ রিপাবলিক বলা হয় ?
উঃ এমন দ্য ভ্যালেরা।
৩। কাকে ফাদার অফ ভিটেকটিভ স্টোরি বলা হয় ?
উঃ এডগার এলান পো ।
আরো পড়ুন : Important 20 Historical Places of India: ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান
৪। কাকে ফাদার অফ পেঙ্গুইন পেপার ব্যাক বলা হয় ?
উঃ অ্যালেন বল ।
৫। কাকে ফাদার অফ সানডে নিউজ পেপার বলা হয় ?
উঃ জনবেল।
৬। কাকে ফাদার অফ অস্ট্রেলিয়া বলা হয় ?
উঃ স্যার এডমুণ্ড বার্টন ।
৭। কাকে ফাদার অফ গ্রিক ট্রাজেডি বলা হয় ?
উঃ এসচাইলাস ।
৮। কাকে ফাদার অফ কমেডি বলা হয় ?
উঃ অ্যারিস্টোফেনস ।
৯। কাকে ফাদার অফ দি নেশনস্ বলা হয় ?
উঃ মহাত্মা গান্ধীকে।
১০। কাকে ফাদার অফ দি টেলিফোন বলা হয় ?
উঃ আলেকজাণ্ডার গ্রাহাম বেলকে ।
১১। কাকে ফাদার অফ কেমিস্ট্রি বলা হয় ?
উঃ জ্যাস কাটিয়ার।
১২। কাকে ফাদার অফ কানাডা বলা হয় ?
উঃ জিওফ্রে কার্টিয়ার ।
১৩। কাকে ফাদার অফ ইংলিশ পিন্টিং বলা হয় ?
উঃ উইলিয়ম ক্যাক্সটন।
১৪। কাকে ফাদার অফ মডার্ণ কেমিস্ট্রি বলা হয় ?
উঃ অ্যানটোয়েন ল্যাভয়সিয়র।
১৫। কাকে ফাদার অফ রেলওয়েজ বলা হয়? উঃ অ্যাডামস্মিথ।
১৬। কাকে ফাদার অফ আংলিং বলা হয় ?
উঃ জর্জ স্টিফেনসন ।
১৭। কাকে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স বলা হয় ?
উঃ আর্নেস্ট রাদার ফোর্ড।
বিখ্যাত ব্যক্তিদের উপনাম:
১। কাকে শেরই বেঙ্গল বলা হয়?
উঃ ফজলুল হক কে ।
২। কাকে ম্যান অফ পিস বলা হয় ?
উঃ লাল বাহাদুর শাস্ত্রীকে।
৩। কাকে ‘ডেজার্ট ফকস’ বলা হয় ?
উঃ এর উইন রোমেল কে।
৪। কাকে ‘ম্যান অফ্ ডেসটিনি’ বলা হয়?
উঃ নেপোলিয়ন বোনাপার্ট কে।
৫। কাকে ‘নাট্যগুরু বলা হয় ?
উঃ গিরিশচন্দ্র ঘোষ কে।
আরো জানতে এইখানে ক্লিক করুন : সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর 2024
৬। কাকে ‘ম্যান অফ্ আয়রন’ বলা হয় ?
উঃ বল্লভ ভাই প্যাটেল কে।
৭। কাকে ‘ফ্রন্টিয়ার গান্ধি বলা হয় ?
উঃ আব্দুল গফফার খান কে।
৮। কাকে ‘দীনবন্ধু’ বলা হয় ?
উঃ সি. এফ. এন্ড্রুজ কে।
৯। কাকে ‘গ্রান্ড ওল্ড ম্যান অফ ইণ্ডিয়া’ বলা হয় ?
উঃ দাদাভাই নৌরজিকে।
১০। কাকে ‘নাইটিগেল অফ ইণ্ডিয়া’ বলা হয় ?
উঃ সরোজিনী নাইডুকে।
১১। কাকে ‘টাইগার অফ স্নোজ’ বলা হয় ?
উঃ তেনজিং নোরগে কে।
১২। কাকে লেডি উইথ ল্যাম্প বলা হয় ?
উঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে।
১৩। কাকে ‘বার্ড অফ অ্যাভন’ বলা হয় ?
উঃ শেক্সপীয়ার কে ।
১৪। কাকে ‘ফুয়েরার বলা হয় ?
উঃ হিটলারকে।
FAQs:
কাকে পাঞ্জাব কেশরি বলা হয় ?
লালা লাজপাত রায়কে।
কাকে গুরুদেব বলা হয় ?
রবীন্দ্রনাথ ঠাকুরকে
কাকে ‘বঙ্গবন্ধু বলা হয় ?
শেখ মুজিবুর রহমানকে ?