আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরীক্ষায় আসার মত General Knowledge Questions and Answers: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL,সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস, জি.আই, রিসনিং, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023, 2024 , কুইজ প্রশ্ন ও উত্তর, ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর, মজার কুইজ প্রশ্ন ও উত্তর, ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি General Knowledge Questions and Answers। তাই অনুগ্রহ করে সম্পূর্ণ সতর্কতার সাথে এই নিজের পোস্টটি পড়ুন এবং জ্ঞান অর্জন করুন।
এই পোস্টটিতে আগত Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিত পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেয়া হয়েছে।
General Knowledge Questions and Answers: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর
প্র: ‘ভৈরব’ রাগ কোন ঋতুর সঙ্গে যুক্ত ?
উঃ শরৎকাল।
প্র: ভারতনাট্যমের উৎপত্তি কোথায় ?
উঃ তাঞ্জোরে।
প্রঃ জগৎ শেঠ’-এর আসল নাম কী ?
উঃ ফতেচাঁদ।
প্র: ‘বাড়ি থেকে পালিয়ে’ বইটির লেখক কে ?
উঃ শিবরাম চক্রবর্তী।
প্রঃ আধুনিক তুরস্কের জনক কাকে বলা হয় ?
উঃ কামালপাশা।
প্র: ইউরেনিয়ামের পারমাণবিক ওজন কত ?
উঃ ২৩৮
প্রঃ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোধ কমে কোন্ ধাতুর ?
উঃ সলেনিয়াম ধাতুর ।
প্রঃ বিখ্যাত নাট্যকার গিরিশ কারনাডের প্রথম নাটক কী ?
উঃ যযাতি।
আরো জানুন : Quiz Questions 1, সাধারণ জ্ঞান
প্র: হোসেন শাহের দুজন হিন্দু কর্মচারীর নাম কী ?
উঃ রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ।
প্রঃ কোন্ লিপি থেকে আর্যদের পরিচয় জানা যায়?
উঃ তেল-এল-আর্মান এবং বোখজ কোই ।
প্রঃ ম্যানিলা কোন দেশের রাজধানী ?
উঃ ফিলিপাইন্স।
প্রঃ তামিলনাড়ুর গুহাটি কীজন্য বিখ্যাত ?
উঃ হরিণ সংরক্ষণ প্রকল্পের জন্য।
প্র: ‘মৌনী’ কোন্ রাজ্যের লোকনৃত্য?
উঃ মহারাষ্ট্র ।
প্র: পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ভোটদাতা আছে কোন্ কেন্দ্রে ?
উঃ বারাসাত কেন্দ্রে ।
প্র: কোন্ শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করেন?
উঃ শিল্পী বেবাদল খাঁ ।
প্র: ‘হুমায়ুন’ কথাটির অর্থ কী ?
উ: সৌভাগ্যবান ।
প্র: কৃষকদের ‘তাকাবি’ ঋণদানে নিয়ম কোন্ সুলতান চালু করেন ?
উঃ ফিরোজশাহা।
প্রঃ ধনঞ্জয় বৈরাগী কোন্ লেখকের ছদ্মনাম ?
উঃ তরুর রায়।
প্রঃ ‘বেহুলা’-কে লিখেছেন ?
উঃ ইবন-বতুতা।
প্র: ভারতীয় জাতীয় সংগীত গাওয়ার সময় কত ?
উঃ ৫২ সেকেন্ড ।
প্রঃ বাংলা ভাষায় লেখা প্রথম নাটক কোনটি ?
উঃ কুলীনকুলসর্বস্ব।
প্র: তিরুনেশ দিবাবা কে ?
উঃ ইথিওপিয়ার মহিলা ম্যারাথন রানার
প্র: পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ?
উঃ ড. হোমি জাহাঙ্গির ভাবা।
প্র: সহজ গ্রোভার কীজন্য বিখ্যাত ?
উঃ অনূর্ধ্ব ১০ বিশ্ব দাবায় চ্যাম্পিয়ান।
প্র: কলিকাতা প্রেসিডেন্সি কলেজের পূর্বে কী নাম ছিল ?
উঃ হিন্দু কলেজ।
প্র: লোকসভার প্রথম অধ্যক্ষ কে ?
উঃ গণেশ বাসুদেবন মভলস্কার।
SOF Olympiad Exam Preparation 2024 : Interesting Numbers in Mathematics, মজার মজার সংখ্যা শেখো- এইখানে ক্লিক করুন
প্র: প্রথম ভারতীয় পূর্ণাঙ্গ চলচ্চিত্র কোনটি ?
উঃ দাদা সাহেব ফালকে প্রযোজিত রাজা হরিশচন্দ্র ।
প্রঃ বিশ্ব ব্যাংকের প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর কে ?
উঃ গৌতম কাজি।
প্রঃ বুস্টার কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ভলিবল ।
প্র: সন্তোষ যাদব কীসের জন্য বিখ্যাত ?
উঃ পর্বতারোহী।
প্র: নিউজিল্যান্ড আবিষ্কার কে করেন ?
উঃ ইংরেজ নাবিক জেমস কুক ।
প্র: ভারতে কর্মরত অবস্থায় মৃত প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উ: কৃষ্ণকান্ত।
প্র: ‘ইতিহাস আচার্য’ নামে পরিচিত কে ?
উ: ড. হেরম্বকান্ত বরপূজারি ।
প্রঃ হকি গোলপোস্টের উচ্চতা কত ?
উ: ৭ ফুট।
প্র: বিশ্বে কোন্ ধর্মের লোক সর্বাধিক ?
উঃ খ্রিস্টান ।
প্র: কারাগান্ডা কী ?
উঃ কারাগান্ডা একটি কয়লাখনি।
প্র: বিশ্বের প্রথম মহাশূন্য পর্যটক কে ?
উঃ ডেনিস টিটো।
প্র: ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ এলব্রুম ।
প্রঃ রামায়ণের রাজা দশরথের কন্যার নাম কী ?
উঃ শান্তা।
প্র: আধুনিক জার্মানির জনক কাকে বলা হয় ?
উঃ বিসমার্ক ।
প্র: আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা কে ?
উঃ পিটার বেনেলসন ৷
প্র: আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় ?
উঃ লন্ডনে।
প্র: এস্কিমোদের আদিবাস স্থান কোথায় ?
উঃ গ্রিনল্যান্ড।
প্র: ‘রহস্যময় মানুষ’ কাকে বলা হয় ?
উ: ডিজরেইলি।
প্র: শ্বেতপত্র কী ?
উঃ কোনো জরুরি বিষয় সম্পর্কে সরকারের প্রকাশিত দলিল।
প্র: রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উঃ ১৮৬৪ সালে।
প্র: রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে ?
উঃ জন হেনরি ডুরাল্ড ।