প্রাথমিক ও উচ্চপ্রাথমিক টেট — Geometry mock test for primary TET with answers (২৯টি জরুরি জ্যামিতি প্রশ্ন)

Our WhatsApp Group Join Now

এই অনলাইন কুইজে আছে ২৯টি বাছাই করা জ্যামিতি প্রশ্ন — বিশেষভাবে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক TET পরীক্ষার্থীদের জন্য। Geometry mock test for primary TET Mock Test দিয়ে আপনার প্রস্তুতি দ্রুত যাচাই করুন। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর Finish বাটনে ক্লিক করলেই সঙ্গে-সঙ্গে সবার উপরে স্কোর দেখাবে, পাশাপাশি সঠিক ও ভুল উত্তরগুলোর বিশদ ফলাফল পাওয়া যাবে। এখনি পরীক্ষাটি দিন এবং দুর্বল অংশ চিহ্নিত করে আপনার প্রস্তুতি মজবুত করুন।

Geometry mock test for primary TET
Geometry mock test for primary TET

চলুন শুরু করা যাক Geometry mock test for primary TET

স্কোর: 0/29

1. জ্যামিতি বলতে কী বোঝ?

2. জ্যামিতির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়-

3. কোন্ গ্রন্থে প্রাচীন ভারতের জ্যামিতিক বিষয়ক চর্চা সম্পর্কে আমরা জানতে পারি?

4. নীচের কোনটি সংজ্ঞাহীন পদ?

5. নীচের কোনটি বিন্দুর বৈশিষ্ট্য নয়?

6. কোনটি সসীম?

7. সমকোণের পরিমাণ কত?

8. যে কোণের পরিমাণ 90° অপেক্ষা কম তাকে কী বলে?

9. একটি স্থূলকোণের বিপ্রতীপ কোণটি সর্বদা-

10. যে কোণের পরিমাপ 2 সমকোণ বা 180° থেকে বেশি কিন্তু 4 সমকোণ বা 360° থেকে কম তাকে কী বলে?

11. দুটি কোণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কোণকে কতগুলি ভাগে ভাগ করা যায়?

12. দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণদ্বয় উৎপন্ন হয় তাদের কী বলে?

13. সম্পূরক কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি-

14. যে ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ সমান তাকে কী বলে?

15. নীচের কোন বিবৃতিটি সত্য: ত্রিভুজের তিনটি কোণের-

16. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে-

17. প্রত্যেক ত্রিভুজেরই কমপক্ষে একটি কোণ-

18. ΔABC-এ ∠A = 70°, ∠B = 40° ও ∠C = 70° হলে ΔABC কী ধরনের ত্রিভুজ?

19. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 40° হলে, অপরটি-

20. কোনো ত্রিভুজের একটি কোণ, অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ?

21. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত?

22. সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

23. যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে কী বিন্দু বলা হয়?

24. একটি ইটের কয়টি তল আছে?

25. কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি কোণ 45° হলে অপর কোণটি কত?

26. নীচের কোন্ বিবৃতিটি সঠিক?
(i) ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ
(ii) সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমকোণ
(iii) সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহু সমান

27. একটি ত্রিভুজের ক্ষেত্রে-
(i) তিনটি বাহু অসমান হলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
(ii) তিনটি কোণ সমান না হলে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
(iii) দুটি বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
কোন্টি সঠিক?

28. স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তিনটি বাহুর মধ্যে সঠিক সম্পর্কটি হল-

29. নীচের কোনটি সঠিক?
(i) ত্রিভুজের দুটি বাহুর সাধারণ বিন্দুটিকে শীর্ষবিন্দু বলে।
(ii) যে-কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলে।
(iii) সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক।

WB Primary TET Mock Test 2: ব্যক্তিগত পার্থক্য (individual difference) ---শিশু মনস্তত্ত্বের উপর এই মক টেস্ট টি দেয়ার জন্য এখানে ক্লিক করুন।

Leave a Comment