SSC Group D: সাধারণ জ্ঞান মক টেস্ট (GK Mock Test): সেরা Group D Mock Test

Our WhatsApp Group Join Now

আসন্ন SSC Group D পরীক্ষার জন্য আপনার সাধারণ জ্ঞানের (GK) প্রস্তুতি কতটা মজবুত, তা যাচাই করে নেওয়ার সেরা সুযোগ এটি! এই মক টেস্টে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান (পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা) এবং ভারতীয় সংবিধান এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে বাছাই করা প্রশ্ন রাখা হয়েছে, যা বিশেষভাবে গ্রুপ ডি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
পরীক্ষায় সাফল্য পেতে হলে এই বিষয়গুলিতে নিয়মিত অনুশীলন অপরিহার্য। এই অনুশীলন আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে এবং দ্রুত নির্ভুল উত্তর দেওয়ার দক্ষতা তৈরি করতে সাহায্য করবে।
‘ফিনিশ’ বাটনে ক্লিক করার পর, আপনি তাৎক্ষণিকভাবে আপনার স্কোর দেখতে পাবেন এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর চিহ্নিত হবে (সবুজ দিয়ে)। ভুল উত্তরগুলিও (লাল দিয়ে) নির্দেশিত হবে। এর মাধ্যমে আপনি আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করে সেই অংশগুলো আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। দেরি না করে চ্যালেঞ্জটি নিন!

Group D Mock Test
Group D Mock Test

চলুন শুরু করা যাক সেরা Group D Mock Test

১। আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন?

২। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত?

৩। সূর্যমুখী তেলে থাকা কোন উপাদান এই তেলকে বেশি স্বাস্থ্যকর করে তুলেছে?

৪। ভারতে প্রথমবারের মতো আইএএস (আইসিএস নয়) পরীক্ষা কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?

৫। কোন নদীকে ‘সিকিমের জীবনরেখা’ বলা হয়?

৬। সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন দেখা যায়?

৭। কোন সাংবিধানিক সংশোধনী ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে?

৮। ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ মিশন ‘অ্যাস্ট্রোস্যাট’ এবছর কত বছর পূর্ণ করল?

৯। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলরেখা-সহ ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য কত?

১০। ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’এর সময় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল জাপান দখল করে নেয়?

১১। ‘পিসিকালচার’ শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?

১২। মোগল সাম্রাজ্যের একমাত্র কোন দুই সম্রাট তাঁদের আত্মজীবনী লিখেছেন?

১৩। ‘আমন সেতু’ কোন দু’টি দেশকে যুক্ত করেছে?

১৪। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়?

১৫। একটি বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

১৬। পারদের কোন যৌগ জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়?

১৭। পরিকল্পিত ‘বেদাবাহাল আল্ট্রা মেগা পাওয়ার প্রোজেক্ট’টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

১৮। বিখ্যাত বই ‘বৃহৎ কথা’ কার লেখা?

১৯। ভারতের অরুণাচল প্রদেশ ও সৌরাষ্ট্রে সূর্যোদয়ের মধ্যে আনুমানিক সময়ের পার্থক্য কত?

২০। জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়?

২১। ভারতে কত সালে পালস পোলিও টিকাদান কর্মসূচি চালু হয়েছিল?

২২। ‘ভিল’ উপজাতি কোথায় বাস করে?

২৩। ‘সবরমতী আশ্রম’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

২৪। রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন?

২৫। বার্লোর চক্র কোন নিয়মে কাজ করে?

২৬। শ্রীলঙ্কার ইতিহাসগ্রন্থ ‘মহাবংশ’ অনুসারে, মৌর্য সম্রাট অশোক কার মাধ্যমে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?

২৭। ত্রিপুরার একক বৃহত্তম শিল্প কোনটি?

২৮। ভারতের কোন রাজ্যটি অ্যাগেট, চক ও পার্লাইটের একমাত্র উৎপাদক?

২৯। মেগাস্থিনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন?


এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট দিতে নিচে ক্লিক করুন 
👇👇👇👇👇

SSC Group C & Group D: কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট: SSC Mock Test Online Free

Leave a Comment