উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023, HS Result 2023 : WBCHSE Notice

HS Result 2023
HS Result 2023

HS Result 2023 : কিছুদিন আগেই প্রায় নির্ঝঞ্ঝাটেই শেষ হয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা উচ্চমাধ্যমিক (West Bengal Higher Secondary Examination)। এবার সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পালা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোনরকম বিশৃঙ্খলার অভিযোগ যাতে সামনে না আসে সেই কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে কড়া বন্দোবস্ত করা হয়েছিল। বেশিরভাগ সেন্টারেই সিসিটিভির ব্যবস্থা ছিল।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

এবার সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে এখন শুধু তারই অপেক্ষা।

রেজাল্ট (HS Result 2023) বের হওয়ার সম্ভাব্য সময় :

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ সরকারি ভাবে ঘোষণা না করা হলেও, জানা যাচ্ছে যে আগামী ১০ই জুনের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ফলাফল প্রকাশ করে দিতে পারে। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকে, উত্তরপত্র মূল্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন শিক্ষক মহাশয়দের কে খাতা দেখতে দেওয়ার কাজ ইত্যাদি যে গতিতে এগিয়েছে, তাতে মনে করা হচ্ছে যে নির্ধারিত সময়ের অনেক আগেই হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে যাবে।

তবে কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে যে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবার যে ধাঁচে তৈরি করা হয়েছে, তাতে উত্তরপত্র মূল্যায়ন করতে বিগত বছরগুলির ন্যায় বেশি সময় লাগবার কথা নয়। তবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে শিক্ষা সংসদের তরফ থেকে খুব শীঘ্রই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ, যত তাড়াতাড়ি উত্তরপত্র জমা পড়বে তত তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক রেজাল্ট (HS Result 2023 West Bengal) প্রকাশ করা সম্ভব বলে জানা যাচ্ছে।

[ আরো পড়ুন : WB TET 2023 : কমছে একাডেমিক স্কোরের গুরুত্ব ! Great News ]


গত বছর উচ্চমাধ্যমিকের ফলাফল জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয়েছিল। আর এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে ১০ই জুনের মধ্যেই নিশ্চিতভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ তো হবেই, তার সাথে আরও মনে করা হচ্ছে যে দশই জুনের বেশ কিছু দিন আগেই হয়তো এই ফলাফল প্রকাশ করা হবে।
বিশেষত মনে রাখার বিষয় এটাই যে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ ই মার্চ থেকে এবং শেষ হয়েছে ২৭ এ মার্চ। এর ফলে উত্তরপত্র মূল্যায়ন থেকে শুরু করে মার্কশীট সার্টিফিকেট তৈরি পর্যন্ত বেশ কিছু পর্যাপ্ত সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হাতে থাকছে।


তবে এখনো পর্যন্ত সরকারি ভাবে কোন ঘোষণা করা হয়নি। তবে শিক্ষক-শিক্ষিকারা যেভাবে যাবতীয় কাজকর্ম দ্রুততার সঙ্গে সেরে ফেলছেন এবং সংসদ তাদের পরিকল্পনা অনুযায়ী কাজকর্মগুলি বাস্তবায়িত করছেন, তাতে মনে করা হচ্ছে ১০ই জুনের বেশ কিছুদিন আগেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে যাবে। রেজাল্ট দেখা যাবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট সহ আরো বেশ কিছু ওয়েবসাইটে। এ সংকান্ত আরো বিভিন্ন আপডেট পেতে সর্বদা চোখ রাখুন edubangla.in এই ওয়েবসাইটে।

Result Date table for WB Higher Secondary 2023:

Board NameWest Bengal Council of Higher Secondary Education
Exam NameHigher Secondary Examination (12th)
Starting Date of Examination14th March 2023
Result Date10th June (Tentatively)
Official Websitehttps://wbchse.wb.gov.in/

কিভাবে আপনার উচ্চ মাধ্যমিক রেজাল্ট জানবেন:

  • প্রথমে আপনাকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট লিংকে যেতে হবে।
  • এরপর ক্লিক অন এইচএস ২০২৩ রেজাল্ট এইখানে ক্লিক করতে হবে।
  • এরপর এখানে প্রয়োজনীয় রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্মতারিখ সাবমিট করতে হবে।
  • এরপরে স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে, এবং আপনি ইচ্ছে করলে এটাকে ডাউনলোডও করে নিতে পারেন।

Important Dates & Links for WB HS Result 2023:

Result Date of HS 2023: 10th June (Tentatively)

Official Website for “West Bengal Higher Secondary Examination” : Link