আজকের এই প্রতিবেদনে GK Question অংশে খেলাধুলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ বা প্রশ্ন এবং উত্তর রইল।
খেলাধুলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ শব্দ- GK Question
এক নজরেঃ
বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যাগুলিকে বা বিজ্ঞানের বিভিন্ন বিভাগের নাম জানতে এখানে ক্লিক করুন
জিকে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ অংশ যে কোন চাকরির পরীক্ষাতে এই বিভাগ থেকে কিছু প্রশ্ন অবশ্যই আছে। চলুন আসন্ন পরীক্ষার জন্য কিছুটা প্রস্তুতি নেওয়া যাক।
GK Question: খেলাধুলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ শব্দ
১। ক্রিকেটের উইকেটের উচ্চতা কত?
উঃ ৬৯ সেমি।
২। ক্রিকেট খেলায় পিচের পরিমাপ কত?
উঃ ১৭.৬৮ মি. x ১.৮৩ মি।
৩। ‘গুগলি কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ ক্রিকেট।
৪। ‘ন্যাটওয়েস্ট ট্রফি’ কোন খেলাকে মনে করায়?
উঃ ক্রিকেট।
৫। লেগকাটার শব্দ কোন খেলার সাথে যুক্ত?
উঃ ক্রিকেট।
৬। ‘ফলোঅন’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ ক্রিকেট।
৭। ‘দেওধর ট্রফি’ কোন খেলার সাথে যুক্ত?
উঃ ক্রিকেট।
৮। বিশ্বের সর্বাধিক টেস্ট সেঞ্চুরিধারী ক্রিকেট খেলোয়াড়ের নাম কি?
উঃ শচীন তেন্ডুলকর।
৯। কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে?
উঃ অস্ট্রেলিয়া।
১০। চায়নাম্যান কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ ক্রিকেট।
১১। বিশ্বকাপ ফুটবলের প্রথম ট্রফির নাম কি ছিল?
উঃ জুলেরিমে।
১২। হকি খেলার গোলপোষ্টের উচ্চতা মাটি থেকে কত?
উঃ ৭ ফুট।
১৩। ওলিম্পিক গেমস্ত্রে প্রতীকে কটি রিং থাকে?
উঃ পাঁচটি।
১৪। ডুরান্ড কাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ ফুটবল।
১৫। ‘সুলতান আজলান শাহ’ ট্রফি কোন খেলায় দেওয়া হয়?
উঃ হকিতে।
১৬। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম চাম্পিয়ান হয় কোন দেশ?
উঃ ওয়েস্ট ইন্ডিজ।
১৭। প্রথম ভারতীয় দল হিসাবে ডুরান্ড কাপ জেতে কোন দেশ?
উঃ মহামেডান স্পোটিং।
১৮। বাস্কেট বল খেলায় প্রতিদলে কত জন করে খেলোয়াড় থাকেন?
উঃ ৫ জন।
১৯। পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত?
উঃ বিলিয়ার্ডস্।
২০। ‘আগরওয়াল কাপ’ কোন খেলার সাথে যুক্ত?
উঃ ব্যাডমিন্টন।
২১। বাস্কেট বল খেলায় বলের ওজন কত?
উঃ ৬০০-৬৫০ গ্রাম।
২২। ‘ড্রিবলিং’ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ বাস্কেটবল।
২৩। বাস্কেট বল খেলায় বাস্কেটের উচ্চতা কত?
উঃ ১১ ফুট।
২৪। স্ম্যাচিং কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ ফুটবল।
২৫। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাসকটটির নাম কি?
উঃ গেলিওসিক্স।
২৬। My Side বইটি কোন বিখ্যাত খেলোয়াড়ের লেখা?
উঃ ডেভিড ব্রেকহাম।
২৭। টেবিল টেনিস খেলায় টেবিলের মাপ কত?
উঃ ২.৭৪ x ১.৫২ মি।
২৮। ‘পেন-হোল্ড-গ্রিপ’ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ টেবিল টেনিস।
২৯। ‘উয়াট কাপ’ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ টেবিল টেনিস।
৩০। কমলেশ মেহেতা কোন খেলার খেলোয়াড়?
উঃ টেবিল টেনিস।
৩১। একক বিভাগে টেনিস কোর্টের পরিমাপ কত?
উঃ ২৩.৭৭ মি. × ৮.২৩ মি।
৩২। ডবলফল্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ টেনিস।
৩৩। ‘ডেভিস কাপ’ প্রতিযোগিতা কোন খেলায় হয়?
উঃ লনটেনিস।
৩৪। মার্টিনা নাভ্রাতিলোভা কোন খেলার সাথে যুক্ত?
উঃ লনটেনিস।
৩৫। প্রথম গ্রান্ডস্লাম জয়ী ভারতীয় টেনিস তারকার নাম কি?
উঃ মহেশভূপতি।
৩৬। ‘আগাখান’ কাপ কোন খেলার সাথে যুক্ত?
উঃ হকি।
৩৭। ‘স্ট্রাইকিং সার্কল’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ হকি।
৩৮। ভলিবলের নেটের আয়তন কত?
উঃ ৯.৫ x ১ মি।
৩৯। ‘ফেডারেশন কাপ’ কোন খেলার প্রতিযোগিতা?
উঃ ভলিবল।
৪০। অর্জুন সিং অটওয়াল কোন খেলার সাথে যুক্ত?
উঃ গল্ফ।
৪১। দাবার বোর্ডে কয়টি আয়তকার খোপ কাটা থাকে?
উঃ ৬৪টি।
৪২। বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত?
উঃ দাবা।
৪৩। কোন দেশের জাতীয় খেলা দাবা?
উঃ রাশিয়া।
৪৪। ‘গামবিট’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ দাবা।
৪৫। ইংল্যান্ডের জাতীয় খেলা কি?
উঃ ক্রিকেট ও ফুটবল।
৪৬। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি?
উঃ টেনিস ও ক্রিকেট।
৪৭। ইংল্যান্ডের এপসম কোন খেলার সাথে যুক্ত?
উঃ ঘোড় দৌড়।
৪৮। দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সাথে যুক্ত?
উঃ দাবা।
৪৯। ২০০৮ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হল?
উঃ বেজিং-এ।
৫০। ২০১২ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ লন্ডনে।
৫১। আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয় কবে?
উঃ 1896 খ্রীষ্টাব্দে।
৫২। রাজ্যবর্ধন সিংরাঠোর কোন খেলার সাথে যুক্ত?
উঃ শুটিং।
৫৩। প্রথম ভারতীয় যিনি অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন?
উঃ অভিনব বিন্দ্রা।
৫৪। ২০০৮-এর ইউরোকাপ ফুটবল অনুষ্ঠিত হল কোথায়?
উঃ সুইজারল্যান্ড।
৫৫। নারায়ন কার্তিকেয়ন কোন খেলার সাথে যুক্ত?
উঃ ফরমুলা ওয়ান কার রেসিং।
৫৬। দোলা বন্দ্যোপাধ্যায় কোন খেলার সাথে যুক্ত?
উঃ তীরন্দাজী।
৫৭। ‘উবের কাপ’ কোন্ খেলার সাথে যুক্ত?
উঃ ব্যাডমিন্টন।
৫৮। ভলিবল খেলায় প্রতিদলে কত জন করে খেলোয়াড় থাকে?
উঃ ৬ জন।
৫৯। ডেনিস লিলি কোন দেশের খেলোয়াড় ছিলেন?
উঃ অস্ট্রেলিয়া।
৬০। স্পিনার হিসাবে প্রথম ৪০০ উইকেট পান কোন খেলোয়াড়?
উঃ শ্যেন ওয়ার্ন।
৬১। হকি খেলাটি প্রথমে কি নামে পরিচিত ছিল?
উঃ কমক।
৬২। ‘মারডেকা কাপ’ কোন খেলার সাথে যুক্ত?
উঃ ফুটবল।
৬৩। কোন খেলোয়াড়কে উড়ন্ত শিখ বলা হয়?
উঃ মিলখা সিং।
৬৪। ‘পপিং ‘ক্রিজ’ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ ক্রিকেট।
৬৫। ভারতীয় ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কোনটি?
উঃ ডুরান্ড কাপ।
৬৬। জুডোর সর্বোচ্চ সম্মানের নাম কি?
উঃ ব্ল্যাকবেন্ট।
৬৭। কোন অলিম্পিকে ভারত প্রথম হকিতে সোনা জেতে?
উঃ আমস্টারডাম।
৬৮। ‘টি’ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ গল্ফ।
৬৯। প্রথম এশিয়ান গেমস্ অনুষ্ঠিত হয় কোথায়?
উঃ নতুন দিল্লীতে।
৭০। ‘বাটারফ্লাই স্ট্রোক’ কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ সাঁতার।
৭১। ‘গ্রান্ডস্লাম’ কথাটির অর্থ কি?
উঃ একজন খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চওপেন, ইউ.এস. ওপেন এবং উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান।
৭২। চাকার কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ পোলো খেলার সাথে।