চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রস্তুতি – Important Social Science Questions and Answers

Our WhatsApp Group Join Now

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে রয়েছে Important Social Science Questions and Answers যা ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিশেষ সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সহজ ভাষায় ও পরীক্ষাভিত্তিকভাবে তৈরি করা হয়েছে যাতে বাচ্চারা অল্প সময়ে বিষয়গুলি ভালোভাবে আয়ত্ত করতে পারে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে এই প্রশ্নোত্তরগুলো অনুশীলন করলে ফলাফল হবে আরও উন্নত। এখনই পড়ো, শিখো এবং পরীক্ষায় সাফল্যের পথে এগিয়ে চলো!

Important Social Science Questions and Answers
Important Social Science Questions and Answers

পরিবেশ ও বিজ্ঞান

প্রশ্ন: মানুষ যখন ঘরবাড়ি বানানো শেখেনি তখন কী ছিল তার থাকার জায়গা?
উত্তর: গুহা।

প্রশ্ন: জ্বর সারানোর ওষুধ কী থেকে তৈরি হত?
উত্তর: গাছের ছাল থেকে।

প্রশ্ন: প্রায় দেড় হাজার বছর আগে আর্যভট্ট কী জানতেন?
উত্তর: পৃথিবী নিজের চারপাশে পাক খায়।

প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
উত্তর: বৃহস্পতি।

প্রশ্ন: চাঁদে প্রথম কে পা দেন?
উত্তর: নীল আর্মস্ট্রং।

প্রশ্ন: পৃথিবীর উপগ্রহ কী?
উত্তর: চাঁদ।

প্রশ্ন: উল্কাপিণ্ড থেকে কোন ধাতুর আবিষ্কার হয়?
উত্তর: লোহা।

প্রশ্ন: কোন বিজ্ঞানী জানতেন যে পৃথিবী নিজের চারপাশে ঘোরে?
উত্তর: আর্যভট্ট।

প্রশ্ন: মানুষের প্রথম কাজের ধাতু কী ছিল?
উত্তর: তামা।

প্রশ্ন: সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তর: বুধ।

চতুর্থ শ্রেণীর গণিতের একটি কুইজে অংশগ্রহণ করার জন্য নিচে ক্লিক করো 
👇👇👇👇👇

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত কুইজ – Smart 4th Grade Math Quiz Questions প্র্যাকটিস

প্রশ্ন: শনি গ্রহের সন্ধানে কোন যান গিয়েছিল?
উত্তর: ক্যাসিনি।

প্রশ্ন: তামার সঙ্গে টিন মিশিয়ে কী ধাতু তৈরি হয়?
উত্তর: ব্রোঞ্জ।

প্রশ্ন: ইনস্যাট কী?
উত্তর: একটি কৃত্রিম উপগ্রহ।

প্রশ্ন: কোন ঋতুতে দিন ছোট ও রাত বড় হয়?
উত্তর: শীত ঋতুতে।

প্রশ্ন: জলের কঠিন রূপ কী?
উত্তর: বরফ।

প্রশ্ন: প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়?
উত্তর: সমুদ্রের নিচে।

প্রশ্ন: কোন গ্রহের বলয় আছে?
উত্তর: শনি গ্রহের।

প্রশ্ন: মহাকাশে পাঠানো প্রথম প্রাণীর নাম কী?
উত্তর: লাইকা নামের কুকুর।

প্রশ্ন: পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে কী হয়?
উত্তর: দিন ও রাত হয়।

প্রশ্ন: দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য কেমন হয়?
উত্তর: সবচেয়ে ছোট হয়।

প্রশ্ন: ছায়া যেদিকে পড়ে, সূর্য কোন দিকে থাকে?
উত্তর: ছায়ার উল্টো দিকে।

প্রশ্ন: শীতকালে বাতাসে জলীয় বাষ্প কেমন থাকে?
উত্তর: কম থাকে।

পশ্চিমবঙ্গ ও ভারত

প্রশ্ন: মূগা রেশম মথ ভারতে কোথায় পাওয়া যায়?
উত্তর: আসামে।

প্রশ্ন: পোড়া মাটির জিনিস কোন জেলায় তৈরি হয়?
উত্তর: বাঁকুড়া জেলায়।

প্রশ্ন: কোন জেলার শ্রীরামপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত?
উত্তর: হুগলি জেলার।

প্রশ্ন: জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী বয়ে চলেছে?
উত্তর: হলং নদী।

প্রশ্ন: পশ্চিমবঙ্গে টয়ট্রেন কোথায় আছে?
উত্তর: দার্জিলিংয়ে।

প্রশ্ন: বাঁকুড়ার বিষ্ণুপুরে কোন মন্দির আছে?
উত্তর: রাসমঞ্চ মন্দির।

প্রশ্ন: পশ্চিমবঙ্গে কয়লাখনি কোথায় আছে?
উত্তর: রানিগঞ্জে।

প্রশ্ন: নদীয়ার কোন জায়গা মাটির পুতুলের জন্য বিখ্যাত?
উত্তর: কৃষ্ণনগর।

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরীর কারখানা আছে?
উত্তর: দার্জিলিংয়ে।

প্রশ্ন: শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত?
উত্তর: পৌষমেলা।

প্রশ্ন: রবীন্দ্রসেতু কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: হুগলি নদীর উপর।

প্রশ্ন: আমাদের রাজ্যের ভূভাগ সব জায়গায় সমান নয় – এটি কি সত্য?
উত্তর: হ্যাঁ, সত্য।

সংস্কৃতি ও সমাজ

প্রশ্ন: খবর দেওয়া-নেওয়ার জন্য কোন পাখি ব্যবহার করা হতো?
উত্তর: পায়রা।

প্রশ্ন: ছৌ নাচে কী পরতেই হয়?
উত্তর: মুখোশ।

প্রশ্ন: যাঁরা লোহার জিনিস তৈরি করেন, তাঁদের কী বলা হয়?
উত্তর: কর্মকার।

প্রশ্ন: মেঘালয় রাজ্যের খাসিয়া দের সমাজে পরিবারের প্রধান কে?
উত্তর: মা।

প্রশ্ন: নৌকা চালানোর সময় কোন গান গাওয়া হয়?
উত্তর: সারিগান।

প্রশ্ন: ভাদু পূজা কোন মাসে হয়?
উত্তর: ভাদ্র মাসে।

প্রশ্ন: টোটো কী?
উত্তর: একটি উপজাতি।

প্রশ্ন: রবীন্দ্র জয়ন্তী কোন ঋতুতে পালন করা হয়?
উত্তর: গ্রীষ্ম ঋতুতে।

প্রশ্ন: সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে?
উত্তর: ঝুমুর।

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঋতু কী?
উত্তর: গ্রীষ্ম।

কৃষি ও উদ্ভিদ

প্রশ্ন: বন্যার জল সরে গেলে কৃষিজমিতে কী জমে?
উত্তর: পলি মাটি জমে।

প্রশ্ন: স্কোয়াশের চাষ কোথায় হয়?
উত্তর: পাহাড়ি এলাকায়।

প্রশ্ন: শিমূল গাছ থেকে আমরা কী পাই?
উত্তর: তুলো।

প্রশ্ন: একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো।
উত্তর: বাসক।

প্রশ্ন: হাতপাখা কোন পাতা দিয়ে তৈরি হয়?
উত্তর: খেজুর বা তাল পাতা।

প্রাগৈতিহাসিক জীবন ও আবিষ্কার

প্রশ্ন: মানুষ যখন জঙ্গলে বাস করত, তখন হাতিয়ার হিসেবে কী ব্যবহার করত?
উত্তর: গাছের ডাল, লাঠি।

প্রশ্ন: মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল?
উত্তর: কুকুরকে।

প্রশ্ন: মানুষ কুকুরকে কোন কাজের জন্য পোষ মানিয়েছিল?
উত্তর: আত্মরক্ষার জন্য।

প্রশ্ন: প্রথমে মানুষ কোন জিনিস দিয়ে চাকা বানাত?
উত্তর: পাথর দিয়ে।

প্রশ্ন: চকমকি পাথর দিয়ে কী করা হত?
উত্তর: ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হত।

প্রশ্ন: প্রাচীন মানুষ কোথায় বাসা বেঁধে থাকত?
উত্তর: গাছের ওপর।

প্রশ্ন: একসময় খাবারের খোঁজে ঘুরে বেড়াত কোন ধরনের মানুষ?
উত্তর: যাযাবর বা পশুপালক।

বিবিধ

প্রশ্ন: কালো মাটি পোড়ালে কেমন হয়?
উত্তর: শক্ত হয়।

প্রশ্ন: কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য কী করা হয়?
উত্তর: লোহার বেড় দেওয়া হয়।

প্রশ্ন: একটি গৃহপালিত পাখির নাম লেখো।
উত্তর: মুরগি।

প্রশ্ন: একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়?
উত্তর: অরণ্যে।

প্রশ্ন: পিনটেল কী ধরনের প্রাণী?
উত্তর: এক ধরনের হাঁস।

Leave a Comment