India’s First Person, 36 GK in Bengali: ভারতের প্রথম ব্যক্তি

আজ আমরা আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ থেকে একগুচ্ছ প্রশ্ন India’s First Person, Gk in Bengali: ভারতের প্রথম ব্যক্তি। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL,সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস, জি.আই, রিসনিং, ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। আশা করি আজকের এই প্রতিবেদন টি আপনাদেরকে এই সমস্ত বিভিন্ন পরীক্ষাতে নিজেদেরকে প্রস্তুত করতে এবং সঙ্গে অবশ্যই নিজের জ্ঞান বৃদ্ধি করতে অনেক কাজে আসবে। চলুন শুরু করা যাক।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
India's First Person, Gk in Bengali
India’s First Person, Gk in Bengali

India’s First Person, GK in Bengali

১। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ?

উঃ পণ্ডিত জহরলাল নেহেরু।

২। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ?

উঃ ইন্দিরা গান্ধী।

৩। ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?

উঃ সরোজিনী নাইডু।

৪। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পীকারের নাম কি ?

উঃ স্যানো দেবী।

৫। ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?

উঃ সুচেতা কৃপালিনী ।

৬। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি ?

উঃ ফাতিমা বিবি।

আরো জানতে এইখানে ক্লিক করুন : সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর 2024

৭। ভারতের প্রথম মহিলা আই.এ.এস. অফিসারের নাম কি ?

উঃ আন্না জর্জ মালহোত্রা ।

৮। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?

উঃ আলম আরা ।

৯। ভারতের প্রথম মহিলা আই.পি.এস. অফিসারের নাম কি ?

উঃ কিরণবেদী।

১০। ভারতের প্রথম মহিলা এভারেষ্ট জয়ীর নাম কি ?

উঃ বাচোন্দ্রী পাল ।

১১। ভারতের প্রথম মহিলা দিল্লীর সুলতানার নাম কি ?

উঃ সুলতানা রাজিয়া ।

১২। ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতির নাম কি?

উঃ আন্নাচণ্ডী।

১৩। প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন ?

উঃ দাদাভাই নৌরজী।

১৪। ভারতেরপ্রথম কমাণ্ডার ইন চিফ এর নাম কি ?

উঃ জেনারেল রয় বুচার।

১৫। ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?

উঃ কল্পনা চাওলা।

১৬। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি ?

উঃ হীরালাল কানিয়া ।
১৭। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?

উঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্মান ।

১৮। ভারতের প্রথম অস্কার বিজয়ীর নাম কি ?

উঃ ভানু আথাইয়া।

১৯। ভারতের প্রথম মহিলা পাইলটের নাম কি ?

উঃ দূর্বা ব্যানার্জী।

২০। ভারতের প্রথম মিস ইউনিভার্সের নাম কি ?

উঃ সুস্মিতা সেন।

২১। ভারতের প্রথম মিসওয়াল্ডের নাম কি ?

উঃ রিতাফারিয়া।

২২। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ?

উঃ জাকির হোসেন ।

২৩। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?

উঃ প্রতিভা পাটিল।

২৪। ভারতীয় লোকসভার প্রথম অধ্যক্ষের নাম কি ?

উঃ জি. ডি. মভলঙ্কার।

২৫। ভারতের প্রথম ফরেন সেক্রেটারির নাম কি ?

উঃ মিসচোকিলা আয়ার।

২৬। ভারতের প্রথম উপপ্রধান মন্ত্রীর নাম কি ?

উঃ বল্লভ ভাই প্যাটেল।

২৭। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি ?

উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

২৮। বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি ?

উঃ ওয়ারেন হেস্টিংস।

২৯। ভারতের প্রথম ভাইরসের নাম কি ?

উঃ লর্ড ক্যানিং।

৩০। ভারতের প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ীর নাম কি ?

উঃ ফুদোরজী।

৩১। ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ীর নাম কি ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৩২। ভারতের প্রথম ম্যাগসেসাই পুরস্কার বিজেতার নাম কি ?

উঃ আচার্য বিনোবা ভাবে।
৩৩। ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে?

উঃ মিহির সেন।

৩৪। প্রথম ভারতীয় প্রতিবন্ধী ইংলিশ চ্যানেল অতিক্রমকারীর নাম কি ?

উঃ মাসুদুর রহমান ।

৩৫। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি ?

উঃ রাকেশ শর্মা।

৩৬। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি ?

উঃ রাজা হরিশচন্দ্ৰ ।

FAQs

ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি ?

রাজা হরিশচন্দ্ৰ ।

প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি ?

রাকেশ শর্মা।

প্রথম ভারতীয় প্রতিবন্ধী ইংলিশ চ্যানেল অতিক্রমকারীর নাম কি ?

মাসুদুর রহমান।