Math, Mock Test: WB Primary TET 2022-পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষার আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সময় তোমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আজ মূলত গণিত নিয়ে আলোচনা হবে। গণিত বিষয়ে তোমাদের প্রস্তুতি ইতিমধ্যে হয়তো অনেকটা এগিয়ে গিয়েছে। তাই তোমাদের ধারাবাহিকতা বজায় রেখে আজকে গণিত বিভাগ থেকে কতকগুলি গুরুত্বপূর্ণ MCQ টাইপ প্রশ্নের সেট দেওয়া হলো, এটা তোমরা পরীক্ষা দিয়ে বাড়িতে অভ্যাস করতে পারো।
নীচে প্রশ্নগুলির যথাযোগ্য সমাধানের ভিডিওর লিংক দেওয়া থাকবে। কিভাবে অংক গুলি করতে হবে তোমরা ভিডিওতে পুরোপুরি ভাবে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক।
Math. Mock Test: WB Primary TET 2022
মোবাইলে যদি প্রশ্নগুলি ডিসপ্লে না হয়ে থাকে তাহলে পিডিএফ ডাউনলোড করে নিন!
1. 1 থেকে 23 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত ?
(A). 188 (B). 182 (C). 180 (D). 183
2. 1 থেকে 15 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘন এর গড় কত ?
(A). 690 (B). 960 (C). 890 (D). 980
3. প্রথম 17 টি জোড় সংখ্যার বর্গের গড় কত?
(A). 450 (B). 420 (C). 430 (D). 410
4. 1 থেকে 35 পর্যন্ত পরপর জোড় সংখ্যা গুলির বর্গের গড় কত ?
(A). 484 (B). 445 (C). 420 (D). 444
5. 1 থেকে 14 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যা গুলির বর্গের গড় কত?
(A). 70 (B).75 (C). 66 (D). 65
6. 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা গুলির গড় কত ?
(A).20 (B).25 (C). 25.5 (D).50
7. প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে 200 টাকা, 3 বছরে সুদে মূলে কত হবে?
(A) 200 টাকা (B) 272 টাকা (C). 250 টাকা (D) 72 টাকা
8. 6251, 6521 এবং 5621 এই সংখ্যা তিনটিতে পাঁচের স্থানীয় মানগুলির যোগফল কত?
(A) 15 (B) 550 (C). 5550 (D) 5050
9. নিজের সংখ্যা মালাটির সরল ফল কত হবে?
-1+2-3+4-5+6-7+…………………+1000 = ?
(A) 2000 (B) 0 (C) 1 (D) 500
10. একটি সংখ্যাকে 89 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে সংখ্যাটি কে ২৯ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
(A)3 (B) 1 (C) 5 (D) 0