Score High in Class 9 Atomic Structure MCQ Mock Test: পরমাণুর গঠন

Class 9 Atomic Structure MCQ Mock Test
Class 9 Atomic Structure MCQ Mock Test

Class 9 Atomic Structure MCQ Mock Test : ”পরমাণুর গঠন” একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছো, অথবা যাদের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার ইচ্ছে আছে, বা করছো, অথবা উক্ত বিভাগ সম্পর্কিত কোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছো, অথবা একাডেমিকে খুব ভালো নাম্বার করতে চাইছো, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কথা ভেবে, এই পরমাণুর গঠন অধ্যায় থেকে 50 টি MCQ টাইপ প্রশ্ন সম্বলিত একটি প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে।

তোমরা এই অনলাইনে সরাসরি পরীক্ষা দিয়ে Finish বটনে ক্লিক করলেই তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবে। আর সাথে সাথে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কতটা ভালো হয়েছে তাও জেনে নিতে পারবে তাহলে চলো আর দেরি না করে পরীক্ষা শুরু করে দাও চটপট।

পরমাণুর গঠন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের জন্য এইখানে ক্লিক করো।

#1. α-কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় –

#2. রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় যে সোনার পাত নেওয়া হয়েছিল তার বেধ ছিল-

#3. আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন। -

#4. নিউট্রনবিহীন মৌলটি হল-

#5. কোনো পরমাণুর ভরসংখ্যা = A, পরমাণুটির প্রকৃত ভর = M amu নীচের সঠিক সম্পর্কটি চিহ্নিত করো-

#6. 15P32 ও 16S32 সম্পর্কে কোন্ বিবৃতিটি সঠিক নয়?

#7. কোন্‌টি তেজস্ক্রিয় আইসোটোপ?

#8. 88Ru226 নিউক্লিয়াসে রয়েছে -

#9. একটি পরমাণু M-এর ভরসংখ্যা 30 ও নিউট্রন সংখ্যা 14 হলে M3+ -এর ইলেকট্রন সংখ্যা হল -

#10. O2 - আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা-

#11. কোন্ মৌলের পরমাণুর N কক্ষে 1টি ইলেকট্রন আছে?

#12. 19K+ -এর সঙ্গে সমইলেকট্রনীয় হল –

#13. একটি প্রোটন ও নিউট্রনের ভরের অনুপাত হল:

#14. α ও β কণার আধানের অনুপাত –

#15. নিষ্ক্রিয় গ্যাসের বহিস্থ কক্ষে e- সংখ্যা-

#16. Fe 3+ আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটি পরিণত হয় ____________আয়নে ।

#17. α কণা সম্পর্কে প্রদত্ত কোন্ তথ্যটি সঠিক নয়?

#18. কোন্‌টির ব্যাসার্ধ বেশি?

#19. 16টি প্রোটন, 18টি ইলেকট্রন ও 16টি নিউট্রন যুক্ত কনাটি হলো :

#20. নিউক্লিয়াসের ব্যাস হল -

#21. 6X12 -এর আইসোটোপ হল –

#22. 82Pb211 এবং 83Bi211 হল একজোড়া –

#23. A, B ও C পরমাণু তিনটির ভরসংখ্যা যথাক্রমে 31, 32 ও 34। এদের কেন্দ্রে নিউট্রনের সংখ্যা যথাক্রমে 16, 17 এবং 18। এদের মধ্যে কোনগুলি আইসোটোপ?

#24. বোরের পরমাণু মডেল সম্পর্কিত কোন্ তথ্যটি সঠিক?

#25. পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয়-

#26. একটি ইলেকট্রন ১ম কক্ষ থেকে ৩য় কক্ষে গেলে সেটি –

#27. সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে বলা হয় –

#28. Kকক্ষপথে থাকা একটি ইলেকট্রনের শক্তি-

#29. ইলেকট্রন শক্তি শোষণ করে –

#30. পরমাণুর মূল কনা গুলিকে ভরের অধঃক্রমে সাজাও।

#31. 'পরমাণু’ নামকরণ করেন-

#32. নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হল-

#33. বিজ্ঞানী থমসন আবিষ্কৃত কণাটি হল-

#34. বিজ্ঞানী James Chadwick আবিষ্কৃত কণাটি হল-

#35. বোরের পরমাণু মডেল প্রযোজ্য হয় যে কণার জন্য-

#36. বোরের পরমাণু মডেল অনুযায়ী স্থায়ী কক্ষপথের সংখ্যা –

#37. আইসোটোপবিহীন মৌলটি হল-

#38. ৪O18-এ নিউট্রন সংখ্যা –

#39. F পরমাণুর ইলেকট্রন-বিন্যাস হল-

#40. একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় কতো গুণ ভারী?

#41. আইসোবারদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হল-

#42. আইসোটোপ আবিষ্কার করেন –

#43. প্রদত্ত কোন্‌টি স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়ামের মতো ভারী মৌলের কেন্দ্রক থেকে নির্গত হয় এবং ধনাত্মক আধানগ্রস্ত –

#44. ভরসংখ্যা এক, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়-

#45. ইলেকট্রন শক্তি বর্জন করলে –

#46. নিউক্লিয় বলের জন্য দায়ী-

#47. একটি α-কণার ভর কয়টি প্রোটনের ভরের সমান?

#48. একটি হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে যে কণা থাকে তা হল –

#49. পরমাণুর L কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে –

#50. মৌলের স্বকীয় ধর্ম হল –

Finish

Results

-

তুমি এই পরীক্ষাটিতে সফল হয়েছো। তোমার জন্য অনেক শুভকামনা রইল।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

তুমি পরীক্ষাটিতে সাফল্য লাভ করতে পারোনি। কিন্তু সেজন্য কোন চিন্তা নেই, তুমি আরো ভালো করে চেষ্টা করো । পরবর্তী সময়ে তুমি অবশ্যই কৃতকার্য হবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন