MCQ Practice Set 5 : আপনি কি সরকারি চাকরি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই প্রশ্নোত্তর সেটটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এখানে PSC, WBCS এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (General Knowledge) প্রশ্ন এবং উত্তর সংকলিত হয়েছে।

এই সেটটি বিশেষভাবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কভার করে যা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। নিয়মিত চর্চার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও দৃঢ় করুন!
MCQ Practice Set 5 – এর প্রধান বিষয়বস্তু:
🔹 ভারতের ইতিহাস ও সংস্কৃতি – গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, ভারতীয় নৃত্যকলা, রাজ্যের নাম পরিবর্তনের তারিখ ইত্যাদি।
🔹 ভূগোল ও পরিবেশবিদ্যা – গুরুত্বপূর্ণ নদী, হ্রদ, সমুদ্র সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি।
🔹 বিজ্ঞান ও প্রযুক্তি – সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর সময়, ভূমিকম্প মাপার স্কেল, জলবিদ্যুৎ প্রকল্প ইত্যাদি।
🔹 কারেন্ট অ্যাফেয়ার্স – সাম্প্রতিক ঘূর্ণিঝড়, উপগ্রহ উৎক্ষেপণ, গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ইত্যাদি।
🔹 অর্থনীতি ও কৃষি – ভারতের প্রধান তামাক উৎপাদক রাজ্য, দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার, পশ্চিমবঙ্গের প্রধান চাল উৎপাদক জেলা ইত্যাদি।
এই প্রশ্নোত্তর গুলি নিয়মিত চর্চা করুন এবং আপনার চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন। আরও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন!
চলুন শুরু করা যাক MCQ Practice Set 5!
1) রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা? [PSC Misc’20]
(a) রাখিন
(b) চিন
(c) শান
(d) কাচিন
Answer – (a) রাখিন 🏞️
2) ‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য? [PSC Misc’20]
(a) ওড়িশা
(b) অন্ধ্রপ্রদেশ
(c) তামিলনাড়ু
(d) কেরল
Answer – (a) ওড়িশা 💃
3) নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? [PSC Misc’20]
(a) অরাল সাগর
(b) কাস্পিয়ান সাগর
(c) কালা সাগর
(d) লোহিত সাগর
Answer – (a) অরাল সাগর 🌊
4) ‘দস্ত-ই-মারগো’বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ? [PSC Misc’20]
(a) ইরান
(b) পাকিস্তান
(c) ইরাক
(d) আফগানিস্তান
Answer – (d) আফগানিস্তান 🏜️
5) নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? [PSC Misc’20]
(a) কুমায়ুন
(b) সহ্যাদ্রী
(c) গাড়ওয়াল
(d) হিমাচল
Answer – (b) সহ্যাদ্রী 🏔️
6) গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী? [WBCS Preli ’20]
(a) কল্লেরু হ্রদ
(b) চিল্কা হ্রদ
(c) লোনার হ্রদ
(d) পুলিকট হ্রদ
Answer – (a) কল্লেরু হ্রদ 🌅
7) Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল— [WBCS Preli ’20]
(a) 70%
(b) 75%
(c) 80%
(d) 77%
Answer – (d) 77% 📚
8) সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? [WBCS Preli ’20]
(a) তামিলনাড়ু
(b) কর্ণাটক
(c) অন্ধ্রপ্রদেশ
(d) তেলেঙ্গানা
Answer – (c) অন্ধ্রপ্রদেশ �
9) ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? [WBCS Preli ’20]
(a) 3
(b) 4
(c) 5
(d) 6
Answer – (c) 5 🗺️
10) কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তানিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? [WBCS Preli ’20]
(a) 14 জানুয়ারি 1969
(b) 15 আগস্ট 1947
(c) 26 জানুয়ারি 1950
(d) 1 নভেম্বর 1956
Answer – (a) 14 জানুয়ারি 1969 📅
11) মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল – [WBCS Preli ’20]
(a) তৃতীয়
(b) চতুর্থ
(c) পঞ্চম
(d) ষষ্ঠ
Answer – (b) চতুর্থ 📊
12) বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? [WBCS Preli ’20]
(a) গঙ্গা
(b) যমুনা
(c) শতদ্রু
(d) ব্রহ্মপুত্র
Answer – (c) শতদ্রু 🌊
13) 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল- [WBCS Preli ’20]
(a) Fani
(b) Bulbul
(c) Amphan
(d) Titli
Answer – (b) Bulbul 🌪️
14) কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? [WBCS Preli ’20]
(a) 1818
(b) 1857
(c) 1905
(d) 1947
Answer – (a) 1818 🏭
15) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? [WBCS Preli ’20]
(a) হরপ্পা
(b) মেহেরগড়
(c) মহেঞ্জোদাড়ো
(d) লোথাল
Answer – (b) মেহেরগড় 🌾
16) সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে— [WBCS Preli ’20]
(a) 5 মিনিট
(b) 8 মিনিট
(c) 10 মিনিট
(d) 12 মিনিট
Answer – (b) 8 মিনিট ☀️
17) কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? [WBCS Preli ’20]
(a) হিমাচল প্রদেশ
(b) উত্তরাখণ্ড
(c) জন্মু ও কাশ্মীর
(d) অন্ধ্রপ্রদেশ
Answer – (c) জন্মু ও কাশ্মীর 💧
18) গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? [WBCS Preli ’20]
(a) সুরাট
(b) আলাঙ
(c) ভাডোদরা
(d) গান্ধীনগর
Answer – (b) আলাঙ 🚢
19) ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়— [WBCS Preli ’20]
(a) মেরক্যালি স্কেল
(b) বিউফর্ট স্কেল
(c) রিখটার স্কেল
(d) সিসমিক স্কেল
Answer – (c) রিখটার স্কেল 🌍
20) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? [WBCS Preli ’20]
(a) সিকিম-ভুটান
(b) অরুণাচল-চীন
(c) জম্মু-পাকিস্তান
(d) নেপাল-উত্তরপ্রদেশ
Answer – (a) সিকিম-ভুটান 🏞️
21) ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল – [WBCS Preli ’20]
(a) গুজরাট
(b) অন্ধ্রপ্রদেশ
(c) কর্ণাটক
(d) মহারাষ্ট্র
Answer – (b) অন্ধ্রপ্রদেশ 🚬
22) ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে— [WBCS Preli ’20]
(a) শ্রীহরিকোটা থেকে
(b) চেন্নাই থেকে
(c) আমেদাবাদ থেকে
(d) ব্যাঙ্গালোর থেকে
Answer – (c) আমেদাবাদ থেকে 🚀
23) আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন : [WBCS Preli ’20]
(a) মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মেদিনীপুর
(b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
(c) পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর
(d) মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
Answer – (b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান 🌾
24) নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত? [WBCS Preli ’20]
(a) মুম্বাই
(b) পুনে
(c) নাগপুর
(d) সুরাট
Answer – (b) পুনে 🏙️
25) সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল— [WBCS Preli ’20]
(a) 2001
(b) 2010
(c) 2011
(d) 2021
Answer – (c) 2011 📊
26) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
(a) কৃষ্ণ মাটি
(b) পলি মাটি
(c) ল্যাটেরাইট মাটি
(d) বেলে মাটি
Answer – (c) ল্যাটেরাইট মাটি 🌱
27) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে? [WBCS Preli ’20]
(a) কেরল
(b) থাঞ্জাভুর
(c) কর্ণাটক
(d) তেলেঙ্গানা
Answer – (b) থাঞ্জাভুর 🌾
28) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]
(a) কৃষ্ণ মাটি
(b) পলি মাটি
(c) ল্যাটেরাইট মাটি
(d) বেলে মাটি
Answer – (c) ল্যাটেরাইট মাটি 🌱
উপসংহার:
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে কেবল বই পড়াই যথেষ্ট নয়, বরং নিয়মিত অনুশীলন ও সঠিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই MCQ Practice Set 5 সেটটি আপনার জ্ঞান বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গঠনে সহায়তা করবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি আরও দক্ষ হয়ে উঠবেন এবং পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। সাফল্য কামনা করছি!