NMMS Geography Quiz for Class 8 – অষ্টম শ্রেণীর এনএমএমএস ভূগোল মক টেস্ট (১৮টি MCQ)

Our WhatsApp Group Join Now

অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি বিশেষ NMMS Geography Quiz for Class 8 (এনএমএমএস ভূগোল কুইজ)। এখানে রয়েছে মোট ১৮টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) যেখানে পৃথিবীর গঠন, ভূ-প্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, নদী, সাগর ও প্রাকৃতিক সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কভার করা হয়েছে। এই কুইজটি একটি পূর্ণাঙ্গ nmms geography quiz for class 8 mock test হিসেবে ডিজাইন করা হয়েছে — পূর্ববর্তী বছরের NMMS Scholarship Exam-এর প্রশ্ন থেকেও অনেক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। কুইজ শেষে **“Finish” বাটনে ক্লিক করলেই সাথে সাথে নম্বর ও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেখা যাবে। এখনই অংশগ্রহণ করো এবং তোমার NMMS Exam Preparation (NMMS প্রস্তুতি) আরও শক্তিশালী করো।

NMMS Geography Quiz for Class 8

চলো শুরু করা যাক NMMS Geography Quiz for Class 8

1. ভূত্বক ও গুরুমণ্ডলের সীমানাকে বলা হয়

2. GPS বা গ্লোবাল পজিশনিং ব্যবস্থা একটি অত্যাধুনিক ব্যবস্থা, যার সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা সম্পর্কে জানা যায়। এটি সাধারণত ব্যবহৃত হয় না-

3. উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহিত হতে দেখা যায়-

4. রূপান্তরিত শিলায় গঠিত বিখ্যাত স্থাপত্যের নিদর্শন হল

5. কাঠিন্য অনুযায়ী সবচেয়ে কম কাঠিন্যের খনিজ হল

6. প্রদত্তগুলির মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়?

7. বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত, দুটি হ্রদের মধ্যবর্তী অংশে অবস্থিত। হ্রদ দুটি হল-

8. ‘গ্র্যানচাকো’ বলতে বোঝায়-

9. আর্জেন্টিনার পম্পাস অঞ্চলের বিশাল পশুচারণ ভূমিকে বলা হয়

10. মার্শাল, একটি বিখ্যাত দ্বীপ, এটি ____ দ্বীপপুঞ্জের অন্তর্গত।

11. অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূল ____ জলবায়ু দেখা যায়।

12. ‘S’ তরঙ্গ কেবলমাত্র যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে তা হল

13. ‘পৃথিবীর কসাইখানা’ বলে-

14. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৃক্ষ হল

15. ‘আমি ডোলড্রাম নামে প্রসিদ্ধ’, আমি কে?-

16. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টি হয়

17. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল

18. ‘ম্যাকারেল আকাশ’ কী ধরনের আবহাওয়াকে সূচিত করে-


ভূগোল থেকে আরেকটি মক টেস্ট দেয়ার জন্য নিচে ক্লিক কর 
👇👇👇👇👇

অষ্টম শ্রেণির ভূগোল কুইজ – NMMS Scholarship Exam Geography প্রস্তুতির সেরা অনুশীলন

Leave a Comment