অষ্টম শ্রেণির ভূগোল কুইজ – NMMS Scholarship Exam Geography প্রস্তুতির সেরা অনুশীলন

Our WhatsApp Group Join Now

অষ্টম শ্রেণির ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভূগোল কুইজ! এখানে রয়েছে 18টি বাছাই করা প্রশ্ন, যা NMMS Scholarship Exam Geography-এর জন্য দারুণ সহায়ক। প্রশ্নগুলির উত্তর দিয়ে নিজের দক্ষতা যাচাই করো, আর Finish বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পাবে সঠিক উত্তর ও প্রাপ্ত নম্বর।

NMMS Scholarship Exam Geography
NMMS Scholarship Exam Geography

চলো শুরু করা যাক NMMS Scholarship Exam Geography

ভূগোল কুইজ
১. কোনো স্থানের স্থানীয় সময় যখন সকাল ১০টা, গ্রিনিচের সময় তখন ভোররাত্রি ৩টা। ওই স্থানটির দ্রাঘিমা হবে-
২. পৃথিবীর ভূত্বকের উপরিভাগ অর্থাৎ ‘সিয়াল’ গঠিত হয়েছে-
৩. প্রদত্ত কোনটি হিমবাহ দ্বারা গঠিত?
৪. কোন্ জলবায়ু অঞ্চলটির উষ্ণতার প্রসর সবচেয়ে কম?
৫. পৃথিবীতে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের প্রধান কারণ হল-
৬. সমুদ্র সমতলে সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যুক্তকারী রেখাকে বলে-
৭. ‘আগ্নেয় মেখলা’ হল-
৮. একটিমাত্র খনিজ দ্বারা গঠিত শিলাটি হল-
৯. কোন্ অঞ্চলটি ‘সার্ডিন মাছের রাজধানী’ হিসাবে বিখ্যাত?
১০. প্রদত্ত কোন্ রাজ্যটি USA-এর ‘সূর্যকিরণ রাজ্য’ হিসেবে পরিচিত?
১১. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট মৌনালোয়া অবস্থান করছে-
১২. কোন্ দেশকে ‘জীবন্ত জীবাশ্মের দেশ’ বলে?
১৩. ‘সাড্’ হল-
১৪. উত্তর আমেরিকার ‘মৃত্যু উপত্যকা বা ডেথভ্যালি’ যে ভূমিরূপের উপর গড়ে উঠেছে সেটি হল-
১৫. ফ্রান্সের ‘সেন্ট্রাল ম্যাসিফ’ হল একটি-
১৬. ‘ইউট্রোফিকেশন’ কথাটি সম্পর্কিত-
১৭. প্রদত্ত কোন্ প্রকার কৃষিব্যবস্থা ‘শস্যাবর্তন’ কৃষির সঙ্গে সম্পর্কিত?
১৮. আমাদের পৃথিবীর প্রধান জাতি কটি আছে?

Leave a Comment