WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 10 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের প্রতিবেদনে General Awareness থেকে বাছাই করা 20 টি প্রশ্ন এবং প্রতি প্রশ্ন শেষে উত্তর দেওয়া হল।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০ (WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 10)
এক নজরেঃ
তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।
1. নিম্নলিখিত শব্দ গুলির মধ্যে কোটি বেমানান-
(A) জানুয়ারী
(B) নভেম্বর
(C) মে
(D) জুলাই
Answer – (B) নভেম্বর
2. নিম্নলিখিত শব্দ গুলির মধ্যে কোটি বেমানান-
(A) মাকড়সা
(B) মথ
(C) মৌমাছি
(D) ফড়িং
Answer – (A) মাকড়সা
3. নিম্নলিখিত শব্দ গুলির মধ্যে কোটি বেমানান-
(A) গোলাপ
(B) টিউলিফ
(C) পদ্ম
(D) লিলি
Answer – (C) পদ্ম
4. নিম্নলিখিত শব্দ গুলির মধ্যে কোটি বেমানান-
(A) ধ্বংস
(B) বিস্ফোরণ
(C) ভূমিকম্প
(D) বন্যা
Answer – (B) বিস্ফোরণ
5. নিম্নলিখিত শব্দ গুলির মধ্যে কোটি বেমানান-
(A) আনন্দ
(B) অনুভূতি
(C) রাগ
(D) উৎকণ্ঠা
Answer – (B) অনুভূতি
6. কলকাতা: পশ্চিমবঙ্গ :: মুম্বাই:_____?
(A) গুজরাট
(B) পুনে
(C) মহারাষ্ট্র
(D) বাণিজ্য নগর
Answer – (C) মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓
7. খবরের কাগজ: ছাপাখানা:: বস্ত্র: _______?
(A) কাপড়কল
(B) দর্জি
(C) কাপড় বিক্রেতা
(D) তন্তু/সুতো
Answer – (A) কাপড়কল
8. আম: ফলঃ আলু:________?
(A) মূল
(B) কাণ্ড
(C) ফল
(D) পাতা
Answer – (B) কাণ্ড
9. মাখন/ননী: দুধ :: বই: _________?
(A) লেখক
(B) ছাপা
(C) কাগজ
(D) প্রকাশক
Answer – (C) কাগজ
10. ভয়: ধমকানি: রাগ:_______?
(A) বাধ্যবাধকতা.
(B) ভীতি
(C) মাতনৈক্য/বিক্ষোভ
(D) বল
Answer –
নিম্নলিখিত প্রশ্নগুলিতে ‘?’ স্থানে সঠিক শব্দ বা সংখ্যা বসাও-
11) 8, 12, 21, ?, 62
(A) 31
(B) 36
(C) 42
(D) 37
Answer – (D) 37
12) 6, 13, 28, 59, 9
(A) 111
(B) 113
(C) 114
(D) 122
Answer – (D) 122
13) Z, U, Q, ?, L
(A) I
(B) M
(C) K
(D) N
Answer – (D) N
14) Y, B, W, E, T, ?
(A) N
(B) H
(C) L
(D) K
Answer – (B) H
15) 2A, 4C, 8E, ? 32I
(A) 24G
(B) 18H
(C) 16G
(D) 20H
Answer – (C) 16G
16. একটি অনুষ্ঠানে এক ভদ্রমহিলাকে দেখিয়ে এক ভদ্রলোক বলল “এ আমার মায়ের নাতির স্ত্রী।” ভদ্রলোকের সঙ্গে ভদ্রমহিলার সম্পর্ক কি?
(A) মেয়ে
(C) পুত্রবধূ
(B) ভাগ্নী
(D) পিসি
Answer – (C) পুত্রবধূ
17. B হল P-এর স্বামী, Q হল E একমাত্র নাতি। D-এর – স্ত্রী এবং P-এর শাশুড়ি। B ও D এর সম্পর্ক কি?
(A) ভাইপো
(C) ছেলে
(B) জামাই
(D) ভাগ্নে
Answer – (C) ছেলে
18. এক ব্যক্তি 12 কিমি পশ্চিমদিকে গেলেন তারপর 3 কিমি দক্ষিণদিকে গেলেন তারপর ৪ কিমি পূর্বদিকে গেলেন। প্রারম্ভিক বিন্দু থেকে সেই স্থানের দূরত্ব কত?
(A) 23 কিমি
(B) 20 কিমি
(C) 15 কিমি
(D) 5 কিমি
Answer – (D) 5 কিমি
19. নিচের সংখ্যা সিরিজে কতবার 7 সংখ্যাটি 1 এবং B এর মাঝখানে এসেছে।
2973173771331738571377173906
(A) 5 বার
(B) 3 বার
(C) 4 বার
(D) 7 বার
Answer – (B) 3 বার
20. নিচের অঙ্গগুলি পরস্পর সম্পর্ক যুক্ত এই গুলিকে ক্রমানুসারে সাজাও। (i) কাঁধ (ii) হাঁতের তালু (iii) কবজি (iv) আঙুল (v) কনুই।
(A) 1, 3, 5, 24
(B) 1, 5, 3, 24
(C) 2, 4, 3, 5, 1
(D) 5, 4, 3, 2, 1
Answer – (B) 1, 5, 3, 24