Primary TET Math Pedagogy Online Mock Test Bengali: প্রাইমারি টেট গণিত পেডাগোজি অনলাইন মক টেস্ট (বাংলা)

Our WhatsApp Group Join Now

আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার গণিত পেডাগোজি (Mathematics Pedagogy) অংশের জন্য আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন আমাদের বিশেষ Primary TET Math Pedagogy Online Mock Test Bengali এর মাধ্যমে। এই কুইজে প্রাথমিক টেট গণিত পেডাগোজি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আপনি আপনার প্রস্তুতিকে সহজে যাচাই করে নিতে পারবেন। কুইজে অংশগ্রহণের পর “ফিনিশ কুইজ” বাটনে ক্লিক করলেই আপনি আপনার স্কোর দেখতে পাবেন এবং সঠিক ও ভুল উত্তরগুলির বিস্তারিত বিশ্লেষণ পেয়ে যাবেন। এর ফলে পরীক্ষার্থীরা তাদের দুর্বলতা চিহ্নিত করে গণিত পেডাগোজি প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। দ্রুত আপনার প্রস্তুতি শুরু করুন!

Primary TET Math Pedagogy Online Mock Test Bengali
Primary TET Math Pedagogy Online Mock Test Bengali

চলুন শুরু করা যাক Primary TET Math Pedagogy Online Mock Test Bengali

1. নির্ণায়ক অভীক্ষা-

2. সুশীল একটি অঙ্ক বার বার ভুল করছে, শিক্ষকের করণীয়-

3. সংশোধনমূলক শিক্ষাদানে শিক্ষক হবেন-

4. সংশোধনমূলক শিক্ষাদান হবে-

5. সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হল-

6. শিক্ষাদান কালে অবশ্যই শিক্ষক-

7. সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের-

8. সংশোধনী শিক্ষায় শিক্ষকের দায়ন রয়েছে বক্তব্যটি- পেশাগত দায়বদ্ধতার প্রয়োজনীয়তা

9. শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের প্রতি যেসব বিষয় খেয়াল রাখতে হবে-

10. শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের আরও মনোযোগী করতে-

11. শিক্ষাসহায়ক উপকরণ (Teaching Aid) ব্যবহার করলে সংশোধনী-মূলক শিক্ষার উন্নতি সম্ভব, কথাটি-

12. সংশোধনীমূলক শিক্ষার যেটি দরকার-

13. Reinforcement দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ কার্যে আগ্রহী করা যায় না কথাটি-

14. সংশোধনীমূলক শিক্ষা কাদের জন্য প্রয়োজন?

15. সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে-

16. সংশোধনমূলক শিক্ষায় শিক্ষকের কাজ-

17. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহপাঠীদের সমতুল্য করে তোলার দায়ভার নিতে হবে-

18. সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীরা কোন্ বিষয়ে পিছিয়ে থাকলে?

19. কোনো পাঠদান পদ্ধতি অবলম্বন করার পর শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে দেখলে শিক্ষক মহাশয়ের ভূমিকা-

20. সংশোধনমূলক শিক্ষায় শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক হবে-

21. সংশোধনমূলক শিক্ষায় সব থেকে কার্যকরী হবে যে পদ্ধতিটি তা হল-

22. নীচের কোন্টি সর্বশ্রেষ্ঠ সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতি?

23. গণিতে নির্ণায়কমূলক কর্মসূচি গৃহীত হয়-

24. নীচের কোন্ টি শিক্ষাগত নির্ণায়ক অভীক্ষার সঙ্গে সম্পর্কিত?

25. Dyscalculia হল-

26. Dyslexia হল-

27. Dysgraphia হল-

28. OHO-এর মতে গণিত অক্ষমতা শনাক্তকরণের কয়টি স্তর আছে?

29. গণিতবিষয়ক অক্ষমতার দূরীকরণে শ্রেণিকক্ষে পরিচালিত গবেষণার নাম-

30. নীচের কোন্টি গণিতের নির্ণায়ক অভীক্ষা?


প্রাথমিক টেটের জন্য গণিত পেডাগুজি থেকে আরেকটি মক টেস্ট দেয়ার জন্য নিচে ক্লিক করুন 
👇👇👇👇👇

প্রাইমারি টেট, গণিত পেডাগজি Math MCQ Mock Test 2

Leave a Comment