Primary TET Practice Set 1: প্রাইমারি টেট প্র্যাকটিস সেট, পরিবেশ বিজ্ঞান

Primary TET Practice Set 1
Primary TET Practice Set 1

আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 1 (Primary TET Practice Set 1) শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পরিবেশ বিষয় থেকে মোট 64 টি প্রশ্ন দেওয়া আছে। পরিবেশ বিজ্ঞান থেকে এটি প্রথম প্র্যাকটিস সেট, ধীরে ধীরে বাকি সেট গুলিও প্রকাশিত হতে থাকবে। এই প্র্যাকটিস সেট গুলি নিয়মিত অনুশীলনের মাধ্যমে আশা করি আপনাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সামনের দিকে এগিয়ে যাবে। চলুন শুরু করা যাক।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Primary TET Practice Set 1

1. গ্রেজিং খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উঃ যে খাদ্যশৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় তাকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে। যেমন – উদ্ভিদ →হরিণ → বাঘ।

2. বায়োম কাকে বলে?

উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে।

3. গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল ভূমির বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?

উঃ ২০০-২৫০ সেমি।

4. নবীকরণ অযোগ্য দুটি অজৈব সম্পদের নাম লেখ।

উঃ সৌরশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা, বায়ুশক্তি।

5. তাপমাত্রার বৈপরীত্য কাকে বলে?

উঃ গ্রীন হাউস গ্যাসের গাঢ়ত্ব বৃদ্ধির ফলে তাপমাত্রার যে অস্বাভাবিক পরিবর্তন হয় তাকে তাপমাত্রার বৈপরীত্য বলে।

WB Primary TET Mock Test 2: ব্যক্তিগত পার্থক্য (individual difference)

6. বিশ্বব্যাঙ্ক প্রদত্ত দারিদ্র্য কথাটির সংজ্ঞা দাও।

উঃ বিশ্বব্যাঙ্কের নীতি অনুযায়ী যে ব্যক্তির দৈনিক আয় ১ ডলারের কম তাকে দরিদ্র ব্যক্তি বলে।

7. ভারতের ধসপ্রবণ এলাকাগুলির নাম লেখ।

উঃ কার্সিয়াং, লোধামা, মহানদী, রাম্মাম সিরিখোলা, চুনাভাটি ইত্যাদি।

8. মনুষ্যসৃষ্ট বন্যার কারণগুলি সংক্ষেপে উল্লেখ কর।

উঃ (ক) জলাধারগুলি থেকে হঠাৎ জল ছাড়া।

(খ) নদী ও নদীবাঁধ গুলির দীর্ঘদিন সংস্কার না করা।

(গ) নদীর পলি না সরিয়ে উদ্বৃত্ত নোংরা আবর্জনা ফেলে নদীর নাব্যতা কমিয়ে ফেলা।

9. জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন ১৯৭৪ অনুযায়ী কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কাজ কী?

উঃ ক। জলদূষণ নিয়ন্ত্রনে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়া।

খ। বিভিন্ন স্থানে জলদূষণ সম্বন্ধীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করে তার প্রতিরোধের ব্যবস্থা করা।

গ। জল দূষণ বিষয়ে সাধারণ জনগণকে সজাগ করে তোলা।

10. রাইজবিয়াম কি ?

উঃ মাটিতে বসবাসকারী উপকারী মিথোজীবি ব্যাকটেরিয়া। এরা শিল্পী গোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে বসবাস করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে।

11. জলচক্র বলতে কী বোঝ?

উঃ যে সুনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তির ফলে জল তার উৎস স্থল থেকে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে জলের ভারসাম্য বজায় রাখে সেই চক্রাকার আদান-প্রদান রীতিকেই জলচক্র বলে।

12. জীববৈচিত্র্যকে কেন একটি অর্থনৈতিক সম্পদ বলা হয়?

উঃ জীববৈচিত্র্যের গুরুত্ব আজ সর্বজন স্বীকৃত। খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজনে এবং মানুষ ও প্রাণীর জীবনধারণের জন্য জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা যথেষ্ট। বনসম্পদ, জলসম্পদ, জীবানুসম্পদ প্রত্যেকটিই অর্থনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ।

13. BOD বলতে কী বোঝ?

উঃ পরিত্যক্ত ধোয়ানীতে যেসব জৈব পদার্থ থাকে তার জারণের জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় তাকে জৈবরাসায়নিক অক্সিজেন চাহিদা বা Biochemical Oxygen Demand বলে; যা সংক্ষেপে BOD.

14. পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও তিনটি অভয়ারণ্যের নাম লেখ।

উঃ জাতীয় উদ্যান – সুন্দরবন, অভয়ারণ্য জলদাপাড়া, সজনেখালি, গরুমারা।

15. নীরব বসন্ত বইটির রচয়িতা কে?

উঃ র‍্যাচেল কার্সন।

16. বিকাশের ক্ষেত্রে ভারে কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?

উঃ কেরালা।

17. কোথায় পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৯২ সালে ৩রা জুন থেকে ১৪ ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

18. মোটর গাড়ীর ধোঁয়াতে যেসব ক্ষতিকারক গ্যাস থাকে তার মধ্যে চারটির নাম কর।

উঃ নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড।

19. গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল বনভূমি বলতে কী বোঝায়?

উঃ জীববৈচিত্র্যময় সম্পদে অদ্বিতীয় নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে অবস্থিত বনভূমিকে গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল বনভূমি বলে। এখানে সারাবছর তাপমাত্রা ও আর্দ্রতা মোটামুটি একইরকম থাকে। সারাবছর ধরে বৃষ্টি হয়। এই বনভূমিতে আলোক সন্ধানী লতানে ও পরাশ্রয়ী উদ্ভিদ প্রজাতি দেখতে পাওয়া যায়। নিশাচর ও গেছো প্রাণীদের বসবাসের ক্ষেত্র এই বনভূমি ।

20. মানব সম্পদ কাকে বলে?

উঃ মানুষের শ্রম, বুদ্ধি যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদনের সঙ্গে যুক্ত হয় তখন সেই মানুষকে মানব সম্পদ বলে।

21. তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলি কী কী?

উঃ ক্রমবর্ধমান জনসংখ্যা, দারিদ্রতা, সচেতনতার অভাব।

22. পরিবেশ আন্দোলন বলতে কী বোঝ?

উঃ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবং পরিবেশের ক্ষতিসাধনকারী বিভিন্ন শক্তি সম্পর্কে জনমত গঠনের উদ্দেশ্যে প্রতিবাদ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই হল পরিবেশ আন্দোলন।

23. খরা ও অনাবৃষ্টির মধ্যে পার্থক্য কী?

উঃ যখন চাহিদার থেকে ২৫-৫০ ভাগ কম বৃষ্টিপাত হয় তখন তাকে খরা বলে। আর নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় বৃষ্টি না হলে তাকে অনাবৃষ্টি বলে।

24. ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের একটি করে বন্যাপ্রবণ নদীর নাম লেখ।

উঃ ভারতের বন্যা প্রবণ নদী হল গঙ্গা ও তার শাখা নদী। বাংলাদেশের পদ্মা ও তার শাখানদী। পাকিস্তানের সিন্ধু ও চীনের হোয়াংহো।

25. বিংশ শতাব্দীর প্রথম দিকে শক্তির উৎসগুলি কী কী ছিল?

উঃ সৌরশক্তি, জল শক্তি, বায়ু শক্তি, কয়লা ও পেট্রোলিয়াম প্রভৃতি।
উঃ সোলার কুকার ও সৌর বিদ্যুৎ।

26. দুটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।

উঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন।

27. MIC কী?

উঃ ‘মিক’ বা ‘মিথাইল আইসোসায়ানেট’ কীটনাশক প্রস্তুত কারক কারখানা থেকে নির্গত গ্যাস যা বায়ু দূষণ ঘটায়।

28. সাইলেন্ট ভ্যালি ভারতের কোন প্রদেশে অবস্থিত?

উঃ কেরালাতে।

29. ভারতে সংঘটিত একটি পরিবেশ বিপর্যয়ের উদাহরণ দাও।

উঃ উড়িষ্যার সুপার সাইক্লোন।

30. জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য কোন আইন ভারতে প্রচলিত আছে?

উঃ ভারতীয় সংবিধানের ২৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়।

31. ধস কাকে বলে?

উঃ পৃথিবীর কোন স্থান বিশেষ করে পার্বত্য অঞ্চলে অভিকর্ষজনিত শক্তির ফলে ভূ-ভাগের কোন অংশ স্খলিত হলে তাকে ধস বলে।

32. মৃত্তিকা ক্ষয় কী?

উঃ বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে মাটির উপরিভাগে মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় বলে।

33. চিপকো আন্দোলনের প্রধান দাবিটি কী ছিল?

উঃ বন ও বনের গাছের সংরক্ষণ।

34. কী কী ধরণের কয়লা প্রকৃতিতে পাওয়া যায়?

উঃ প্রকৃতিতে চার ধরণের কয়লা পাওয়া যায় অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট।

35. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

উঃ কোলাঘাট, ব্যাণ্ডেল, মেজিয়া, ফারাক্কা।

36. খাদ্য জালিকা কী?

উঃ কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্যশৃঙ্খলগুলি খাদ্য ও খাদক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে জালিকার মত গঠন সৃষ্টি করে তাকে খাদ্য জালিকা বলে।

37. পৃথিবীর জলাভূমির পরিমাণ কত?

উঃ পৃথিবীর জলাভূমির পরিমাণ হল প্রায় ৮৫,৫৮,০০০ বর্গ কিমি।

38. জীববৈচিত্র্য কী?

উঃ কোন একটি স্থানে পারস্পরিক ক্রিয়াশীল বিভিন্ন প্রকারের প্রাণী, উদ্ভিদ ও জীবানুর সমাবেশকে জীব বৈচিত্র্য বলে।

39. উড়ন্ত ছাই এর একটা উৎস এর নাম লেখ।

উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।

40. বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃ ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯৯২ সালে।

41. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

উঃ ২০.৬০ ভাগ।

42. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?

উঃ ০.০৩ ভাগ।

43. শিলামণ্ডলের উপরিভাগ প্রধানত কী দিয়ে গঠিত?

উঃ সিলিকা ও অ্যালুমিনিয়াম।

44. উত্তপ্ত তরল স্যুপ মতবাদটি কে প্রদান করেন?

উঃ বিজ্ঞানী হ্যালডেন।

45. জীবদেহের কোন অনুগুলি আত্মপ্রতিলিপি গঠনে সক্ষম?

উঃ DNA ও RAN

46. দুটি ব্যাকটেরিয়ার নাম লেখ যারা প্রোটিন ভেঙে প্রকৃতিতে সালফার মুক্ত করে?

উঃ ইশ্চেরিশিয়া এবং প্রোটিয়াস।

47. বিয়োজক কাকে বলে?

উঃ যারা মৃত প্রাণী ও উদ্ভিদের জৈব পদার্থকে সরলীকরণ করে পুনরায় উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলে তাদের বিয়োজক বলে। যেমন ব্যাকটিরিয়া।

48. নেবুলা কী দিয়ে গঠিত হয়?

উঃ গ্যাস ও ধুলোবালি দ্বারা।

49. ওজন গ্যাসের আবরণ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে?

উঃ স্ট্র্যাটোস্ফিয়ারে।

50. বায়ুমণ্ডলের কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত?

উঃ ১৫ কিমি।

51. নগ্ন জিন কাকে বলা হয়?

উঃ নিউক্লিক অ্যাসিডকে।

52. প্রোটিনের গঠনমূলক একক কী?

উঃ অ্যামাইনো অ্যাসিড।

53. স্থল ও জলজ দশা দেখা যায় কোন চক্রে?

উঃ ফসফরাস চক্রে।

54. বায়োজিওগ্রাফিক্যাল প্রসেসেস বইটি কার লেখা?

উঃ বিজ্ঞানী সিমন্স ১৯৮২ সালে বইটি লেখেন।

55. জিওগ্রাফি অ্যান্ড ম্যাস এনভার্নমেন্ট বইটি কার লেখা?

উঃ বিজ্ঞানী স্ট্যালার অ্যান্ড স্ট্রালার ১৯৭৬ সালে বইটি লেখেন।

56. ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিস বইটি কার লেখা?

উঃ বিজ্ঞানী জিমারম্যান ১৯৫১ সালে বইটি লেখেন।

57. জীবভর বা বায়োমাস কী?

উঃ বাস্তুতন্ত্রের মধ্যে কোনও নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবিত প্রাণীদের মোট ভরকে জীবভর বা বায়োমাস বলে।

58. IBWL এর পুরো নাম কী?

উঃ Indian Board of Wild Life.

59. CRYO BANK কী?

উঃ মাইনাস (-) ১৯৬ ডিগ্রি উষ্ণতায় উদ্ভিদের কোন বিশেষ অঙ্গ, কোষ, পরাগরেণু, ভ্রুণ, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি যেখানে সংরক্ষণ করা হয় তাকে CRYO BANK বলে।

60. অ্যামোনিফিকেশন কাকে বলে?

উঃ যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটিরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলে।

61. সালফার চক্র কাকে বলে?

উঃ যে পদ্ধতিতে সালফার মৌল পরিবেশ থকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে সালফারের সমতা বজায় রাখে তাকে সালফার চক্র বলে।

62. পরিবেশে সালফারের উপাদানগুলি কী কী?

উঃ হাইড্রোজেন সালফাইড ও সালফার ডাই অক্সাইড।

63. জলচক্র কাকে বলে?

উঃ যে প্রাকৃতিক শক্তির বশে জল তার বিভিন্ন অবস্থায় শিলামণ্ডল, বারিমণ্ডল ও আবহমণ্ডলের মধ্যে ক্রমাগত অপরিহত অবস্থায় আবর্তিত হয়ে চলেছে, জলের সেই চক্রাকার আদান-প্রদান ব্যবস্থাকেই জলচক্র বলে।

64. বায়োম কাকে বলে?

উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে।

প্রাইমারি টেট গণিত প্র্যাকটিস সেট ০১ (এইখানে ক্লিক করুন)