PSC Miscellaneous 2023: PSC মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে রাজ্য কয়েকশো অফিসার, ইন্সপেক্টর

PSC Miscellaneous
PSC Miscellaneous

PSC Miscellaneous: পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন (WBPSC) ২৭ সেপ্টেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে অফিসার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কন্ট্রোলার, অডিটর ইত্যাদি পদে কাজের জন্য পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন ২০২৩ সালের ‘মিসলেনিয়াস সার্ভিসেস’ পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে। এটি নিঃসন্দেহে সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট খবর।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

কারা আবেদন করতে পারবেন

যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১-১-২০২৩ এর হিসাবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর ও দৈহিক প্রতিবন্ধীরা ৬ বছর বয়সে ছাড় পাবেন। অসম, ত্রিপুরা ও বিহার রাজ্যের ছেলেমেয়েরা প্রার্থী হিসাবে আবেদন করার যোগ্য। এক্সাইজ দফতরের ‘সাব-ইন্সপেক্টর’ পদের বেলায় শারীরিক মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬০ (আদিবাসী ও গোর্খাদের বেলায় ১৫২.৪) সেমি আর বুকের ছাতি না-ফুলিয়ে ৭১ সেমি ও ফুলিয়ে ৭৬ সেমি থাকা দরকার। মহিলারা শুধুমাত্র এই পদের জন্য আবেদন করবেন না।

চাকরি হবে এই সমস্ত পদে (PSC Mscellaneous Post)

চাকরি হবে এইসব পদে: (১) অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার, (২) ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার /ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, (৩) ব্লক ইয়ুথ অফিসার/ মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার/ বোরো ইয়ুথ অফিসার, (৪) ব্লক ওয়েলফেয়ারের অফিসার/ওয়েলফেয়ার অফিসার, (৫) ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের ইন্সপেক্টর, (৬) অ্যাসিস্ট্যান্ট অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, (৭) অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, (৮) কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, (৯) অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর, (১০) কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, (১১) সেভিং ডেভেলপমেন্ট অফিসার, (১২) পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট লেবার সার্ভিস, (১৩) কোঅপারেটিভ সোসাইটির অডিটর, (১৪) বোর্ড অফ রেভিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট অডিটর, (১৫) এক্সটেনশন অফিসার, ম্যাস এডুকেশন এক্সটেনশন, (১৬) লেডি এক্সটেনশন অফিসার, ম্যাস এডুকেশন এক্সটেনশন, (১৭) কারেকশনাল সার্ভিসেস এর অ্যাসিস্ট্যান্ট/কন্ট্রোলার, (১৮) ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, (১৯) রেভেনিউ ইন্সপেক্টর ও নির্দিষ্ট কিছু পদ।

সাব-ইন্সপেক্টর অফ এক্সাইজের বেলায় মহিলারা আবেদনের যোগ্য নন। অন্যদিকে, লেডি এক্সটেনশন অফিসার পদের বেলায় ছেলেরা যোগ্য নন।

বেতনক্রম (PSC Miscellaneous Salary)

মূল মাইনে : ১-১১নং পদের বেলায় ৭,১০০-৩৭,৬০০ টাকা। সাধারণত গ্রেড পে ৩,৯০০ টাকা। ১২-১৯ নং পদের বেলায় ৭,১০০-৩৭,৬০০ টাকা। গ্রেড পে ৩,৬০০ টাকা। মূল মাইনে ছাড়া যথারীতি অন্যান্য ভাতাও পাবেন।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা পরে জানানো হবে।

চাকরি হবে অস্থায়ীভিত্তিতে। তপশিলী জাতি, তপশিলী উপজাতি, ও.বি.সি. (এ-ক্যাটেগরি), ও.বি.সি. (বি-ক্যাটেগরি), প্রতিবন্ধীরা, মেধাবী খেলোয়াড় আর নিচের এইসব খেলায় জাতীয়, আন্তঃবিশ্ববিদ্যালয় স্তরে প্রতিনিধিত্ব করে থাকা প্রার্থীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত আছে। খেলাগুলি হল: অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেট বল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেস্টলিং, বক্সিং, সাইকেলিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শ্যুটিং, কবাড়ি, খো-খো।

বিঞ্জপ্তি নং

এই পদের বিঞ্জপ্তি নং : 11/2023.

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ‘২০২৩ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষা’র মাধ্যমে। পরীক্ষা হবে এই তিনটি ধাপে : (১) প্রিলিমিনারি পরীক্ষা, (২) ফাইনাল মেন পরীক্ষা (কনভেনশনাল টাইপের), (৩) পার্সোনালিটি টেস্ট।

Food SI- এর মাসিক বেতন কত? ট্রেনিং, প্রমোশন কিভাবে হয়?

পরীক্ষার খুঁটিনাটি

প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকের ২০০ নম্বরের একটি পেপার। মোট দেড় ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েজ-টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপে মাধ্যমিক মানের ৫০ নম্বরের ২৫টি প্রশ্ন আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজের ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন থাকবে। সফল হলে ৪৫০ নম্বরের ফাইনাল পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে এই তিনটি পেপার : (১) ইংরিজি, (২) বাংলা বা, হিন্দি, (৩) জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক।

সিলেবাস (PSC Miscellaneous Syllabus)

প্রথম ২টি পেপারের প্রতিটিতে থাকবে ১৫০ নম্বর। সময় থাকবে দেড় ঘন্টা করে। ইংরিজি বিষয়ে থাকবে: বাংলা থেকে ইংরিজিতে অনুবাদ, রিপোর্ট, প্রেসি (ভাবসংক্ষেপ) লেখা আর গ্রামারের মধ্যে থাকবে শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ ফ্রেজের ব্যবহার, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। বাংলা বিষয়ে থাকবে : ইংরিজি থেকে বাংলায় অনুবাদ, রিপোর্ট, সারসংক্ষেপ লেখা আর গ্রামারের প্রশ্ন হবে। সব ক্ষেত্রে উচ্চমাধ্যমিক মানের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজের ১০০ নম্বরের ও অ্যারিথমেটিকের ৫০ নম্বরের পরীক্ষা হবে। সময় আড়াই ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবেন। পার্ট-টুপরীক্ষা হবে একই দিনে। সফল হলে ১০০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট।

PSC Miscellaneous Apply Online

দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে, এই ওয়েবসাইটে : https://pscwbapplication.in/ কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য ওপরের ওই ওয়েবসাইটে দেওয়া হবে। এছাড়াও পি.এস.সি. কর্তৃপক্ষ আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়ার তারিখ জানাবে।

Leave a Comment