4th class exam questions 2023 pdf আজকের নিবন্ধে আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এবছরের অর্থাৎ ২০২৩ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা শেষ হলো। এবছর অর্থাৎ ২০২৩ সালে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তি পরীক্ষাতে যে প্রশ্নপত্রটি এসেছে তার পি.ডি.এফ আজকের প্রতিবেদনে দেওয়া হল। আপনারা নিচে ডাউনলোড বটনে ক্লিক করে এই পি.ডি.এফ (চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন pdf Download) সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এই প্রশ্নপত্র গুলি নিয়মিত অভ্যাস করলে আগত বৃত্তি পরীক্ষার জন্য চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আশা করা হচ্ছে।
২০২৩ সালে অনুষ্ঠিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত বিভাগের প্রশ্নপত্রের কিছু নমুনা প্রশ্ন নিচে দেওয়া হল। আপনারা যদি সমস্ত প্রশ্নপত্রটি পি.ডি.এফ আকারে পেতে চান তাহলে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।
4th class exam questions 2023 Math. pdf Download
4th class exam questions 2023
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) ২০২৩
পূর্ণমান ১০০
বিষয় : গণিত
(উত্তরপত্রের মধ্যেই ডানদিকে রাফ করতে হবে। প্রত্যেক প্রশ্নের দাগ নম্বর উল্লেখ করতে হবে। জ্যামিতির চিত্র আঁকার জন্য স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করতে হবে।)
সময় : ২ ঘন্টা ৩০ মিঃ
১। শূন্যস্থান পূরণ কর (যে কোনো ৭ টি)
(ক) রাত ১১টা বাজলে ২৪ ঘণ্টার ঘড়িতে সময় হবে ________
(খ) একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা ________
(গ) ৫০০ সেন্টিমিটার = ___________________মিটার।
(ঘ) ০.৯-কে সামান্য ভগ্নাংশে লিখলে হয়____________
(ঙ) ১১ (> অথবা < চিহ্ন বসাও)।
(চ) ইটের মতো জিনিসের আকারের নাম ____________
(ছ) ২০২৩ সালের ফেব্রুয়ারী মাস ___________দিনে।
(জ) মিটার হল _____________পরিমাপের একক।
4th class exam questions 2023 Math. pdf Download
২। নিম্নলিখিত যে কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও :
(ক) ৭, ৫, ০, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখ।
(খ) ১২ দিন ১০ ঘণ্টা = কত ঘন্টা ?
(গ) ছোট থেকে বড় সাজাও : ৪৯৩৭, ২০৫৯, ৩৮৭০, ৫১৩৯।
(ঘ) ৩৫ সংখ্যাটি কোন্ কোন্ মৌলিক সংখ্যার গুণিতক ?
(ঙ) সংখ্যায় লেখ— আট কোটি ছয় লক্ষ পাঁচ হাজার ঊনআশি।
(চ) আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল ৩ টা ৩৫ মিনিটে শুরু হলো। খেলা ৩৫ মিনিট ধরে চললে ক’টার সময় শেষ হবে?
(ছ) ৭ ও ১১ যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা কর।
(জ) ১ – ৩ /৭ = কত ?
(ঝ) ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত কোন্ কোন্ সাল লিপইয়ার?
চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার English প্রশ্ন pdf download ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
৩। যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও :
খ) চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় কর।
গ) ৫০ মিটার ৫ সেন্টিমিটার = কত সেন্টিমিটার?
ঘ) দুটি সংখ্যার গুণফল ৫৭৬। একটি সংখ্যা ২৪ হলে অপর সংখ্যাটি কি?
৪। যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও :
(ক) ২ ঘণ্টা ৩৩ সেকেন্ড + ৫ ঘণ্টা ৪৮ মিনিট ২৮ সেকেন্ড + ৭ ঘন্টা ১০ মিনিট = কত?
(খ) i) ২০০০ মিনিট = কত ঘন্টা কত মিনিট ?
ii) ২ জুলাই থেকে ৭ আগস্ট (৭ আগস্ট বাদ দিয়ে) = কত দিন?
(গ) ৩ কিগ্ৰা ২০০ গ্রাম – ১ কিগ্রা ৯০০ গ্রাম = কত গ্রাম?
(ঘ) i) ০ ছাড়া ৫ এর চারটি গুণিতক এবং ii) ৬ এর গুণনীয়কগুলি লেখ।
(ঙ) ভাগ করো : ৪৮০৬ + ১৮
(চ) একটি ফুটবল প্রদর্শনী ম্যাচে মাঠে ১৫২৪ জন দর্শক উপস্থিত ছিল। খেলা শুরুর কিছু পর ১৫৬ জন মাঠ ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর ৭২ জন মাঠে প্রবেশ করলো। এখন মাঠে কতজন দর্শক আছে? (সমস্যা তৈরী করে সমাধান কর)
(ছ) কোন সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখ। নীচের সংখ্যাগুলির কোন্গুলি ৩ দ্বারা বিভাজ্য- ৫২৩, ১৭২০, ৮২৫, ১২৫৭
৫। যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও :
(ক) সানিয়া, সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে ৮ মাসের বড়ো। আবার দেবেশ সুপ্তির চেয়ে ৬ মাসের ছোটো। সুপ্তির বয়স ১০ বছর ৫ মাস হলে, সানিয়া ও দেবেশ-এর বয়স কত হিসাব করো।
(খ) একটি বাগানে ৪০টি আপেল গাছ আছে। প্রত্যেক গাছে গড়ে ৫৮০টি করে আপেল আছে। বাগানে মোট কত আপেল আছে? ওই আপেলগুলি রাখতে একটি পেটিতে ৮০টি করে আপেল ধরে এরকম কতগুলি পেটি লাগবে ?
(গ) ৩২ ও ২৪ এর উৎপাদকগুলি লেখ। সাধারণ উৎপাদকগুলি কি কি? সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত?
(ঘ) একটি রাস্তায় কাজ চলছে। প্রথম দিন রাস্তার অংশ, দ্বিতীয় দিন রাস্তার অংশ ও তৃতীয় দিন রাস্তার অংশ কাজ হল। রাস্তার মোট কত অংশ কাজ হল? চতুর্থ দিন রাস্তার কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে?
(ঙ) আমি ও দাদা এক সঙ্গে বাজারে গেলাম। আমার ব্যাগে ২ কিগ্রা আলু, ৬৫০ গ্রাম পটল, ২৫০ গ্রাম রসুন ও ৩০০ গ্রাম ঝিঙ্গে নিলাম। দাদার ব্যাগে ১ কিগ্রা চিনি, ১ কিগ্রা ২৫০ গ্রাম মুসুর ডাল ও ২ কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী ও কত ভারী হিসাব করো।
(চ) যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। ১থেকে ৪০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কি কি তা লেখ।
৬। বিষম বাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন কর।
চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে?
Best
bengali o bigyan er questions gulo pele khoob bhalo hoy.
আজ দিলাম
sir, class 4 er britti er bengali o poribesh er question(previous year er ) gulo dile khoob upokar hoy.