Quiz questions answers: কুইজের প্রশ্ন উত্তর 2024

Quiz questions answers: কুইজের প্রশ্ন উত্তর: আজকের প্রতিবেদনে আমরা কুইজের প্রশ্ন উত্তর পর্বে তথ্যভিত্তিক কিছু কুইজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সাধারণভাবে আমরা যদি কুইজের প্রশ্ন এবং উত্তরগুলি মুখস্থ করি তাহলে আমাদের মনে থাকে না। কিন্তু তথ্যভিত্তিক আমরা যদি সেগুলি নিয়ে পড়াশোনা করি তাহলে সেগুলি সহজেই আমাদের মনে থাকে। এবং নিজের জ্ঞানও সচরাচর বৃদ্ধি পায়। আর নিজের জ্ঞান বৃদ্ধি হলেই নিজের উপর একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়। তাই সাধারণভাবে প্রশ্ন উত্তর পরে মুখস্থ করার থেকে তথ্যভিত্তিকভাবে জ্ঞান আহরণ করাটা অনেক বেশি যুক্তিযুক্ত। এবং আমাদের পড়তেও ভালো লাগে। আজকে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করা হচ্ছে সেগুলি নিজের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন চাকরির এবং প্রবেশিকা পরীক্ষার জন্য সমানভাবে উপযোগী। চলুন কুইজের প্রশ্ন উত্তর শুরু করা যাক।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Quiz questions answers: কুইজের প্রশ্ন উত্তর

Quiz questions answers
Quiz questions answers

প্রঃ এই সংগ্রহশালাটির সাথে রাণু মুখোপাধ্যায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে একটি আন্তর্জাতিক মানের চিত্র শিক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছে। এখানকার ছটি গ্যালারিতে নিয়মিত ভাবে চিত্র প্রদর্শনী হয়ে থাকে। এটি শহর কলকাতার অন্যতম আকর্ষণ।

আমরা কোন সংগ্রহশালার কথা আলোচনা করলাম ?

উঃ- একাডেমী অফ ফাইন আর্টস।

প্রঃ এই টাওয়ারটির অবস্থান ইতালির পিসা শহরে। এই টাওয়ারটি হল ইতালির মুখ্য পরিচায়ক। প্রতি বছর এই টাওয়ারটিকে দেখার জন্য অসংখ্য পর্যটক ইতালিতে আসেন। এই টাওয়ারটিকে ইতালিয় সভ্যতার স্মারক বলা হয় ।

আমরা পিসার কোন টাওয়ারটির কথা বললাম ?

উঃ- হেলানো টাওয়ার বা Leaning Tower.

আরো পড়ুন: Lake Baikal: বৈকাল হ্রদ, ৩১৭২২ বর্গ কিলোমিটার, বিশ্বের গভীরতম

প্রঃ এটি হল একটি মহাদেশের নাম। এই মহাদেশের আয়তন ৪ কোটি ৩৯ লক্ষ ৯৮ হাজার বর্গ কিলোমিটার। এই মহাদেশটি পৃথিবীর প্রায় তিরিশ শতাংশ অংশ জুড়ে আছে। এই মহাদেশটির জনসংখ্যা ১০০ কোটির বেশি।

আমরা কোন মহাদেশের কথা বললাম ? .

উঃ- এশিয়া।

প্রঃ এটি হল ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। বর্তমানে এই পর্বত শৃঙ্গটি পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত। এই পর্বত শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৬ শত ১১ মিটার । এই পর্বত শৃঙ্গটি ভারতের ভৌগলিক বৈশিষ্ট্যকে বহন করছে।

আমরা কোন পর্বত শৃঙ্গের কথা উল্লেখ করলাম ?

উঃ- মাউন্ট লডউইন।

প্রঃ এই স্থানটিকে আমরা এশিয়ার গভীরতম স্থান বলে থাকি। এই স্থানটির সাথে মৃত্যু শব্দটির যোগ আছে। এখানকার জলরাশি অত্যন্ত লবণাক্ত। এর গভীরতা—৩৯৬.৮।

আমরা কোন অঞ্চলটির কথা উল্লেখ করলাম ?

উঃ- ডেড সী।

প্রঃ এই দিনটিকে অনাবাসী ভারতীয় দিবস বলা হয়। এই দিনে দিল্লীতে একটি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের কৃতি ভারতীয়রা সেই সম্মেলনে যোগ দেয়। দেশের প্রধানমন্ত্রী সম্মেলনে সভাপতিত্ব করেন।

আমরা কোন দিনটির কথা বললাম?

উঃ- ৯ই জানুয়ারি।

Quiz questions answers: কুইজের প্রশ্ন উত্তর

প্রঃ এই খেলাটির সাথে ওভার লেপিং শব্দটি যুক্ত আছে। এই খেলাটিতে ডুরান্ড কাপ দেওয়া হয়। এই খেলাটির জাতীয় দল হল মোহনবাগান। এটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় খেলা ।

আমরা কোন খেলাটির কথা উল্লেখ করলাম ?

উঃ- ফুটবল।

প্রঃ ১৮৯৬ সালে এই আন্তর্জাতিক খেলাটির সূত্রপাত হয়। এখন অবধি প্রতি চার বছর অন্তর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই খেলাটির সূত্রপাত হয়েছিল গ্রীসের এথেন্স শহরে। এটি হল পৃথিবীর সর্ব বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা।

আমরা কোন খেলার কথা আলোচনা করলাম?

উঃ- অলিম্পিক

প্রঃ উনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। একসময় ভারতের গভর্নর জেনারেল হিসেবে কার্যকরী ছিলেন। কংগ্রেসের প্রথম সহনেতা হিসেবে যথেষ্ট স্বীকৃতি লাভ করেন। জন্মসূত্রে তামিলনাড়ুর বাসিন্দা।

আমরা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আলোচনা করলাম?

উঃ- চক্রবর্তী রাজা গোপালাচারী।

প্রঃ এই নদীটি উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। কোপাই এবং বক্রেশ্বর এই দুটি উপনদী। এই নদীটির যাত্রা শেষ হয়েছে কালনার কাছে ভাগীরথীতে, এটি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার অন্যতম নদী। আমরা কোন নদীর কথা আলোচনা করলাম ?

উঃ- ময়ূরাক্ষী।

প্রঃ একে আমরা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পাঠাগার বলতে পারি । এই পাঠাগারটি স্থাপিত হয় ১৮৩৫ খ্রিস্টাব্দে। এখানে কয়েক লক্ষ বই আছে। এই পাঠাগারে অসংখ্য পাঠক-পাঠিকা প্রতিদিন আসে।

আমরা কোন পাঠাগারের কথা বললাম?

উঃ- ন্যাশনাল লাইব্রেরি।

প্রঃ তাঁকে বলা হত সাহিত্য সম্রাট। উত্তর চব্বিশ পরগণার কাঁঠাল পাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যে উপন্যাস নামে একটি নতুন ধারার প্রবর্তন করেন। বন্দে মাতরম্ তাঁর কলম থেকে নির্গত হয়েছে।

আমরা কোন মহান সাহিত্য শ্রষ্ঠার

উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

কথা আলোচনা করলাম?

Quiz questions answers: কুইজের প্রশ্ন উত্তর

প্রঃ ওমর ছিল তাঁর ছদ্মনাম। তিনি রস রচনা লিখতে সিদ্ধহস্ত ছিলেন। বেশ কিছুদিন শান্তিনিকেতনের পরিমণ্ডলে কাটিয়েছেন। চাচা কাহিনী বিখ্যাত গ্রন্থ

আমরা কোন বাঙালি সাহিত্যিকের কথা আলোচনা করলাম?

উঃ- সৈয়দ মুজতবা আলি।

প্রঃ ১৭৮৪ সালে এই সংস্থাটি তৈরি হয়। উইলিয়াম জোন্স নামে এক ইউরোপীয় ভদ্রলোক ছিলেন এর প্রধান উদ্যোগী। এখন এটি সারা ভারতবর্ষের অন্যতম সেরা সংস্থায় পরিণত হয়েছে। এর অবস্থান কলকাতার পার্ক স্ট্রিটে।

আমরা কোন সংস্থার কথা বললাম ?

উঃ- এশিয়াটিক সোসাইটি

প্রঃ তিনি ছিলেন ইন্ডিয়ান মিরর নামে একটি পত্রিকার সম্পাদক। এছাড়া তিনি সুলভ সমাচার নামে আর একটি পত্রিকার সম্পাদনা করেছিলেন। তাঁকে আমরা

প্রঃ প্রথম যৌবনে তিনি খালি হাতে বাঘ মেরেছিলেন। তাই তাঁকে বাঘা যতীন বলে ডাকা হয়। বুড়ি বালামের তীরে ব্রিটিশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নামে কলকাতা মেট্রো স্টেশনের একটি নামকরণ করা হয়েছে।

আমরা কোন বীর বিপ্লবীর কথা আলোচনা করলাম ?

উঃ- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ।

প্রঃ অলিম্পিকের পাঁচটি বলয়ের মধ্যে এই বলয়ের প্রতীক স্বরূপ নীল রং দেওয়া হয়। এই বলয়টি যে মহাদেশের প্রতিনিধিত্ব করছে সেই মহাদেশকে সব থেকে উন্নত মহাদেশ আখ্যা দেওয়া হয়েছে। সেই মহাদেশে আছে যুক্তরাজ্য ফ্রান্স প্রভৃতি রাষ্ট্র। সেই মহাদেশের অনেকেই পৃথিবী ব্যাপী সংস্কৃতি অভিযানেও অংশ নিয়েছেন।

আমরা কোন মহাদেশের কথা আলোচনা করলাম?

উঃ- ইউরোপ।

প্রঃ তাঁকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। জন্মসূত্রে তিনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁর নামে নামাঙ্কিত পুরস্কারটিকে ভারতীয় চলচ্চিত্র জগতে সর্বশ্রেষ্ঠ সম্মান বলা হয়ে থাকে। এখনো পর্যন্ত অনেক বাঙালি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন।

আমরা কোন বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করেছি?

উঃ- দাদা সাহেব ফালকে ।

প্রঃ তিনি কল্যাণকামী অর্থনীতির জনক হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তাঁর দাদু ছিলেন এক বিশিষ্ট দার্শনিক এবং রবীন্দ্র অনুরাগী। তাঁর ছোটোবেলার দিনগুলি শান্তিনিকেতনের পরিমণ্ডলে অতিবাহিত হয়। তিনি হার্বার্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে বেশ কিছুকাল যুক্ত ছিলেন।

আমরা কোন বিশ্ব বিখ্যাত বাঙালি সম্পর্কে এই তথ্যগুলি তুলে দিলাম ?

উঃ- অমর্ত্য সেন ।

প্রঃ এটি হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। দুটি রাষ্ট্রের মধ্যে অবিভক্ত হয়ে গেছে। এর সব থেকে বড় আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। এখানে অসংখ্য সামুদ্রিক প্রাণী বিত্তমান ।

আমরা কোন অঞ্চলটির সম্পর্কে কথা বললাম ?

উঃ- সুন্দরবন।

প্রঃ তিনি ছিলেন অযোধ্যার বেগম। ব্রিটিশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। একাধিক যুদ্ধ জয়লাভ করেন। শেষ পর্যন্ত পুত্রকে নিয়ে নেপালে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন।

আমরা কোন বীরাঙ্গনা বেগমের কথা আলোচনা করলাম?

উঃ- আহলাত বেগম ।

প্রঃ একদা তাঁকে কেন্দ্র করে অ-বিভক্ত বঙ্গদেশে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁর জীবন অবলম্বনে সন্ন্যাসী রাজা নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। এখন পর্যন্ত তাঁর মৃত্যু রহস্য উন্মোচিত হয়নি। তিনি ছিলেন পূর্ববঙ্গের এক বিশাল অঞ্চলের জমিদার।

আমরা কার কথা আলোচনা করলাম?

উঃ- সন্ন্যাসী রাজা অর্থাৎ ভাওয়াল রাজকুমার।

FAQs:

বন্দে মাতরম্ কার কলম থেকে নির্গত হয়েছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল-এর নাম কি ?

চক্রবর্তী রাজা গোপালাচারী।