Railway Zones and Divisions: আজকের প্রতিবেদনে ভারতের বিভিন্ন রেলওয়ে জোন এবং তাদের সদর দপ্তর গুলি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে শেয়ার করা হলো। Railway group D এবং RRB NTPC-এর পরীক্ষাতে প্রায়ই এখান থেকে প্রশ্ন এসে থাকে।
ভারতীয় বিভিন্ন রেলের সদর দপ্তর একনজরে- Railway Zones and Divisions
চলুন ভারতীয় রেলের বিভিন্ন সদর দপ্তর এবং জীবন গুলি এক নজরে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দেখে নেওয়া যাক।
১। সেন্ট্রাল রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই।
২। ইস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কলকাতা।
৩। নর্দান রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ নতুন দিল্লী।
৪। সাউদার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ চেন্নাই।
৫। ওয়েস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই।
৬। সাউথ ইস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কলকাতা।
৭। ইস্টসেন্ট্রাল রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ হাজিপুর।
৮। নর্থ ইস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ গোরখপুর।
৯। নর্থ ওয়েস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ জয়পুর।
১০। ওয়েস্ট সেন্ট্রাল রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ এলাহাবাদ।
১১। ভারতীয় রেল মোট কটি জোনে বিভক্ত?
উঃ ১৮টি।