Recruitment of 20000 GD Constables in Assam Rifles: ২০ হাজার কনস্টেবল-জি.ডি-র দরখাস্ত নেওয়া শুরু আগস্টে

Recruitment of 20000 GD Constables in Assam Rifles: যে সমস্ত যুবক চাকরী প্রার্থীরা সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সে চাকরী করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেওয়া স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অসম রাইফেলস্-এ জেনারেল ডিউটি পদে প্রায় ২০০০০ এরও বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাস থেকে। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখন থেকেই তাদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রস্তুতি পর্ব করে দিতে পারেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Recruitment of 20000 GD Constables in Assam Rifles (দরখাস্ত নেওয়া শুরু আগস্টে)

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো- তির ত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (এস.এস.এফ.)’-এ ‘কনস্টেবল (জেনারেল ডিউটি)’ পদে আর অসমরাইফেলসে ‘রাইফেলম্যান (জেনারেল ডিউটি)’ পদে প্রায় ২০ হাজারের বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাস থেকে।

Recruitment of 20000 GD Constables in Assam Rifles
Recruitment of 20000 GD Constables in Assam Rifles

স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য:

স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ‘Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) in Assam Rifles Examination’এর বিজ্ঞপ্তি বেরোবে ২৭ আগস্ট।

দরখাস্ত নেওয়া হবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি- ফেব্রুয়ারিতে।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদের জন্য যোগ্যতা দরকার মাধ্যমিক পাশ।

বয়স:

বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে ‘কম্পিউটার বেসড

পরীক্ষা (সি.বি.ই.)’ হবে। এই পরীক্ষায় ১৬০ নম্বরের ৮০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে।

বাঁকুড়া জেলা আদালতে ৯৯ চাকরি: 99 Jobs in Bankura District Court – বিশদ জানতে এখানে ক্লিক করুন

প্রশ্ন হবে এইসব বিষয়ে :

(১) পার্ট-এ: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং-৪০ নম্বরের ২০টি প্রশ্ন,

(২) পার্ট-বি: জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস ৪০ নম্বরের ২০টি প্রশ্ন,

(৩) পার্ট-সি: এলিমেন্টারি ম্যাথমেটিক্স-৪০ নম্বরের ২০টি প্রশ্ন,

(৪) পার্ট-ডি: ইংরিজি / হিন্দি-৪০ নম্বরের ২০টি প্রশ্ন।

পরীক্ষার সময়:

সময় থাকবে ৬০ মিনিট।

নেগেটিভ মার্কিং:

নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের

জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।

এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা-সহ সারা রাজ্যের ১৩টি আঞ্চলিক ভাষায়।

🔵 আবেদনের পদ্ধতি, ওয়েবসাইট এবং বিভিন্ন খুঁটিনাটি বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিস্তারিত এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

WB Gram Panchayat Recruitment 2024: শূন্য পদ, বেতন, সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র, How to Apply বিস্তারিত! – এইখানে ক্লিক করুন

Leave a Comment