rrb group d exam pattern: ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন এবং উত্তর

rrb group d exam pattern
rrb group d exam pattern

ইন্ডিয়ান রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার ধরন অনুযায়ী (rrb group d exam pattern), গ্রুপ ডি পদের জন্য যারা পরীক্ষা দেবেন তাদের জন্য ইন্ডিয়ান রেল সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা থাকা দরকার।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

আজকের প্রতিবেদনে সেই সংক্রান্ত ৫০ টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হলো।

RRB Group D exam pattern অনুযায়ী ৫০ টি প্রশ্ন এবং উত্তর :

১। ভারতীয় রেলের কোন ডিভিসান সর্বাধিক পণ্য পরিবহণ করে?

উঃ দক্ষিণ পূর্ব রেল ৷

২। পৃথিবীতে সর্বাধিক উচ্চ রেলস্টেশন কোনটি?

উঃ ঘুম। (৭,৪০০ ফুট)

৩। কোন বৎসর প্রথম দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস প্রথম চালু হয়?

উঃ ১৯৬১ সালে।

৪। পূর্বরেলের কয়টি ডিভিশন আছে?

উঃ চারটি।

৫। ভারতের কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম রেলসেতু পরিকল্পনা হইয়াছে?

উঃ চেনাব।

৬। কোন দুটি স্টেশনের মধ্যে প্রথম বিদুৎচালিত ট্রেন চলে?

উঃ কল্যাণ থেকে পুনে।

৭। গীতাঞ্জলি এক্সপ্রেস কোন কোন স্টেশনের মধ্যে চলে?

উঃ হাওড়া থেকে মুম্বাই।

৮। ভারতের প্রথম বিদ্যুতচালিত ট্রেনের নাম কি?

উঃ ডেকান কুইন।

[ আরও পড়ুন : ১১০০০ সহকারি শিক্ষক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে। আজকের প্রতিবেদনে এই টেট পরীক্ষার সমগ্র সিলেবাস সহ বিস্তারিত আলোচনা রইল। ]

৯। ভারতীয় রেলের ভারীতম পণ্য কি?

উঃ কয়লা।

১০। রেলওয়ে পরিভাষায় rolling stock মানে কি?

উঃ ইঞ্জিন, কোচ এবং ওয়াগন ৷

১১। কত সালে দিল্লির মেট্রোরেল চালু হয়েছিল?

উঃ ২৪শে ডিসেম্বর, ২০০২।

১২। চিত্তরঞ্জন লোকোমোটিভে কি তৈরি হয়?

উঃ ইলেকট্রিক্যাল এবং ডিজ়েল শান্টিং ইঞ্জিন।

১৩। ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টারী কোথায় অবস্থিত ?

উঃ চেন্নাই-এর পেরাম্বুরে।

১৪। ভারতের দ্রুততম ট্রেন কোনটি?

উঃ শতাব্দী এক্সপ্রেস।

১৫। শতাব্দী এক্সপ্রেস এর গতিবেগ কত?

উঃ ১৪০ কিমি/ ঘন্টায়।

১৬। কত দূরত্ব শতাব্দী এক্সপ্রেস অতিক্রম করে?

উঃ ৪ ঘন্টা ৪০ মিনিটে ৪১৪ কিমি।

১৭। রেল বোর্ডের প্রধান কে?

উঃ রেল বোর্ডের চেয়ারম্যান।

১৮। কবে চিত্তরঞ্জন লোকোমোটিভ স্থাপিত হয়?

উঃ ১৯৫০ সালে।

১৯। কার উপর রেল পরিষেবার মূল দায়িত্ব অর্পিত?

উঃ রেলওয়ে বোর্ডের ওপর।

২০। পশ্চিমবঙ্গের লোকোমোটিভ কোথায় অবস্থিত?

উঃ চিত্তরঞ্জনে।

২১। কখন প্রথম রেল বোর্ড স্থাপিত হয় ?

উঃ ১৯০৫ সালে।

২২। দক্ষিণ রেলের সদর দপ্তর কোথায়? এই রেলের বিভাগগুলি কি কি?

উঃ দক্ষিণ রেলের সদর দপ্তর চেন্নাইয়ে। এর বিভাগগুলি হল চেন্নাই, ত্রিচুরাপল্লী, মাদুরাই, পালঘাট, ত্রিবান্দ্রাম।

২৩। মধ্য রেলের সদর দপ্তর কোথায়? এই রেলের বিভাগগুলি কি কি?

উঃ মধ্য রেলের সদর দপ্তর মুম্বাইয়ে। এর বিভাগগুলি হল মুম্বাই, ভুসাবল, শোলাপুর, পুণে, নাগপুর।

২৪। পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়? এই রেলের বিভাগগুলি কি কি?

উঃ পশ্চিম রেলের সদর দপ্তর মুম্বাই (চার্চগেট)-এ। এর বিভাগগুলি হল মুম্বাই (সেন্ট্রাল) বড়োদরা, সতলাম, ভাবনগর, রাজকোট, অহমদাবাদ।

২৫। পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? এর বিভাগ গুলি কিকি?

উঃ পূর্ব রেলের সদর দপ্তর কোলকাতা। এর বিভাগগুলি হাওড়া, আসানসোল, সিয়ালদহ, মালদা।

২৬। উত্তর রেলের সদর দপ্তর কোথায়? এর বিভাগ গুলি কিকি?

উঃ উত্তর রেলের সদর দপ্তর নিউ দিল্লি। এর বিভাগগুলি হল দিল্লি, ফিরোজপুর, মুরাদাবাদ, লখনউ, আম্বালা ৷

২৭। পূর্বোত্তর রেলের মুখ্যালয় কোথায়? এর বিভাগগুলি কিকি?

উঃ পূর্বোত্তর রেলের মুখ্যালয় গোরখপুরে। এর বিভাগগুলি হল ইজ্জতনগর, লখনউ, বারানসী।

২৮। দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? এর বিভাগগুলি কি কি?

উঃ দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর কোলকাতা। এর বিভাগগুলি হল চক্রধরপুর, খড়্গপুর, আদ্রা, রাচী।

২৯। ইস্ট-কোস্ট রেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উঃ ভুবনেশ্বর।

৩০। উত্তর-মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উঃ এলাহাবাদ।

৩১। উত্তর-পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ জয়পুর।

৩২। দক্ষিণ-পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ ব্যাঙ্গালোর।

৩৩। পূর্বোত্তর সীমা রেলওয়ের সদর দপ্তর কোথায়? এর বিভাগগুলি কি কি?

উঃ পূর্বোত্তর সীমা রেলওয়ের সদর দপ্তর দপ্তর মালীগাঁও। এর বিভাগগুলি হল ক্যাটহার, অলীপুরদ্বার, তিনসুকিয়া, লুম্বডিংগ, রেংগিয়া।

৩৪। দক্ষিণ-পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়? এর বিভাগগুলি কি কি?

উঃ দক্ষিণ-পশ্চিম রেলের সদর দপ্তর হুগলী। এর বিভাগগুলি হল ব্যাঙ্গালোর, মহীশূর, হুবলী।

৩৫। পশ্চিম-মধ্য রেলের সদর দপ্তর কোথায়? এর বিভাগগুলি কি কি?

উঃ পশ্চিম-মধ্য রেলের সদর দপ্তর জবলপুর। এর বিভাগগুলি হল জবলপুর, ভোপাল, কোটা।

৩৬। দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর কোথায়? এর বিভাগগুলি কি কি?

উঃ দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর বিলাসপুর। এর বিভাগগুলি নাগপুর, বিলাসপুর, রায়পুর।

৩৭। দক্ষিণ রেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উঃ চেন্নাই।

৩৮। দক্ষিণ-মধ্য রেলের মুখ্যালয় কোথায় ? এর বিভাগগুলি कि कि?

উঃ দক্ষিণ-মধ্য রেলের মুখ্যালয় সিকন্দরাবাদে। এর বিভাগগুলি হল সিকন্দরাবাদ, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, গুন্টুর, গুন্টকল, নাংদেড়।

৩৯। পূর্ব-মধ্য রেলের মুখ্যালয় কোথায় ? এর বিভাগগুলি কি কি?

উঃ পূর্ব-মধ্য রেলের মুখ্যালয় হাজীপুর। এর বিভাগগুলি হল দানাপুর, সোনপুর, সমস্তীপুর, মুগলসরায়, ধানবাদ।

৪০। উত্তর-পশ্চিম রেলের মুখ্যালয় কোথায়? এর বিভাগগুলি কি কি?

উঃ উত্তর-পশ্চিম রেলের মুখ্যালয় জয়পুর। এর বিভাগগুলি হল আজনের, জয়পুর, বীকানের, যোধপুর।

৪১। উত্তর-মধ্য রেলের সদর সপ্তর কোথায়? এর বিভাগগুলি কি কি?

উঃ উত্তর-মধ্য রেলের সদর দপ্তর ইলাহাবাদ। এর বিভাগগুলি হল এলাহাবাদ, আগ্রা, ঝাঁসী।

৪২। পশ্চিম রেলপথের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উঃ চার্চ গেট (মুম্বাই)

৪৩। কবে ভারতে প্রথম রেল পরিবহণ ব্যবস্থা শুরু হয়?

উঃ ১৮৫৩ সালে।

৪৪। কোথায় প্রথম ভূতল রেলপথ ভারতে প্রতিষ্ঠিত হয়?

উঃ কলকাতায়।

৪৫। নর্থ-ইস্ট ফন্ট্রটিয়ার রেল কোন রাজ্যে আছে?

উঃ আসামে।

৪৬। দক্ষিণ-পূর্ব রেলপথ কবে গঠিত হয়?

উঃ ১৯৫৫ সালে।

৪৭। বর্তমানে মেট্রো স্টেশনের সংখ্যা কত?

উঃ ১৭টি।

৪৮। ভারতের কোনটি দীর্ঘতম রেলস্টেশন?

উঃ খড়্গপুর, দৈর্ঘ্য ২৭৩৩ ফুট।

৪৯। লাইফ লাইন এক্সপ্রেস কি?

উঃ চলমান রেল হাসপাতাল। (হসপিটাল অন হুইলস)

৫০। ভারতীয় রেলের কোন্ ডিভিসান সর্বাধিক যাত্রী পরিবহণ করে?

উঃ পূর্ব রেল।