WB TET 2023 Exam Date: বিজ্ঞপ্তি প্রকাশ, কিভাবে আবেদন করবেন

WB TET 2023 Exam Date
WB TET 2023 Exam Date

WB TET 2023 Exam Date: প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষক যোগ্যতা নির্নয়ক পরীক্ষা (TET)-2023 আয়োজিত হতে চলেছে চলতি বছরের ১০ ডিসেম্বর, রবিবার। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ওইদিন সন্ধ্যায় পর্ষদের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে https://www.wbbprimaryeducation.org -এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে প্রার্থীদের। ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে। নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি টি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে সেটি নিচের ডাউনলোড বটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

গতবার প্রায় ৬ লক্ষ ২০ হাজার প্রার্থী প্রাথমিক শিক্ষক যোগ্যতা নির্নয়ক পরীক্ষা (TET) দিয়েছিলেন। এবারও সংখ্যাটা কমবেশি তেমনই হবে বলে মনে করা হচ্ছে। তবে এবার বিএড প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। ডিএলএড, স্পেশাল ডিএড এবং বিএলএড প্রার্থীরাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছে পর্ষদ। এর সঙ্গে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের।

WB TET 2023 Exam Date

10 ডিসেম্বর, রবিবার 2023

প্রাথমিক টেট ২০২৩ বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন ‘সুপ্রিম কোর্ট এবং এনসিটিইর নির্দেশ রয়েছে, প্রতি বছর টেট নিতে হবে। এর সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই।’ উদাহরণ সহকারে তিনি বলেন, গত বছর সিবিএসই-ও সেন্ট্রাল টেট বা সি-টেট নিয়েছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও নিয়োগ করা হয়নি। তাহলে রাজ্যের টেট নিয়ে কেন প্রশ্ন উঠবে?? তবে তিনি স্বীকার করেন, প্রার্থীদের করা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই কারণেই নিয়োগ শুরু করা যাচ্ছে না। তা মিটলেই দ্রুত নিয়োগ করবে পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ “প্রাথমিক টেট ২০২৩” এর জন্য যে বিজ্ঞপ্তিটি বুধবার সন্ধ্যায় প্রকাশ করেছে, সেটি সম্পূর্ণ বাংলাতে আপনাদের সামনে তুলে ধরা হলো।

প্রাথমিক টেট ২০২৩ বিজ্ঞপ্তি

এতদ্বারা সকলকে অবহিত করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড NCTE নির্দেশিকা মেনে 10/12/2023 (রবিবার) সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রাথমিক শিক্ষক যোগ্যতা নির্নয়ক পরীক্ষা (TET)-2023 পরিচালনা করবে।

বিজ্ঞপ্তি নং 1945/WBBPE/2023 তারিখ: 13.09.2023

Only such applicants who have acquired the academic and professional qualifications specified in the NCTE Notifications dated 25/08/2010 read with 29/07/2011 are eligible to apply for TET-2023. The academic and professional qualifications for applying in TET-2023 are stated infra :

Eligibility for applying in TET-2023:

Persons having:

(i) কমপক্ষে ৫০% নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি (বা এর সমতুল্য) এবং প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা (যে নামেই পরিচিত হোক না কেন) বা কমপক্ষে 50% নম্বর সহ সিনিয়র মাধ্যমিক (বা এর সমতুল্য) এবং 4 বছরের প্রাথমিক শিক্ষার স্নাতক (বি. El.Ed.) অথবা কমপক্ষে 50% নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি (বা এর সমতুল্য) এবং ডিপ্লোমা ইন এডুকেশন (বিশেষ শিক্ষা), অথবা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (R.C.I.) দ্বারা স্বীকৃত কোর্স বা প্রাথমিক শিক্ষায় স্নাতক এবং 2 বছরের ডিপ্লোমা (যে নামেই পরিচিত হোক না কেন)।

তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC-A এবং OBC-B), Etc.), প্রাক্তন-সার্ভিসম্যান ক্যাটাগরি, ডিফারেন্টলি অ্যাবল্ড ক্যাটাগরি (DAC) এবং DH (ডাই-ইন-হারনেস) ক্যাটাগরির প্রার্থীদের জন্য সিনিয়র সেকেন্ডারি বা এর সমমানের পরীক্ষায় 5% নম্বর শিথিলকরণ (অর্থাৎ 45%) নম্বর থাকলেই চলবে)।

(ii) এই বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী যে ব্যক্তিরা NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2-বছরের D.El.Ed-এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। বা এই বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী যে ব্যক্তিরা 4-বছরের B.El.Ed-এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। বা ব্যক্তি যারা 2-বছরের D.Ed-এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। (বিশেষ শিক্ষা) এই বিজ্ঞপ্তির তারিখে আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। বা যারা D.El.Ed./D.Ed করছেন (বিশেষ শিক্ষা)/4-বছরের B.El.Ed. NCTE/RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

(ii) যে প্রার্থীরা এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে ন্যূনতম যোগ্যতার মানদণ্ড অর্জন করবেন তাদের TET-2023-এ আবেদন করার জন্য মনোনিত করা হবে না।

প্রাইমারি টেট, গণিত পেডাগজি Math MCQ Mock Test 2

প্রথম ভাষার জন্য বিকল্প:

ইচ্ছুক আবেদনকারীদেরকে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে যেকোনো একটিকে প্রথম ভাষা হিসেবে বেছে নিতে হবে: বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলেগু। পছন্দ হবে স্কুলে শিক্ষার মাধ্যমের ভিত্তিতে।

দ্বিতীয় ভাষা:

ইংরেজি (সকলের জন্য)।

যোগ্যতার মার্কস:

যে প্রার্থী TET তে মোট নম্বরের (150) মধ্যে কমপক্ষে 60% স্কোর করবে তাকে TET-2023 যোগ্য প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। SC, ST, OBC-A, OBC-B, ভিন্নভাবে সক্ষম ক্যাটাগরি (DAC), অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরি, প্রাক্তন সৈনিক বিভাগ এবং DH (ডাই-ইন-) এর জন্য 5% ( 55% পেলেই চলবে) শিথিলকরণ হবে।

পরিষ্কারভাবে জানানো হয়েছে যে TET পাস করা শুধুমাত্র শিক্ষক নিয়োগের জন্য একটি যোগ্যতা মাত্র। পরবর্তী ক্ষেত্রে সরকারি সাহায্য প্রাপ্ত ,সরকারি স্পন্সরড, জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল গুলিতে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বের হলে তখন এই TET পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

TET-2023-এর আবেদন ফি, অনলাইন মোড এর মাধ্যমে প্রদান করতে হবে, যা নিচে উল্লেখ করা হয়েছে:

ক্যাটাগরিEach Candidate
জেনারেল₹500
OBC-A/OBC-B₹400
SC/ST/ডিফারেন্টলি অ্যাবল্ড ক্যাটাগরি (DAC)/ Exempted ক্যাটাগরি (EC)₹250

প্রার্থীরা ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারেন। অতিরিক্ত Processing চার্জ প্রযোজ্য হবে।

আবেদনের ধরন:

ইচ্ছুক যোগ্য প্রার্থীকে শুধুমাত্র WBBPE ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য ওয়েবসাইটhttps://www.wbbprimaryeducation.org

অনলাইন আবেদন প্রক্রিয়া 19:00 ঘন্টা থেকে হবে। 14/09/2023 থেকে শুরু হয়েছে এবং 04/10/2023 তারিখে 23:59 টায় বন্ধ হবে।

আবেদন ফি 05/10/2023 পর্যন্ত 23:59 ঘন্টার মধ্যে প্রদান করা যাবে।

FAQ

WB TET 2023 Exam কবে হবে ?

প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষক যোগ্যতা নির্নয়ক পরীক্ষা (TET)-2023 আয়োজিত হতে চলেছে চলতি বছরের ২০২৩ সালে ১০ ডিসেম্বর, রবিবার।