RRB Mock Test 2024, RRB NTPC Mock Test-6, বাংলাতে মক টেস্ট দিন। সেট ৬

RRB NTPC Mock Test-6
RRB NTPC Mock Test

RRB NTPC Mock Test-6 : ইতিমধ্যেই Indian RRB NTPC এর ফরম ফিলাপ শুরু হয়েছে। অনেকেই ফর্ম ফিলাপ করে ফেলেছেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা Indian RRB NTPC এর পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য Eduবাংলা ধারাবাহিক মক টেস্টের আয়োজন করেছে। আজকের মক টেস্টটি ভারতীয় সংবিধান ও রাজনীতি বিভাগ থেকে ২৫ টি বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এই ফ্রি মক টেস্ট গুলিতে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারেন।

বাংলাতে মক টেস্ট দিন, সেট 6 (RRB NTPC Mock Test-6)

সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে Finish বাটনে ক্লিক করলে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সহ আপনার প্রাপ্ত নাম্বার দেখতে পাবেন। 60% নাম্বার পেলে আপনি সফলতা অর্জন করবেন। চলুন শুরু করা যাক।

RRB NTPC Mock Test-5-দেওয়ার জন্য এখানে ক্লিক করুন

বিষয়- ভারতীয় সংবিধান ও রাজনীতি (২৫ টি প্রশ্ন নিয়ে মক টেস্ট)

Results

-

অভিনন্দন আপনি এই পরীক্ষাটিতে সাফল্য অর্জন করেছেন। 

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

দুঃখিত, আপনি এই মুহূর্তে পরীক্ষাটি তে উত্তীর্ণ হতে পারেননি। তবে আপনার প্রস্তুতিকে আরো দৃঢ় করে আরেকবার চেষ্টা করুন। 

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

#1. মন্ত্রীরা তাদের কাজের জন্য ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন ?

#2. রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?

#3. ভারতীয় রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ?

#4. রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয় ?

#5. মন্ত্রিসভার অধিবেশন ডাকতে পারেন একমাত্র ---

#6. সুপ্রিম কোর্টের বিচারপতিদের মনোনীত করেন কে ?

#7. লোকসভার স্পিকারের বেতন কে স্থির করেন ?

#8. নিম্নের কোন কেন্দ্রশাসনাধীন এলাকায় নিজস্ব হাইকোর্ট রয়েছে ?

#9. কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে ?

#10. কার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয় ?

#11. নিম্নের কোন পদাধিকারী ভারত সরকারের মুখ্য আইন পরামর্শদাতা হিসেবে কাজ করেন ?

#12. পঞ্চায়েতিরাজ কোন তালিকার অন্তর্গত ?

#13. ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার লিপিবদ্ধ আছে ?

#14. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?

#15. রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনয়ন দিতে পারেন ?

#16. নিম্নের কোন পদাধিকারী জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেন ?

#17. অষ্টম তপশীলে প্রথম কটি ভাষার উল্লেখ ছিল ?

#18. সংবিধানে স্বীকৃতভাবে তাঁর বিবেচনা অনুসারে কাজ করার ক্ষমতা ভোগ করেন ---

#19. বর্তমানে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক কত হতে পারে ?

#20. রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে কীভাবে অপসারণ করা যায় ?

#21. ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা কোন দেশের অনুকরণে করা হয়েছে ?

#22. সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছে ?

#23. রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানটি কে পরিচলনা করেন ?

#24. ভারতের সংবিধানে কত ধরনের স্বাধীনতার স্বীকৃতি আছে ?

#25. গণপরিষদের অন্তর্গত ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

Finish

Leave a Comment