সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর – SSC MTS, SSC CGL Practice Quiz ও CHSL এর জন্য গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্ন

Our WhatsApp Group Join Now

সরকারি চাকরির প্রস্তুতিতে সাধারণ জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর। এখানে SSC MTS, SSC CGL Practice Quiz, SSC CHSL সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা প্রশ্নগুলির উত্তর দিয়ে শেষে Finish বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তাদের প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখতে পারবেন। এর ফলে সহজেই বোঝা যাবে কোন অধ্যায়ে আরও বেশি অনুশীলনের প্রয়োজন। এই কুইজটি ১০০% ফ্রি এবং চাকরির পরীক্ষার জন্য বাস্তবসম্মত অনুশীলনের সুযোগ করে দেবে। এখনই চেষ্টা করুন, নিজের জ্ঞান যাচাই করুন এবং সফলতার দিকে এক ধাপ এগিয়ে যান।

SSC CGL Practice Quiz
SSC CGL Practice Quiz

চলুন শুরু করা যাক SSC CGL Practice Quiz

সাধারণ জ্ঞান কুইজ

সাধারণ জ্ঞান কুইজ

1. ‘স্থানীয় স্বায়ত্তশাসন আইন’ কার আমলে চালু হয়?
2. ভারতের নতুন সংবিধান কবে গৃহীত (স্বাক্ষরিত) হয়েছিল?
3. কোন্ রেল মন্ত্রী সবচেয়ে বেশি রেল বাজেট পেশ করেন?
4. দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম-
5. ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি এর সঙ্গে সম্পর্কিত-
6. গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন- ঘরানার শিল্পী।
7. ‘In other rooms other wonders’ বইটির লেখক হলেন-
8. নাগার্জুনাসাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন্ নদীর উপর অবস্থিত?
9. কংগ্রেসের ‘শান্তিপূর্ণ মৃত্যু’ কে চেয়েছিলেন?
10. ব্লকস্তরের পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানটিকে কী বলা হয়?
11. ভারতীয় বিপ্লবীদের জননীরূপে খ্যাত ছিলেন-
12. শ্বসনে, যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে, তা হল-
13. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদে ছিলেন না তিনি হলেন-
14. ‘স্কুল বুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
15. কোন্ আইনের দ্বারা রানি ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন?
16. স্বরাজ পার্টি কত সালে স্থাপিত হয়?
17. বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে-
18. ভারতীয় সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত হয়েছে?
19. শাসনকার্য চলাকালে কোন্ গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
20. ‘নেহেরু রিপোর্ট’ নীচের কোনটির সঙ্গে সম্পর্কিত?
21. সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
22. নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোন্টিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি?
23. ভারতে বিভিন্ন ধরনের ‘প্রবাল’ পাওয়া যায়-
24. কোন্ বছর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়?
25. দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোন্টিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল?

SSC CGL 2025 প্রস্তুতি: চাকরিপ্রার্থীদের জন্য সম্পূর্ণ গাইড, Syllabus, Daily Routine এবং Success Tips- এইখানে ক্লিক করুন।

Leave a Comment