আসন্ন SSC Group C এবং Group D পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুত এই SSC Mock Test টি আপনার সাধারণ জ্ঞান ও ভূগোলের প্রস্তুতি যাচাই করার সেরা উপায়। এখানে শ্বাসমূল, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং পৃথিবীর বৃহত্তম দ্বীপের মতো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ‘ফিনিশ’ বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার স্কোর এবং সঠিক উত্তরগুলি জানতে পারবেন। এই তাৎক্ষণিক ফলাফল আপনাকে ভুলগুলি চিহ্নিত করতে এবং আপনার SSC Mock Test প্রস্তুতিকে দ্রুত এগিয়ে রাখতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন করে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন এবং অন্যদের থেকে এগিয়ে থাকুন!

চলুন শুরু করা যাক SSC Mock Test
১. শ্বাসমূল কোন গাছের দেখা যায়?
২. চীনের ঘূর্ণিঝড়ের নাম কী?
৩. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
৪. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
৫. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী?
৬. মধ্যরাতে সূর্য দেখা যায় কোন দেশে?
৭. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
৮. ‘পঞ্চনদের দেশ’ কাকে বলে?
৯. ‘নিষিদ্ধ শহর’ কাকে বলে?
১০. কোন শহরকে ‘দক্ষিণের রাণী’ বলা হয়?
১১. কোন মহাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
১২. ‘ভূমধ্যসাগরের চাবি’ হিসেবে কোনটি পরিচিত?
১৩. জিম্বাবুয়ের রাজধানীর নাম কী?
১৪. স্কটল্যান্ড ইয়ার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?
১৫. ‘হোয়াইট হাউস’ কোথায় অবস্থিত?
১৬. হাইড পার্ক কোথায় অবস্থিত?
১৭. ‘পোটালা প্রাসাদ’ কোথায় অবস্থিত?
১৮. ‘Holy City’ বা ‘পবিত্র নগরী’ হিসেবে কোন শহর বিখ্যাত?