SSC MTS Math Question 2023: মাল্টি টাস্কিং স্টাফ

SSC MTS Math Question 2023
SSC MTS Math Question 2023

SSC MTS Math Question 2023: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা, অফিসে কাজের জন্য ‘মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ’ ও ‘হাবলদার’ পদে ১২,৫২৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের ‘Multi Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination 2023’ পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন (কম্পিউটার বেসড টেস্ট) পরীক্ষা হবে। কম্পিউটার বেসড পরীক্ষায় ২৭০ নম্বরের ৯০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে ৯০ মিনিট। পরীক্ষায় থাকবে দু’টি সেশন। প্রথম সেশনে থাকবে এই ২টি পার্ট : (১) নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি – ৬০ নম্বরের ২০টি প্রশ্ন, (২) রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং – ৬০ নম্বরের ২০টি প্রশ্ন। সময় ৪৫ মিনিট।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

দ্বিতীয় সেশনে থাকবে এই ২টি পার্ট : (১) জেনারেল অ্যাওয়ারনেস-৭৫ নম্বরের ২৫টি প্রশ্ন, (২) ইংলিশ ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কমপ্রিহেনশন – ৭৫ নম্বরের ২৫টি প্রশ্ন। সময় ৪৫ মিনিট। সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই। কিন্তু দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও ইংরিজি-সহ ১৩টি আঞ্চলিক ভাষায়। অবজেক্টিভ পার্টের পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই ১ সেট ম্যাথমেটিক্স-এর সম্ভাব্য প্রশ্নের সেট (SSC MTS Math Question 2023) দেওয়া হল এই প্রতিবেদনে।

SSC MTS Math Question 2023

1. একটি ব্যাগে 5 টাকা, 2 টাকা, 1 টাকা ও 50 পয়সার মুদ্রার অনুপাত হল 1:2: 3:4, যদি ব্যাগে মোট টাকার মূল্য 168 টাকা হয়, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা ক’টি?

(A) 46 (B) 52 (C) 56 (D) 48

2. যদি 56 57 58-এর ল.সা.গু. k হয় তবে 56, 57, 58 ও59-এর ল.সা.গু. কত হবে?

(A) 177k (B) 59k (C) 56k (D) 57k

GK in Bengali: Food SI 2023 Mock Test 3

3. অজয় একটি দ্রব্য 84 টাকায় বিক্রি করায় তার ক্ষতি হয় 30%, যদি সে ওই একই দ্রব্য 120 টাকায় বিক্রি করে, তবে তার কত লাভ বা, ক্ষতি হবে?

(A) কোনো লাভ বা, ক্ষতিই নয় (B) 20% লাভ (C) 15% ক্ষতি (D) 10% ক্ষতি

4. কোনো টাকার 2 বছরের জটিল সুদ হয় 10125 টাকা। যদি বার্ষিক সুদের হার 25% হলে 2 বছর পরে সুদ-মূলে টাকার পরিমাণ কত হবে?

(A) 28125 (B) 1,32,275 (C) 2,30,625 (D) 26,275

SSC MTS Math Question 2023

5. একজন ব্যক্তি একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। একজন ভদ্রমহিলা ওই কাজটি 10 দিনে শেষ করতে পারেন। তারা একসঙ্গে 5 দিন কাজ করার পর, পুরুষটি কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজটি সম্পূর্ণ করতে মহিলাটির কতদিন সময় নেবে?

5. একটি শঙ্কুর উচ্চতা 24 সেন্টিমিটার ও তার ! ব্যাসার্ধ 27 সেন্টিমিটার। প্রতি সেন্টিমিটারে 6 টাকা মূল্যের খরচে শঙ্কুর বাকা পৃষ্ঠের পুরোটা রং করতে কত খরচ পড়বে?

(A) 2730 (B) 3300 (C) 2528 (D) 2200

6. 1 সেন্টিমিটার পুরু তামার পাত দিয়ে তৈরি একটি অর্ধ-বৃত্তাকার বাটির মুখের বাইরের দিকের ব্যাস 12 সেন্টিমিটার, প্রতি ঘন সেন্টিমিটার তামার ওজন 8.85 গ্রাম হলে বাটিটির ওজন কত হবে?

(A) 2 কিলোগ্রাম 675 গ্রাম (B) 1 কিলোগ্রাম 687.4 গ্রাম (C) 1 কিলোগ্রাম 578 গ্রাম (D) কোনোটিই নয়

7. যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত?

(A) 216 (B) 118 (C) 306 (D) কোনোটিই নয়

8. Sin²30° + Cos²30° = ?

(A) 0 (B) 1 (C) 3 (D) 4

9. ৪০ কিলোমিটার/ঘণ্টা বেগে ধাবমান ট্রেন একটি প্ল্যাটফর্মকে 0.75 মিনিটে অতিক্রম করে। যদি ট্রেনটির দৈর্ঘ্য প্ল্যাটফর্মটির দৈর্ঘ্যের সমান হয়, তবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে?

(A) 400 মিটার (B) 480 মিটার (C) 450 মিটার (D) 500 মিটার

SSC MTS Math Question 2023

10. স্থির জলে নৌকার গতিবেগ 30 কিলোমিটার/ঘণ্টা। যদি নৌকাটি 1 ঘণ্টা 30 মিনিটে 60 কিলোমিটার অনুকূলে যায়, তাহলে বোটটির 60 কিলোমিটার প্রতিকূলে যেতে কত সময় লাগবে?

(A) 3 ঘণ্টা (B) 5 ঘণ্টা (C) 4 ঘণ্টা (D) 1 ঘণ্টা

11. কোন অনুপাতে জলকে দুধের সঙ্গে মেশাতে হবে যাতে কেনা দামে মিশ্রণটিকে বিক্রি করলেও 20% লাভ থাকে?

(A) 25 (B) 1:5 (C) 3:4 (D) কোনোটিই নয়

12. যদি a² + b² = 117 ও ab = 54 হয়, তবে a+b/a – b -এর মান নির্ণয় করুন :

(A) 4 (B) 13 (C) 2 (D) 5

13. একটি সংকর ধাতু A-তে কপার ও জিঙ্কের অনুপাত 5 : 7 ও B-তে 4 : 5, A ও B-কে 1: 2 অনুপাতে নেওয়া হল এবং মিশ্রিত করে একটি নতুন সংকর ধাতু তৈরি করা হল। এখন C সংকর ধাতুতে কপার কত অংশ আছে?

14. 20 জনের একটি দলের গড় বয়স 30 বছর। একজন 50 বছর বয়সী ব্যক্তি দল ত্যাগ করলে একজন মহিলা ওই দলে যোগদান করে। এরফলে ওই দলের গড় বয়স 1 বছর কমে যায়। ওই মহিলাটির বয়স কত?

(A) 40 বছর (B) 30 বছর (C) 35 বছর (D) 38 বছর

15. একটি বাসের স্টপেজ ছাড়া গতিবেগ হয় ৪০ কিলোমিটার/ঘণ্টা ও স্টপেজ সমেত গতিবেগ হয় 32 কিমি / ঘণ্টা । তবে বাসটি প্রতি ঘণ্টাতে কত মিনিট দাঁড়ায়?

(A) 12 (B) 18 (C) 15 (D) 16

16. 7560 টাকা A, B, C ও D-এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যাতে A: B = 4:5 হয়, B : C = 3:4, C:D=5:7 হয়, Bও D-এর লভ্যাংশের পার্থক্য কত টাকা?

(A) 1,612.80 (B) 1,310.40 (C) 806.40 (D) 1,209.60

17. রাম দক্ষিণ মুখী। তিনি ডানদিক ঘুরে 40 মিটার হাঁটেন। তারপর তিনি আবার ডান দিকে মোড় নেন ও 20 মিটার হাঁটেন। তারপরে তিনি বামদিকে ঘুরে 20 মিটার হাঁটেন ও তারপর ডানদিকে বাঁক নিয়ে 40 মিটার হাঁটেন। তারপর আবার তিনি ডানদিকে মোড় নেন ও 120 মিটার হাঁটেন। এখন তাঁর অবস্থান প্রারম্ভিক দিক থেকে কোন দিকে?

(A) উত্তর-পূর্ব (B) উত্তর-পশ্চিম (C) উত্তর (D) পশ্চিম

18. অঞ্জলি কিরণের চেয়ে দ্রুত দৌড়ায়, প্রীতি চারুর চেয়ে ধীর গতিতে দৌড়ায়, চারু কিরণের চেয়ে ধীরে চালায়। সবচেয়ে ধীর গতির দৌড়বিদ কে?

(A) কিরণ (B) প্রীতি (C) চারু (D) অঞ্জলি

19. সঠিক বিকল্পটি নির্বাচন করুন যুক্তিপূর্ণ ও অর্থ অনুসারে।

  1. রাইট 2. মেগাবাইট 3. টেরাবাইট, 4. গিগাবাইট, 5. কিলোবাইট।

(A) 3, 1, 2, 4, 5 (B) 1, 5, 4, 2, 3 (C) 1, 5, 2, 4, 3 (D) 1, 5, 2, 3, 4

20. ছয় বন্ধু, অভিষেক, অপূর্ব, পার্থ, কিরণ, ওঙ্কার ও বিরাজ, একটি নিয়মিত ষড়ভূজের শীর্ষে বসে আছে ও তারা ষড়ভূজের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে।

১। অপূর্ব ওঙ্কার ও পার্থের মধ্যে বসে আছে।

২ . অভিষেক ওঙ্কারের পাশে বসে আছে।

৩. কিরণ ঠিক অপূর্বর বিপরীত নয়।

Q. অভিষেকের ঠিক বিপরীতে কে?

(A) বিরাজ (B) পার্থ (C) কিরণ (D) অপূর্ব

Leave a Comment