Chandrayaan 3: India is on the moon, ইতিহাস তৈরি করল ISRO

Chandrayaan 3
Chandrayaan 3

Chandrayaan 3, India is on the moon: নির্ধারিত সময়ের মধ্যেই চাঁদের বুকে অবতরণ করল চন্দ্রযান ৩। সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি করল ISRO। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত। সফলভাবে চাঁদের বুকে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চন্দ্রযান ৩ চাঁদের বুকে নামবে বলে আগেই ঘোষণা করেছিল ISRO। প্রসঙ্গত, এদিন ৫টা ৪৭ মিনিটে শুরু হয় কাউন্টডাউন। শেষ ১৫ মিনিট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও সসম্মানেই তা উতরে যায় চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। এর পরই সাফল্যের কথা বলতে উঠে ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ জানান, গতি কমিয়ে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান ৩। ওই সময়ই নির্ধারিত সময়ের কয়েক সেকেন্ড আগে যে নভোযানটি চাঁদের বুকে নেমেছে, তা স্পষ্ট করে দেন তিনি। চন্দ্রযান ৩-র অবতরণের সময় ভার্চুয়াল মাধ্যমে ISRO-র বিজ্ঞানীদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ল্যান্ডার বিক্রম পৃথিবীর উপগ্রহে নামতেই গবেষকদের শুভেচ্ছা জানান তিনি।

Chandrayaan 3, India is on the moon

Chandrayaan 3
Chandrayaan 3

চাঁদের দক্ষিণ মেরু এখনও মানুষের কাছে অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ এখনও সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। চাঁদের জমিতে নেমে কী কী করবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান?

Albert Einstein Thoughts: আলবার্ট আইনস্টাইনের মহানুভবতা

কিভাবে কাজ করবে চন্দ্রযান 3

রোভারের সঙ্গে আছে একাধিক স্বয়ংক্রিয় হাই ডেফিনেশন ক্যামেরা। চাঁদের মাটিতে 14 দিন ধরে অনুসন্ধান চালাবে সে। তার সঙ্গে সঙ্গে এই প্রজ্ঞানী চাঁদের মাটিতে ভারতের জাতীয় পতাকা ইসরোর লোগো এবং অশোক স্তম্ভের ছবি এঁকে দেবে। তারপর সবকিছু পাঠিয়ে দেবে লন্ডার বিক্রমকে। আর সেই বিক্রম সবকিছু পাঠিয়ে দেবে পৃথিবীতে ইসরোর কন্ট্রোলরুমে।

Chandrayaan 3
Chandrayaan 3

চতুর্থ দেশ হিসাবে ভারতের নাম

চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত। আগে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চিন। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ইসরো। একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে চাঁদে নামবে রোভার। ইসরোর খোঁজ রয়েছে একাধিক প্রশ্নের।

চাঁদ সম্পর্কিত একাধিক প্রশ্নের উত্তরের সন্ধান

যেমন লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের মাটি তথা ভূমি রূপ কিভাবে গঠিত হলো। চাঁদের মাটি কোন উপাদান দিয়ে তৈরি। আরো অনেক কিছুই খতিয়ে দেখে সেই সমস্ত বার্তা পাঠিয়ে দেবে পৃথিবীতে। আগামী ১৪ দিন ধরে স্পেক্ট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটির ভেতরে কোন খনিজ বস্তু রয়েছে কিনা তাও পর্যবেক্ষণ করে সেই তথ্য পৃথিবীতে পাঠিয়ে দেবে। আর এই সমস্ত পরীক্ষাগুলি করার জন্য লেন্ডার এবং রোভার এর সঙ্গে অতিরিক্ত পাঁচটিরও বেশি বৈজ্ঞানিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে।

Chandrayaan 3
Chandrayaan 3

ISRO জানিয়েছে, ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ধীরে ধীরে ভাসতে ভাসতে চাঁদের বুকে নেমে আসে ল্যান্ডার বিক্রম। এর জন্য সময় লেগেছে মাত্র ১৯ মিনিট। এই সময়ের মধ্যে প্রতি ধাপে এর গতি কমানো হয়েছে বলে জানা গিয়েছে। চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রমের পেটের মধ্যে রয়েছে রোভার প্রজ্ঞান।

Chandrayaan 3
Chandrayaan 3

কিছুক্ষণের মধ্যেই যা বেরিয়ে এসে শুরু করবে চাঁদের বুকে ঘোরাঘুরি। রোভারটি মোট ১৪ দিন চাঁদে থাকবে বলে জানিয়েছে ISRO। উল্লেখ্য, রোভারটিতে রয়েছে প্রচুর সেন্সার ও ক্যামেরা। যা চন্দ্র পৃষ্ঠের বিভিন্ন ছবি তুলে পাঠাবে। করবে গবেষণা মূলক কাজও। ২০১৯-এ চন্দ্রযান ২-কে চাঁদের দক্ষিণ মেরুতে নামানোর চেষ্টা করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু আড়াই কিলোমিটার উপর থেকে ভেঙে পড়ে সেটি। এবার আর কোনও ভুল করেননি ISRO-র বিজ্ঞানীরা। “ব্যর্থতা থেকে শিখে সংকল্প নিয়েছিলাম। যা আমাদের সাফল্য এনে দিয়েছে।” ল্যান্ডার বিক্রমের অবতরণের পর বলেন প্রধানমন্ত্রী মোদী।

FAQs

চন্দ্রযান 3 কে কবে কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল?

১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে LVM3- রকেটের মাধ্য়মে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করা হয়েছিল।

চন্দ্রজান 3 কবে চাঁদে সফল ভাবে ল্যান্ডিং করল?

23 আগস্ট 2023 বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চন্দ্রযান ৩ চাঁদের বুকে সফল ভাবে ল্যান্ডিং করেছে।

চন্দ্রযান 3 চাঁদের বুকে কতদিন ধরে অনুসন্ধান চালাবে?

চন্দ্রযান 3 চাঁদের মাটিতে 14 দিন ধরে অনুসন্ধান চালাবে।

ভারতবর্ষ চাঁদে মহাকাশযান অবতরণ করানোতে কত তম দেশ হিসাবে চিহ্নিত হলো?

চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত। আগে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চিন। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ইসরো।