রাজ্য শিক্ষানীতি ২০২৩: State Education Policy 2023

State Education Policy 2023
State Education Policy 2023

State Education Policy 2023, রাজ্য শিক্ষানীতি ২০২৩: NEP-2020 এর পর তার সবকিছু যে এ রাজ্যে কার্যকর করা সম্ভব নয় বা কার্যকর করতে রাজ্য সরকার উৎসাহী নয় সেটা জানাই ছিল। সেজন্য রাজ্যের আলাদা শিক্ষানীতি অবশ্যম্ভাবী।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

অতীত ঘাঁটলে দেখতে পাবো যে ভারতবর্ষের শিক্ষা-নবজাগরণের ক্ষেত্রে বাংলার এক গৌরবময় ইতিহাস রয়েছে। রাজা রামমোহন রায়,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই নবজাগরণের পথিকৃৎ। হিন্দু স্কুল, হিন্দু কলেজ (প্রেসিডেন্সি), বেথুন স্কুল,বেথুন কলেজ,ক্যালকাটা মেডিক্যাল কলেজ,কোলকাতা ইউনিভার্সিটি,বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, IISWBM, IIT খড়্গপুর, IIM কোলকাতা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্যেকে গৌরবান্বিত করেছে। ফলে এই রাজ্য যে শিক্ষানীতিতেও নিজস্বতা আনবে সরকার সচেতনভাবেই সেটা প্রকাশ করেছে।

State Education Policy 2023

যাইহোক, অতি কেন্দ্রীকরণ এড়িয়ে ফেডারেল স্ট্রাকচারকে মেনে জাতীয় শিক্ষানীতি, UGC-র নির্দেশিকা, কেরালা ও মহারাষ্ট্রকে মাথায় রেখেই এই রাজ্য শিক্ষানীতিকে আনা হয়েছে।

এতদিন রাজ্যে আলাদা কোন শিক্ষানীতি ছিলনা, বর্তমানের এই শিক্ষানীতি ২০৩৫ সাল পর্যন্ত চালু রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

“Mere book-learning won’t do. We want that education by which character is formed, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one’s feet.”…স্বামী বিবেকানন্দ
এবং
“The main object of teaching is not to give explanations, but to knock at the doors of the mind.”…রবীন্দ্রনাথ ঠাকুর

এই দুটো বক্তব্যকে সামনে রেখেই এই শিক্ষানীতি গঠন করা হয়েছে।

State Education Policy 2023DOWNLOAD PDF

Aims of State Education Policy 2023:

১. নতুন শিক্ষানীতি অনুসারে বাচ্চাদের উচ্চমানের শিক্ষাদানের মাধ্যমে তাদের জ্ঞান,দক্ষতা ও চরিত্রকে উন্নত করে শুধুমাত্র জীবনে সাফল্যদানই মূল উদ্দেশ্য নয়, critical এবং constructive নাগরিক তৈরিই হল এই শিক্ষানীতির মূল উদ্দেশ্য।

২. মূলধারার শিক্ষার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার সংযোগস্থাপন, এই শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য।

৩. শিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং ন্যায্যতা উভয়ই promote করা।

৪. অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে যথাযথভাবে কার্যকরী করা।

Major Goals of State Education Policy 2023:

১. ২০৩০ সাল নাগাদ মাধ্যমিক ও উচ্চামাধ্যমিকের Gross Enrolment Ratio (GER) কে ১০০ শতাংশ করা।

২. কমপক্ষে ৫০ শতাংশ স্টুডেন্ট যেন অন্ততপক্ষে ১টা বৃত্তিমূলক বিষয় নিয়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে।

জাতীয় শিক্ষানীতি 2020 জানতে এইখানে ক্লিক করুন

৩. রাজ্যের ১০০ শতাংশ শিশু যেন তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষালাভ করে।

৪. রাজ্যে জন্মলাভ করা প্রতিটি শিশুকে রাজ্যের শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করে ভবিষ্যতের জন্য তৈরি করা।

৫. শিক্ষার্থীদের এবং শিক্ষার স্বার্থে স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক ও শারীরিক অবকাঠামোকে (infrastructure) সর্বোত্তমভাবে ব্যবহার করা।

৬. উচ্চশিক্ষায় GER কে ৫০ শতাংশে উন্নীত করা।

৭. শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা।

৮. পশ্চিমবঙ্গকে পূর্ব/উত্তরপূর্ব ভারত এবং প্রতিবেশী দেশগুলির শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করা।

স্কুলশিক্ষা (State Education Policy 2023):

5+4+2+2 প্যাটার্নেই স্কুলশিক্ষার পরিকাঠামো গঠন করা হয়েছে। মাতৃভাষাতে শিক্ষাদানের গুরুত্ব আরোপ করা হয়েছে। সবার জন্য ইউনিক আইডেন্টিটি কার্ড চালু করা হবে।

১. প্রাইমারি স্কুল ৫ বছরের, প্রি-প্রাইমারি থেকে ৪র্থ শ্রেণি, অর্থাৎ ৫ থেকে ১০ বছরের বাচ্চারা এখানে পড়বে।

২. আপার প্রাইমারিতে ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত অর্থাৎ ১০ থেকে ১৪ বছরের বাচ্চারা এখানে পড়বে।

৩. নবম থেকে দশম মাধ্যমিক এবং একাদশ থেকে দ্বাদশ উচ্চমাধ্যমিক।

৪. Early Childhood Care and Education (ECCE) মূলত ৩ বছরের অর্থাৎ ৩ থেকে ৬ বছর বয়সী বাচ্চারা এর অংশ,যার মধ্যে প্রথম ২ বছর (৩ বছর থেকে ৫ বছর) তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়বে আর শেষবছর প্রি-প্রাইমারিতে পড়বে।

৫. ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সেমেস্টার সিস্টেমে পড়াশোনা হবে।

৬. উচ্চমাধ্যমিকের সেমেস্টার পরীক্ষার ক্ষেত্রে MCQ এবং descriptive উভয় ধরণের প্রশ্নই থাকবে।

৭. উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের গরমের ছুটিতে বিভিন্ন সংবাদ সংস্থা, প্রকাশনা সংস্থা এবং শিল্পসংস্থায় internship এবং প্রজেক্ট করতে হবে।

৮. অফলাইন এবং অনলাইন, হাইব্রিড মোডে শিক্ষাদানের ব্যবস্থা হবে ফলে ICT -র উপর আরও গুরুত্ব প্রদান করা হবে।

৯. Artificial intelligence and machine learning (AI/ML), block-chain, robotics, scientific computing প্রভৃতি বিষয়গুলো উচ্চমাধ্যমিকে চালু করা হবে।

১০. এখন যেখানে PEACOCK মডেল ৮ম শ্রেণি পর্যন্ত চালু আছে, সেটা প্রি-প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু করার কথা বলা হয়েছে!

১১. CWSN দের জন্য inclusive এডুকেশনে এমন স্কুলে ভর্তি করানো হবে যাতে সেই স্কুলে স্টুডেন্ট সংখ্যা কম হয় কিন্তু CWSN এর সংখ্যা বেশি হয় এবং তাদের যেন ১ কিলোমিটারের বেশি যাতায়াত করতে না হয়।

১২. বর্তমানে পশ্চিমবঙ্গে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা মাধ্যমিক স্তর থেকে পড়াশোনা করতে পারে। নতুন শিক্ষানীতিতে সেটা উচ্চপ্রাথমিক স্তর থেকে করা হবে।

১৩. রাজ্যের উচ্চমাধ্যমিকে বর্তমানে ১৩টি ভোকেশনাল কোর্স চালু আছে। Summer schools,industry visit, handicraft workshop প্রভৃতির মাধ্যমে আরও স্কিল উন্নত করা হবে। জায়গার ঐতিহ্য ও অবস্থান অনুযায়ী হাতেকলমে শেখার বিষয় নির্বাচন করা হবে।

স্কুল ও মাদ্রাসা গুলোতে National Skills Qualifications Framework (NSQF) এর পাঠক্রমও চালু করা হবে।

১৪. রাজ্যের স্কুলগুলোর র‍্যাঙ্কিংয়ের জন্য State School Accreditation Authority (SSAA) গঠিত হবে।

১৫. শিখন ও শিক্ষণের গ্যাপ পর্যালোচনা করতে প্রতিবছর State Achievement Survey (SAS) ৩য়,৫ম,৮ম এবং ১০ম শ্রেণির জন্য কার্যকর হবে।

১৬. WBCHSE ডিজিটাল/ই-লার্নিং কোর্স চালু করবে।

টিচার (State Education Policy 2023):

১. টিচারদের জন্য ধারাবাহিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। টিচার হ্যান্ডবুককে আরও উন্নত করা হবে।
DI/ADI/AI/SI দের ATI তে, HM/, TIC দের IIM এ, AT দের SCERT/DIET/PTTI তে ইনসার্ভিস ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হবে।

২. টিচারদের ৫ বছর গ্রামীণ এলাকায় চাকরি করতেই হবে।

৩. PTR বজায় রাখার জন্য টিচারদের জেনারেল ট্রান্সফার পলিসি চালু হবে।

৪. Academic Performance Indicators (APIs), রিভিউ কমিটি দ্বারা পরীক্ষিত হয়ে টিচারদের প্রমোশন চালু হবে।

৫. প্যারাটিচারদেরও ভবিষ্যতে উন্নতির সুযোগ থাকছে।

উচ্চশিক্ষা (State Education Policy 2023):

১. আগেই বলা হয়েছে যে, ২০৩৫ সাল নাগাদ উচ্চশিক্ষায় GER কে ৫০ শতাংশ করার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। সেজন্য NSOU এর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

২. সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে collaboration এর মাধ্যমে শিক্ষা এবং গবেষণার মান উন্নত করার লক্ষ্য রাখা হয়েছে।

৩. CBCS মডেলে বৃত্তিমূলক কোর্স যুক্ত করা হবে যাতে স্টুডেন্টদের কাজ পেতে অসুবিধা না হয়।

৪. Research & Development এ Industry -Academia পার্টনারশিপের উপর জোর দেওয়া হয়েছে।

৫. উচ্চশিক্ষায় ভারত সরকারের শিক্ষামন্ত্রকের Academic Bank of Credit (ABC) কে প্রমোট করা হবে।

৬. শিক্ষা ও গবেষণায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে collaboration বাড়ানো হবে। রিসোর্স, ফ্যাকাল্টি -স্টুডেন্ট আদান-প্রদান সহ UGC-র গাইডলাইন মেনে বিদেশি স্টুডেন্টদের জন্য বিশ্ববিদ্যালয়ে পৃথক ক্যাম্পাস গঠন করা হবে।

৭. ভারত সরকারের গাইড লাইন মেনে এ রাজ্যে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গঠনের অনুমোদন ও উৎসাহ দেওয়া হবে।

৮. উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে Wi-Fi এর পরিকাঠামো দেওয়া হবে। স্মার্ট ক্লাসরুমের উপর জোর দেওয়া হবে।

৯. জাতীয় পোর্টাল Swayam এ ODL মোডে কোর্স করার জন্য ফ্যাকাল্টি মেম্বারা যাতে স্টুডেন্টদের উৎসাহিত করেন সে বিষয়ে গুরুত্ব প্রদান করা হবে

১০. রাজ্যের শিক্ষাব্যবস্থায় টেকনিক্যাল সাপোর্টের জন্য IEEE (Institute of Electrical and Electronics Engineers) এর সঙ্গে MOU স্বাক্ষরিত হয়েছে।

১১. হোটেল ম্যানেজমেন্ট, অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম সম্পর্কিত কোর্স আরও বেশি করে চালু হবে।

টেকনিক্যাল এডুকেশন (State Education Policy 2023):

১. ট্রেনিং এবং শিল্পসংখ্যার প্রয়োজনের গ্যাপ কমানো হবে।

২. ইন্টার্নশিপ, স্টার্টআপ, innovation centre, Research & Development Cells গঠনের মাধ্যমে কাজের সম্ভাবনা বাড়ানো হবে।

৩. Data Science, Artificial Intelligence, Machine Learning, Architecture & Town Planning, Conservation Studies, Product Design, Exhibition Design, Visual Arts & Graphic Design প্রভৃতি কোর্সগুলোকে চালু বা আরও প্রমোট করা হবে বেশি করে।

Health Education of State Education Policy 2023 :

১. রাজ্য সরকার National Medical Commission এর পরিকল্পনা অনুসারে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার জন্য Department of Integrated Medical Research গঠন করবে।

২. স্টুডেন্ট ফেলোশিপ প্রোগ্রাম, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম যথাক্রমে বাড়ানো হবে এবং চালু করা হবে।

৩. National Medical Commission এর রেকমন্ডেশন অনুসারে রাজ্য সরকার নিজেরাই outcome-based evaluation চালু করবে।

৪. আগামী ৫ বছরের মধ্যে গ্র‍্যাজুয়েশন ও পোস্টগ্র‍্যাজুয়েশনে আরও সিট বাড়ানো হবে।

৫. নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য ইন্টিগ্রেটেড ক্যাম্পাস গঠন করা হবে।

৬. হেলথ কেয়ারের টিচিং কোর্সকে আলাদা গুরুত্ব দেওয়া হবে।

Animal Dairy Fishery Sciences:

১. Central Disease Diagnostic Laboratory গঠন করা হবে।

২. স্টুডেন্টদের প্র‍্যাক্টিক্যালের জন্য ডেয়ারি প্ল্যান্ট গুলোকে আরও উন্নত করা হবে।

৩. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা করে ভেটেরিনারি ও ফিশারি কলেজ গঠন করা হবে।

৪. উন্নত মানের অডিও-ভিজ্যুয়াল ল্যাব গঠন করা হবে।

৫. Wet Laboratory গঠন করা হবে।

৬. পশু ও মৎস্য গবেষণা কেন্দ্রকে উন্নত করা হবে।

৭. প্রাইভেট ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ফিশারি কোর্স চালু করা হবে।

৮. Brooders Production, Hatchery Management, Brackish Water Aquaculture এর উপর ১ বছরের ডিপ্লোমা কোর্স এবং ৬ মাসের স্পেশালাইজেশন কোর্স চালু করা হবে।

৯. মৎস্যপুকুর, হ্যাচারি, মৎস্য খাদ্যের উদ্ভিদ, মাছ ও চিংড়ি প্রসেসিংয়ের উপর হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

শেষকথা (State Education Policy 2023):

১. NEP-2020 কে পুরোপুরিভাবে মান্যতা দেবেনা বলে এই পলিসি আনা হয়েছে তাও রাজ্যে প্রথমবারের মতো। ফলে কেন্দ্র ও রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থায় অসাম্য তৈরি হবে।

২. এই পলিসিতে NCF কে মানা অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা,সাব্জেক্ট কম্বিনেশনের দিক দিয়েও সমস্যা হবে।

৩. শিক্ষাক্ষেত্রে ৬% GDP খরচের যে কথা বলা হয়েছে তার বাস্তবায়ন কতটা হয় দেখার।

৪. টিচারদের প্রমোশন ভালো পদক্ষেপ,কিন্তু সেখানে রিভিউ কমিটির ভূমিকা প্রশ্নবোধক।

৫. টিচারদের বাধ্যতামূলকভাবে ৫ বছর গ্রামে চাকরি করানো ও জেনারেল -বাধ্যতামূলক ট্রান্সফার কার্যকরী করাটা সরকারের বড় চ্যালেঞ্জ! এ বোধহয় কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গজয়ের চেয়েও বেশি চ্যালেঞ্জের!

৬. এই শিক্ষানীতিতে যতটা না innovative কিছু বলা হয়েছে তার চেয়ে সরকারের ফিরিস্তি দেওয়া হয়েছে বেশি!

৭. ICT কে প্রমোট করার কথা বলা হয়েছে অথচ প্রাইমারি বিদ্যালয়ে কম্পিউটার নেই,টিচাররা বাড়িতে ডাটা এন্ট্রি করেন,সাইটে লোড শেডিং হয়ে যায়।

৮. বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের গুরুত্ব আরোপ করা হয়েছে বেশি!

৯. ওপেন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ বেশি করে তৈরি করে GER এর achievement এর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে সরকার GER এ সফল হলেও অফলাইনে যে স্টুডেন্ট মন্দা দেখা দিচ্ছে তার সুরাহা হবেনা, ফলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান উঠে যাবে আর চাকরির সুযোগ কমবে। এমনিতেই ওভার অল PTR নতুন নিয়োগের উপর প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে!

১০. জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি উভয়ই বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়েছে দেখে ভালো লাগলো।

১১. এই শিক্ষানীতিতে বিভিন্ন data, chart দেওয়ার ফলে শিক্ষাব্রতীদের অনেক সুবিধা হবে।

@প্রদীপ শাসমল,০৯/০৯/২০২৩