SVMCM Scholarship 2023 : Don’t miss out: বিরাট সুযোগ, মাধ্যমিক পাশ করলেই ২৪ হাজার

SVMCM Scholarship
SVMCM Scholarship

SVMCM Scholarship 2023 : যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীদের পরিবার আর্থিক ভাবে সচ্ছন্দ নয়, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এক বিরাট সুযোগ এনে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে পড়ুয়াদের যাতে পড়াশোনায় কোনোভাবে ক্ষতি না হয় সরকার তার জন্য এক বিরাট স্কলারশিপের বন্দোবস্ত করেছে। সেই স্কলারশিপ টির নাম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ( SVMCM )। যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক 60 শতাংশ ও তার বেশি নম্বর পাবে, তারাই পেয়ে যাবে এই স্কলারশিপ এর সুযোগ। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই এবং পর্যাপ্ত নম্বর থাকলেই ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিক পরীক্ষার পর কোন ছাত্র ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করলে তারা একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ২৪ হাজার টাকা পাবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

বেশ কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর হয়তো পরের মাস অর্থাৎ মে মাসেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়ে যাবে। আমরা দেখতে পাই মাধ্যমিক পরীক্ষার পরে কিছু কিছু পরিবার যারা আর্থিকভাবে পিছিয়ে থাকে তারা তাদের ছেলেমেয়েদেরকে আর পড়াশোনা করাতে পারে না। কিন্তু ছাত্র-ছাত্রীরা হয়তো সে ক্ষেত্রে খুবই মেধাবী এবং উচ্চ শিক্ষার জন্য ইচ্ছুক থাকে। তাদের জন্য এই প্রকল্পটি খুবই সুবিধার।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) টি আসলে কি?

এই স্কলারশিপটি আসলে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে টাকা-পয়সা কোনভাবে সমস্যা হয়ে না দাঁড়ায় সেই কারণে সরকারের একটি মহৎ ভাবনা। এই প্রকল্পটির নাম স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ স্কিম ২০২৩ – ২৪। কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্প গুলির মতো স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিও ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের একটা ভালো উদ্যোগ।

এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করতে পারবেন-

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় খুব ভালো এবং উচ্চশিক্ষার জন্য উদ্যোগী, কিন্তু পরিবারের আর্থিক সমস্যার জন্য অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন, তারা প্রত্যেকে এই স্কলারশিপ এর সুবিধা পেতে পারেন। আবেদনের জন্য শিক্ষকতা যোগ্যতা যা কিছু প্রয়োজন, সেগুলি একটু জেনে নেওয়া যাক-

  1. মাধ্যমিক পরীক্ষাতে 60 শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নম্বরের তালিকা রাখা হয়েছে।
  2. ছাত্র-ছাত্রীগুলিকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
  3. আবেদনকারী পড়ুয়ার পরিবারের আয় বছরে দু লাখ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে।
  4. যদি কোন ছাত্র-ছাত্রী অন্য কোন সরকারি স্কলারশিপ বা বৃত্তির সুযোগ পেয়ে থাকে তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

এই স্কলারশিপ (SVMCM Scholarship) এ আবেদন করলে ছাত্র ছাত্রীরা কত টাকা পাবে?

রাজ্য সরকার এই স্কলারশিপ এর টাকার পরিমান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রেখেছেন। তবে যেহেতু এই স্কলারশিপ উচ্চ শিক্ষার জন্য। তাই দশম শ্রেণী পাস করার পর থেকেই এই স্কলারশিপের সুবিধা পাওয়া যায় এবং সে ক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ২৪ হাজার টাকা পাওয়া যায়।

SVMCM Scholarship-আবেদন করার পদ্ধতি

সবার প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, নিচে ওয়েবসাইটের লিংকটি দেওয়া হল ওয়েবসাইটের লিংক-https://svmcm.wbhed.gov.in/

  1. ওই ওয়েবসাইটের হোমপেজে যে How to Apply বটন আছে সেখানে ক্লিক করতে হবে ।
  2. এরপর নতুন পেজের নিচের দিকে একটি চেকবক্স থাকবে সেখানে ক্লিক করার পর, proceed for registration এ ক্লিক করতে হবে।
  3. এরপর নতুন পেজে Apply for fresh application এ ক্লিক করতে হবে।
  4. এরপর রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটি আসবে সেখানে বিভিন্ন অপশন এর মধ্যে আপনাকে মাধ্যমিক পরীক্ষার অপশন ক্লিক করে মাধ্যমিক পরীক্ষা কত সালে দিয়েছেন কোন বোর্ডের অধীনে দিয়েছেন এডমিট কার্ডের রোল নাম্বার কত শতাংশ নাম্বার পেয়েছেন সেগুলি ঠিকঠাক মতো আপনাকে জানাতে হবে।
  5. তারপর আপনি বর্তমানে কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চান এবং আপনার নাম জন্ম তারিখ আপনার ঠিকানা বয়স ইত্যাদি আপনাকে ওই ফর্মটি তে যথাযথ ভাবে সম্পন্ন করতে হবে। এরপর আপনার ফর্মটি সম্পূর্ণ হয়ে গেলে আপনার পছন্দমত কোন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে রেজিস্টার এ ক্লিক করতে হবে।
  6. এরপর আপনি আপনার যে মোবাইলের নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি OTP আসবে । আর এরই সাথে আপনার রেজিস্ট্রেশন টি সম্পন্ন হয়ে যাবে। এখানে আপনাকে যে রেজিস্ট্রেশন আইডিটি দেওয়া হবে সেটি আপনি যত্ন করে তুলে রাখবেন। কারণ এটি পরে আপনার প্রয়োজন হতে পারে।
  7. এরপর আপনি আবার হোম পেজে চলে আসবেন এবং Applicant login এ ক্লিক করতে হবে এরপর Id password দিয়ে LOG IN করতে পারবেন।
  8. এখন আপনার সামনে যে নতুন পেজটি আসবে তার বাম দিকে থাকা Edit application এ ক্লিক করে আপনাকে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি ওখানে আপলোড করতে হবে। এবং আপলোড করার পর Save and continueএ ক্লিক করতে হবে ।
  9. তারপর আবারো একটি নতুন অ্যাপ্লিকেশনের ফর্ম আপনার সামনে আসবে সেখানেও নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাকে ফিলাপ করতে হবে। এবং আবারো Save and continueএ এ ক্লিক করতে হবে।
  10. এবং সব কাজগুলি সঠিকভাবে সম্পূর্ণ করার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলিকে সঠিকভাবে স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে।
  11. এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হয়ে যাবে।
  12. পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে এইখানে ক্লিক করুন ( svmcm status check )

SVMCM Scholarship -এ আবেদন করার জন্য যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি প্রয়োজন

এ স্কলারশিপ টিতে অনলাইনে আবেদনের জন্য আপনার যে সমস্ত তথ্যগুলি প্রয়োজন সেগুলি হল

  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কসিট
  • আপনি সর্বশেষ যে বোর্ড পরীক্ষাটি দিয়েছেন কলেজ কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় হলেও তার মার্কসিটটি লাগবে।
  • বর্তমানে পড়ুয়া যে লেখাপড়ার সাথে যুক্ত তার ভর্তির রসিদটি লাগবে।
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট, যেটি অবশ্যই ভিডিও বা এক্সিকিউটিভ অফিসার বার ডেপুটি কমিশনার এর দ্বারা প্রদত্ত।
  • ছাত্র-ছাত্রীদের বয়সের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদির মধ্যে যেকোনো একটি লাগবে।
  • এবং নিজস্ব একাউন্ট নাম্বার যেখানে আইএফসি কোড অবশ্যই থাকতে হবে এইরকম একটি ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতাটি লাগবে।
  • আবেদনকারীর এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • সব শেষ আবেদনকারীর নিজের সিগনেচারটিও লাগবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হবে

স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ এর জন্য অনলাইনে আবেদন প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায়। আশা করা যাচ্ছে এ বছরও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেড়ানোর কিছুদিন পর থেকেই আবেদন শুরু হয়ে যেতে পারে।

[ মেধাবৃত্তি স্কলারশিপ-প্রতি মাসে দেয়া হবে 1000 টাকা করে বৃত্তি, বিস্তারিত জানুন ]

FAQs,

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩ এর আবেদন কবে থেকে শুরু হবে ?

স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ এর জন্য অনলাইনে আবেদন প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায়। আশা করা যাচ্ছে এ বছরও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেড়ানোর কিছুদিন পর থেকেই আবেদন শুরু হয়ে যাবে ।

SVMCM Scholarship-এ আবেদন করলে ছাত্র ছাত্রীরা কত টাকা পাবে?

একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ২৪ হাজার টাকা পাওয়া যায়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টি আসলে কি?

এই স্কলারশিপটি আসলে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে টাকা-পয়সা কোনভাবে সমস্যা হয়ে না দাঁড়ায় সেই কারণে সরকারের একটি মহৎ ভাবনা।

1 thought on “SVMCM Scholarship 2023 : Don’t miss out: বিরাট সুযোগ, মাধ্যমিক পাশ করলেই ২৪ হাজার”

Comments are closed.