WB Gram Panchayat Exam Practice Set 2 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২ (WB Gram Panchayat Exam Practice Set 2)
তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।
১) নীচের কোন্ নদীটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
[A] ব্রহ্মপুত্র
[B] কৃষ্ণা
[C] বিপাশা
[D] নর্মদা
Answer – কৃষ্ণা
২) 1583 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত কোন্ শহরের নামের অর্থ ‘ঈশ্বরের শহর’?
[A] দিল্লি
[B] এলাহাবাদ
[C] আগ্রা
[D] আহমেদাবাদ
Answer – এলাহাবাদ
৩) সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয়-
[A] মহেন-জো-দারো
[B] লোথাল
[C] কালিবঙ্গান
[D] হরপ্পা
Answer – হরপ্পা
৪) প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কী?
[A] অক্সিজেন
[B] আর্গন
[C] ওজোন
[D] কার্বন ডাইঅক্সাইড
Answer – কার্বন ডাইঅক্সাইড
৫) জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয়-
[A] মিথেন
[B] এরোসল
[C] এলিনভার
[D] বিউটেন
Answer – মিথেন
৬) অর্থ কমিশন গঠন করেন-
[A] প্রধানমন্ত্রী
[B] রাষ্ট্রপতি
[C] (a) ও (b) উভয়েই
[D] কেউই নন
Answer – রাষ্ট্রপতি
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন ⬇
৭) অস্পর্শ বল নীচের কোনটি ?
[A] টান বল
[B] ঘর্ষণ বল
[C] সংঘর্ষ বল
[D] চৌম্বক বল
Answer – চৌম্বক বল
৮) এন্ডোস্কোপি যন্ত্র কোন্ নীতিতে কাজ করে?
[A] আলোর প্রতিফলন
[B] আলোর প্রতিসরণ
[C] আলোর বিচ্ছুরণ
[D] আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
Answer – আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
৯) মানবদেহের ভিতরের কোনো অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়?
[A] কম্পিউটার
[B] টেলিস্কোপ
[C] অপটিক্যাল ফাইবার
[D] পেরিস্কোপ
Answer – অপটিক্যাল ফাইবার
১০) সবজিতে বিভিন্ন কীটনাশক মেশানো হয়-
[A] সবজিকে বিভিন্ন কীটের হাত থেকে রক্ষা করার জন্য
[B] সবজির ফলন বাড়ানোর জন্য
[C] এর ফলে পরবর্তীকালে সবজিতে কোনো অণুজীব আক্রমণ করতে পারে না
[D] পরিমিত কীটনাশক পদার্থ ফলন বাড়ায় এবং মানুষের পক্ষেও ততটা মারাত্মক নয়
Answer – সবজিকে বিভিন্ন কীটের হাত থেকে রক্ষা করার জন্য
১১) যে-কোনো ফলকে ধুয়ে খেলে-
[A] প্রোটিন নষ্ট হয়
[B] ভিটামিন নষ্ট হয়
[C] ফলের উপর যদি রং করা থাকে তা কিছুটা দূর হয়
[D] কার্বোহাইড্রেট নষ্ট হয়
Answer – ফলের উপর যদি রং করা থাকে তা কিছুটা দূর হয়
১২) সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র তৈরি করল কোন্ প্রতিষ্ঠান?
[A] IIT Madras
[B] IIT Delhi
[C] IIT Kanpur
[D] IIT Hyderabad
Answer – IIT Madras
১৩) চাঁদের কক্ষপথে সফলভাবে প্রবেশ করা Orion স্পেসক্রাফট প্রেরণ করেছিল কে?
[A] NASA
[B] ISRO
[C] ESA
[D] কেউই নন
Answer – NASA
১৪) G20-এর আওতায় ‘Think-20’ মিটিং শুরু হল কোথায়?
[A] ইন্দোর
[B] ভোপাল
[C] মুম্বাই
[D] কলকাতা
Answer – ভোপাল
১৫) ‘Fit at Any Age’ বইটির লেখক কে?
[A] পি ভি সিন্ধু
[B] বিরাট কোহলি
[C] জয় শাহ
[D] পি ভি আইয়ার
Answer – পি ভি আইয়ার
১৬) ডামালি কোন্ অঞ্চলের নৃত্য?
[A] জম্মু-কাশ্মীর
[B] ওড়িশা
[C] উত্তরপ্রদেশ
[D] কর্ণাটক
Answer – জম্মু-কাশ্মীর