WB Gram Panchayat Exam Practice Set 3 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩, বিজ্ঞান থেকে বাছাই করা প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 3
WB Gram Panchayat Exam Practice Set 3

WB Gram Panchayat Exam Practice Set 3 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩ (WB Gram Panchayat Exam Practice Set 3)

তাহলে আর দেরি না করে বিজ্ঞান বিভাগ থেকে দেওয়া আজকের প্রশ্ন এবং উত্তরগুলিতে একবার চোখ বুলিয়ে নিন এবং আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।

১) নীচের কোনটিকে চুম্বক প্রবলভাবে আকর্ষণ করে?

(ক) নিকেল

(খ) পিতল

(গ) কাঁচ

(ঘ) তামা

উঃ (ক) নিকেল

২) নীচের কোনটি অচৌম্বক পদার্থ?

(ক) তামা

(খ) কোবাল্ট

(গ) নিকেল

(ঘ) লোহা

উঃ (ক) তামা

৩) বিনতি কোন-

(ক) বিষুব অঞ্চল থেকে মেরুতে বেশী

(খ) সব জায়গাতেই সমান

(গ) বিষুব অঞ্চলের মান মেরুর থেকে বেশী

(ঘ) কোনটিই নয়

উঃ (গ) বিষুব অঞ্চলের মান মেরুর থেকে বেশী

৪) একই উন্নতা ও চাপে কোন মাধ্যমে শব্দের বেগ বেশী?

(ক) অক্সিজেন

(গ) আর্গন

(খ) হাউড্রোজেন

(ঘ) হিলিয়াম

উঃ (খ) হাউড্রোজেন

৫) আল্ট্রাসোনিক তরঙ্গের কম্পাঙ্ক –

(ক) শ্রুতিগম্য তরঙ্গের কম্পাঙ্ক থেকে বেশী

(খ) শ্রুতিগম্য তরঙ্গের কম্পাঙ্ক থেকে কম

(গ) শ্রুতিসম তরঙ্গের কম্পাঙ্কের সমান

উঃ (ক) শ্রুতিগম্য তরঙ্গের কম্পাঙ্ক থেকে বেশী

৬) পর পর দুটো সংকোচনের ফলে লাউড স্পিকার থেকে শব্দ কতদূর পর্যন্ত বিস্তার লাভ করে?

(ক) তরঙ্গ দৈর্ঘ্য সমান

(খ) তরঙ্গ দৈর্ঘ্যের ১/৪ অংশ

(গ) তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ

(ঘ) তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক

উঃ (ক) তরঙ্গ দৈর্ঘ্য সমান

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓

West Bengal Gram Panchayat all Practice Set
West Bengal Gram Panchayat all Practice Set

৭) শব্দের থেকে বেশী বেগকে বলা হয় সুপারসোনিক বেগ –

(ক) ভুল

(খ) ঠিক

উঃ (খ) ঠিক

৮) কে প্রথম বলেন ‘পৃথিবী নিজে একটি চুম্বক’?

(ক) ওয়েবার

(খ) গিলবার্ট

(গ) রাবাট নরম্যান

(ঘ) প্লেটো

উঃ (খ) গিলবার্ট

৯) ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতলের ভিতরকার কোণকে কোন স্থানের __________বলে

(ক) বিনতি কোণ

(খ) বিচ্যুতি কোণ

(গ) নতি কোণ

(ঘ) স্থিতি কোণ

উঃ (খ) বিচ্যুতি কোণ

১০) নীচের কোন ক্ষেত্রে আলোর বেগ সর্বাধিক?

(ক) 30° সেঃ উষ্ণতায় আর্দ্র বায়ু

(খ) ০-C উষ্মতায় আর্দ্র বায়ু

(গ) 30°C উষ্ণতায় শুষ্ক বায়ু

(ঘ) ০°℃ উষ্ণতায় শুষ্ক বায়ু

উঃ (ক) 30° সেঃ উষ্ণতায় আর্দ্র বায়ু

১১) রক্ষকের কাজ হল চুম্বকের চুম্বকত্ব দীর্ঘায়িত করা।

(ক) ঠিক

(খ) ভুল

উঃ (ক) ঠিক

১২) পৃথিবীর চৌম্বক বলরেখা-

(ক) বক্ররেখা

(খ) উপবৃত্তাকার

(গ) সরলরেখা ও সমান্তরাল

(ঘ) সমকেন্দ্রিক বৃত্ত

উঃ (গ) সরলরেখা ও সমান্তরাল

১৩) বিচ্যুতি কোণের মান কোন স্থানের ক্ষেত্রে-

(ক) বার্ষিক ভাবে বৃদ্ধি পায়

(খ) খুব ধীরে ধীরে বছরের পর বছর বৃদ্ধি পায়

(গ) কমে যায়

(ঘ) একই থাকে

উঃ (খ) খুব ধীরে ধীরে বছরের পর বছর বৃদ্ধি পায়

১৪) নীচের কোন কম্পাঙ্কের শব্দকে আমরা শুনতে পাই না?

(ক) 15,000 Hz

(খ) 120000 Hz

(গ) 1000 Hz

(ঘ) 100 Hz

উঃ (খ) 120000 Hz

১৫) যে নীতিতে জেট ইঞ্জিন কাজ করে-

(ক) নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া

(খ) কৌণিক ভরবেগের সংরক্ষণ

(গ) ভরের সংরক্ষণ

(ঘ) উপরের কোনটিই নয়

উঃ (ক) নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া

১৬) যখন বন্দুক থেকে গুলি ছোঁড়া হয় –

(ক) বন্দুক লাফিয়ে ওঠে

(খ) বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে

(গ) বন্দুক সামনে এগিয়ে যায়

(ঘ) বন্দুক আদৌ নড়ে না

উঃ (খ) বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে

১৭) শব্দ-তরঙ্গ অপেক্ষাকৃত বেশী বেগে যায় যদি

(ক) পিচ ছোট হয়

(খ) বায়ু উষ্ম থাকে

(গ) কম্পাঙ্ক বেশী হয়

(ঘ) তরঙ্গ দৈর্ঘ্য বেশী হয়

উঃ (খ) বায়ু উষ্ম থাকে

১৮) নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে শব্দের প্রাবল্য নির্ভর করে-

(ক) দ্রুতির উপর

(খ) তরঙ্গ দৈর্ঘ্যের উপর

(গ) বিস্তারের উপর

(ঘ) কোনটির উপরই নয়

উঃ (গ) বিস্তারের উপর

১৯) চুম্বক কম্পাস যে ভৌগোলিক উত্তর মেরুকে সঠিকভাবে নির্দেশ করে না এই মত কে প্রথম প্রকাশ করেন?

(ক) আলভা এডিসন

(খ) কলম্বাস

(গ) নিউটন

(ঘ) অর্কিমিডিস

উঃ (খ) কলম্বাস

২০) কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?

(ক) সনোমিটার

(খ) হাইড্রোমিটার

(গ) ফ্যাদোমিটার

(ঘ) অলটিমিটার

উঃ (গ) ফ্যাদোমিটার

২১) কোন বৈজ্ঞানিক প্রথম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দূরের কোন জায়গায় প্রেরণ করেন?

(ক) জন বেয়ার্ড

(খ) এডিসন

(গ) এইচ হার্হজ

(ঘ) ম্যাক্সওয়েল

উঃ (গ) এইচ হার্হজ

২২) নীচের কোন্ ক্ষেত্রে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়।

(ক) বৈদ্যুতিক ঘণ্টা

(খ) টেলিফোন

(গ) টেলিগ্রাফ

(ঘ) উপরের সবকটিই

উঃ (ঘ) উপরের সবকটিই

২৩) কোন উলম্ব তলে পৃথিবীর চুম্বক অভিমুখ এবং এই স্থানের অনুভূমিক দিকের ভিতরকার কোণকে ওই স্থানের__________ বলে।

(ক) বিচ্যুতি কোণ

(খ) নতি কোণ

(গ) স্থিতিকোণ

(ঘ) কোনোটি না

উঃ (খ) নতি কোণ

২৪) দুটো কম্পমান উৎসের অনুনাদ তখনই হয়, যখন তাদের কম্পাঙ্ক –

(ক) খুব কম থাকে

(খ) খুব বেশি থাকে

(গ) প্রায় কাছাকাছি থাকে

(ঘ) সমান হয়

উঃ (ঘ) সমান হয়

২৫) যখন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তখন-

(ক) স্থিতিশক্তি দ্বিগুণ হয়

(খ) গতিশক্তি দ্বিগুণ হয়

(গ) ভরবেগ দ্বিগুণ হয়

(ঘ) ত্বরণ দ্বিগুণ হয়

উঃ (গ) ভরবেগ দ্বিগুণ হয়

২৬) যখন প্রস্তর খন্ড চাঁদ থেকে পৃথিবীতে আনা হয় তখন-

(ক) ভর ও ভার উভয়েই পরিবর্তিত হয়

(খ) ভর ও ভার কোনটিই পরিবর্তিত হয় না

(গ) ভরের পরিবর্তন হয়

(ঘ) ভর অপরিবর্তিত থাকে, কিন্তু ভারের পরিবর্তন হয়

উঃ (ঘ) ভর অপরিবর্তিত থাকে, কিন্তু ভারের পরিবর্তন হয়

২৭) শূন্য মাধ্যমে নীচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোন্টি আগে মাটিতে পড়বে?

(ক) পালক

(খ) পাথর

(গ) কাঠ

(ঘ) সবকটিই একসঙ্গে মাটি স্পর্শ করবে

উঃ (ঘ) সবকটিই একসঙ্গে মাটি স্পর্শ করবে

Leave a Comment