WB Gram Panchayat Exam Practice Set 4 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪, বাছাই করা প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 4
WB Gram Panchayat Exam Practice Set 4

WB Gram Panchayat Exam Practice Set 4 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪ (WB Gram Panchayat Exam Practice Set 4)

তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।

১) ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়?

(a) আহমেদাবাদ

(b) বিজয়ওয়াড়া

(c) ঘুসুড়ি

(d) হুগলি

Answer – (c) ঘুসুড়ি

২) ‘কাদম্বরী’-র রচয়িতা হলেন-

(a) হেমেন্দ্র

(b) কলহন

(c) ভবভূতি

(d) বাণভট্ট

Answer – (d) বাণভট্ট

৩) ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি ?

(a) নিউ ম্যাঙ্গালোর

(b) নিউ তুতিকোরিন

(c) নভসেবা

(d) খান্ডালা

Answer – (c) নভসেবা

৪) নরেন্দ্র মোদী কোথায় ‘Jal Jan Abhiyan’ লঞ্চ করলেন?

(a) পাঞ্জাব

(b) বিহার

(c) হরিয়ানা

(d) রাজস্থান

Answer – (d) রাজস্থান

৫) ভারতের প্রথম Frozen-Lake Merathon হোস্ট করছে কে?

(a) লাদাখ

(c) সিকিম

(b) জম্মু-কাশ্মীর

(d) মেঘালয়

Answer – (a) লাদাখ

৬) ভারতের প্রথম Waste-to-Hydrogen Plant কোথায় তৈরি করা হবে?

(a) পুনে

(b) মুম্বাই

(c) বেঙ্গালুরু

(d) হায়দরাবাদ

Answer – (a) পুনে

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓

West Bengal Gram Panchayat all Practice Set
West Bengal Gram Panchayat all Practice Set

৭) কোথায় Bharat Gaurav Deluxe AC Tourist Train লঞ্চ করল ইন্ডিয়ান রেলওয়ে?

(a) পুনে

(b) দিল্লি

(c) নাগপুর

(d) নবী মুম্বাই

Answer – (b) দিল্লি

৮) 1800 খ্রিস্টপূর্বাব্দে কোথায় ধান চাষের প্রমাণ মিলেছে?

(a) হরপ্পা

(b) লোথাল

(c) কালিবঙ্গান

(d) চানহৃদরো

Answer – (b) লোথাল

৯) বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে কে পরিচিত?

(a) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(b) ঈশ্বরী পাটনী

(c) চন্ডীদাস

(d) গোবিন্দচন্দ্র দাস

Answer – (d) গোবিন্দচন্দ্র দাস

১০) ‘Silent Spring’ বইটির লেখক কে?

(a) মেধা পাটেকর

(b) মার্ক টয়েন

(c) রাসেল কারসন

(d) রিচার্জ গেরো

Answer – (c) রাসেল কারসন

১১) কোন্ প্রকার শস্যচাষে মাটির উর্বরতা বাড়ে?

(a) বাজরা

(b) গম

(c) ডাল

(d) ধান

Answer – (c) ডাল

১২) ওয়াংখাড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত?

(a) মুম্বাই

(b) নাগপুর

(c) পুনে

(d) বেঙ্গালুরু

Answer – (a) মুম্বাই

১৩) NBA-এর সদর দফতর কোথায় অবস্থিত?

(a) মুম্বাই

(b) দেরাদুন

(c) চেন্নাই

(d) কলকাতা

Answer – (c) চেন্নাই

১৪) নীচের কোন্ পূর্ণ সংখ্যাটির অধিক সংখ্যক ভাজক আছে?

(a) 88

(b) 91

(c) 95

(d) 99

Answer – (a) 88

১৫) কোন্ লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24,36 ও 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

(a) 89

(b) 141

(c) 248

(d) 170

Answer – (b) 141

১৬) 30 টাকা দরের 2 সের সয়াবিন তেলের সঙ্গে 18 টাকা সের দরের 1 সের পামওয়েল মেশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত?

(a) 16

(b) 18

(c) 26

(d) 28

Answer – (c) 26

১৭) একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:4, ওই মিশ্রণে 5 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 5:3। মিশ্রণে জলের পরিমাণ কত?

(a) 100 লিটার

(b) 120 লিটার

(c) 80 লিটার

(d) 110 লিটার

Answer – (a) 100 লিটার

১৮) প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরের দু-প্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হয়। মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত?

(a) 128 টাকা

(b) 130 টাকা

(c) 131 টাকা

(d) 132 টাকা

Answer – (a) 128 টাকা

১৯) একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে। মোট কত ভোট পড়েছিল?

(a) 120

(b) 150

(c) 160

(d) 180

Answer – (b) 150

২০) একটি প্ল্যান্টের মূল্য বার্ষিক 10% হ্রাস পায়। যদি প্ল্যান্টটির বর্তমান মূল্য 1,00,000 টাকা হয়, তবে 2 বছর পর এর মূল্য কত হবে?

(a) 8,000 টাকা

(b) 10,000 টাকা

(c) 18,000 টাকা

(d) 81,000 টাকা

Answer – (d) 81,000 টাকা

Leave a Comment