WB Gram Panchayat Exam Practice Set 1 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১, বাছাই করা প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set
WB Gram Panchayat Exam Practice Set

WB Gram Panchayat Exam Practice Set 1 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১ (WB Gram Panchayat Exam Practice Set 1)

তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।

১) বাযুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস হলো-

[A] জলবিদ্যুৎ কেন্দ্র

[B] তাপ বিদ্যুৎ কেন্দ্র

[C] পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

[D] সৌর বিদ্যুৎ কেন্দ্র

Answer – তাপ বিদ্যুৎ কেন্দ্র

২) সিসটোসোমিয়াসিস রোগ ছড়ায়-

[A] মাছ

[B] শামুক

[C]কাঁকড়া

[D] কেঁচো

Answer – শামুক

৩) ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে-

[A] একক বিচারব্যবস্থা

[B] দ্বৈত বিচারব্যবস্থা

[C] বহুধা বিচারব্যবস্থা

[D] উপরের কোনোটিই নয়

Answer – একক বিচারব্যবস্থা

৪) মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা কত নং ধারায় বলা হয়েছে?

[A] 349 নং ধারা

[B] 350 নং ধারা

[C] 351 নং ধারা

[D] 352 নং ধারা

Answer – 350 নং ধারা

৫) তপশিলি জাতি এবং উপজাতি ছাত্র-ছাত্রীদের উন্নতমানের শিক্ষা প্রদানের জন্য ভারতবর্ষের কোন্ রাজ্যে ‘অন্বেষা প্রকল্প’ চালু করে?

[A] উত্তরপ্রদেশ

[B] ওড়িশা

[C] মহারাষ্ট্র

[D] বিহার

Answer – ওড়িশা

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন ⬇

West Bengal Gram Panchayat all Practice Set
West Bengal Gram Panchayat all Practice Set

৬) কী ধরনের কণাকে ‘বোসন’ বলা হয়?

[A] একশ্রেণির মৌলিক কণাকে

[B] একশ্রেণির যৌগিক কণাকে

[C] একশ্রেণির কৃত্রিম কণাকে

[D] একশ্রেণির জটিল কণাকে

Answer – একশ্রেণির মৌলিক কণাকে

৭) কোন্ ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়?

[A] নিয়মিত প্রতিফলন

[B] সুষম প্রতিফলন

[C] ব্যাপ্ত প্রতিফলন

[D] সমান্তরাল প্রতিফলিত রশ্মি

Answer – ব্যাপ্ত প্রতিফলন

৮) আলো কী ধরনের তরঙ্গ?

[A] বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ

[B] শব্দতরঙ্গ

[C] চৌম্বক তরঙ্গ

[D] যান্ত্রিক তরঙ্গ

Answer – বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ

৯) ক্যালশিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার হয়?

[A] খাদ্য সংরক্ষণের কাজে

[B] ফল পাকানোর জন্য

[C] দুধ, ফল, মাছ, মাংসের পচন রোধের জন্য

[D] ফল দীর্ঘদিন ধরে গাছে রাখার জন্য

Answer – ফল পাকানোর জন্য

১০) খাদ্য সংরক্ষক দ্রব্য বা Preservative কোনটি ?

[A] ফরমালিন

[B] ভিনিগার ও সোডিয়াম বেনজয়েট

[C] কাটলার

[D] ইথিলিন বা Ripening agent

Answer – ভিনিগার ও সোডিয়াম বেনজয়েট

১১) ‘My Music My life’ বইটি কার লেখা?

[A] পণ্ডিত রবিশংকর

[B] সত্যজিৎ রায়

[C] লতা মঙ্গেশকর

[D] আশা ভোঁসলে

Answer – পণ্ডিত রবিশংকর

১২) ‘কুম্বি’ কোন্ অঞ্চলের নৃত্য?

[A] গোয়া

[B] তামিলনাড়ু

[C] পাঞ্জাব

[D] তেলেঙ্গানা

Answer – গোয়া

WB Gram Panchayat Recruitment 2024: শূন্য পদ, বেতন, সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র, How to Apply বিস্তারিত! – এইখানে ক্লিক করুন

১৩) ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত?

[A] হায়দরাবাদ

[B] বেঙ্গালুরু

[C] আহমেদাবাদ

[D] পুনে

Answer – বেঙ্গালুরু

১৪) নীচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি?

[A] স্নানাগার

[B] শস্যাগার

[C] নগর-প্রাচীর

[D] মন্দির

Answer – মন্দির

১৫) ধুঁয়াধার জলপ্রপাত কোন্ নদীর গতিপথে দেখা যায়?

[A] ব্রহ্মপুত্র

[B] মন্দাকিনী

[C] নর্মদা

[D] সরাবতী

Answer – নর্মদা

Leave a Comment