WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 5 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫ (WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 5)
এক নজরেঃ
তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।
1. দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল কোন্ মেট্রো?
(a) কলকাতা
(c) মুম্বাই
(b) দিল্লি
(d) নাগপুর
Answer – (d) নাগপুর
2. নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোন্ দেশের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হল?
(a) ইরান
(b) আফগানিস্তান
(c) ইরাক
(d) মালদ্বীপ
Answer – (a) ইরান
3. হিন্দিতে ‘মানব শরীর রচনা বিজ্ঞান’ শিরোনামে মেডিকেল বই লিখলেন কে?
(a) সুরেশ পাল
(b) সত্যেন্দ্র মালিক
(c) সৌরভ সিং
(d) ড. এ কে দ্বিবেদী
Answer – (d) ড. এ কে দ্বিবেদী
4. ভারতের কোথায় প্রথম বর্জ্য থেকে হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপিত হবে?
(a) কলকাতা
(b) পুনে
(c) সুরাট
(d) আগ্রা
Answer – (b) পুনে
5. বালিপা নারায়ণ কোন্ ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
(a) ক্রিকেট
(b) সংগীত
(c) আইন
(d) কাবাডি
Answer – (b) সংগীত
6. নীচের কোনটি বায়ুমণ্ডলের স্তর নয়?
(a) ট্রপোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) এক্সোস্ফিয়ার
(b) লেনোস্ফিয়ার
Answer – (b) লেনোস্ফিয়ার
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓
7. নীচের কোন্টি ধোঁয়ায় সর্বাধিক পরিমাণে থাকে?
(a) CO
(b) CO₂
(c) NO2
(d) সূক্ষ্ম কণা
Answer – (d) সূক্ষ্ম কণা
8. ‘অস্পৃশ্যতা (অপরাধ) আইন’ কবে পাস হয়?
(a) 1951 খ্রিস্টাব্দে
(b) 1952 খ্রিস্টাব্দে
(c) 1954 খ্রিস্টাব্দে
(d) 1955 খ্রিস্টাব্দে
Answer – (d) 1955 খ্রিস্টাব্দে
9. রাজ্যসভার সভ্যদের মেয়াদ কত বছর?
(a) ছয় বছর
(b) পাঁচ বছর
(c) তিন বছর
(d) কোনোটিই নয়
Answer – (a) ছয় বছর
10. কোন্ ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়?
(a) 1 টাকা
(b) 2000 টাকা
(c) 500 টাকা
(d) 100 টাকা
Answer – 1 টাকা
11. ‘Interpreter of Maladies’ বইটি কার লেখা?
(a) ঝুম্পা লাহিড়ী
(b) খুশবন্ত সিং
(c) নটবর সিং
(d) সঞ্জয় বাবু
Answer – (a) ঝুম্পা লাহিড়ী
12. ‘বিহু’ কোন্ অঞ্চলের নৃত্য?
(a) অসম
(b) ত্রিপুরা
(c) ওড়িশা
(d) পশ্চিমবঙ্গ
Answer – (a) অসম
13. নিম্নের কোন্ ব্যক্তিকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়?
(a) ধর্মপাল
(b) দেবপাল
(c) রামপাল
(d) প্রথম মহীপাল
Answer – (d) প্রথম মহীপাল
14. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
(a) পৃথ্বীরাজ চৌহান
(b) কুতুবউদ্দিন আইবক
(c) জয়চাঁদ
(d) কেউই নয়
Answer – (d) কেউই নয়
15. নীচের কোন্ নেতা স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না?
(a) চিত্তরঞ্জন দাশ
(b) মতিলাল নেহরু
(c) লালা রাজপত রায়
(d) চক্রবর্তী রাজাগোপালাচারী
Answer – (d) চক্রবর্তী রাজাগোপালাচারী
16. ‘ওঙ্গি’ উপজাতি গোষ্ঠী ভারতে কোথায় দেখা যায়?
(a) আন্দামান-নিকোবর দ্বীপ
(b) মধ্যপ্রদেশ
(c) নাগাল্যান্ড
(d) লাক্ষাদ্বীপ
Answer – (a) আন্দামান-নিকোবর দ্বীপ
17. ভারতে আমদানি বাণিজ্যে কোন্ বন্দরের স্থান প্রথম?
(a) চেন্নাই
(b) মুম্বাই
(c) কলকাতা
(d) হলদিয়া
Answer –
18. রাজা, রোরার (Roarar), রকেট (Rocket) ও রানি-এই চারটি নাম কীসের সঙ্গে যুক্ত?
(a) যোগ জলপ্রপাত
(b) সিয়াচেন হিমবাহ
(c) গঙ্গানদীর পার্বত্য প্রবাহ
(d) কালবৈশাখী
Answer – (a) যোগ জলপ্রপাত
19. নিম্নলিখিত কোন্ কমিশনের সাংবিধানিক ভিত্তি নেই?
(a) অর্থ কমিশন
(b) পরিকল্পনা কমিশন
(c) UPSC
(d) পরিসংখ্যা কমিশন
Answer – (b) পরিকল্পনা কমিশন
20. মূল সংবিধানে ক-টি মৌলিক অধিকার ছিল?
(a) 5টি
(b) 6টি
(c) 7টি
(d) ৪টি
Answer – (c) 7টি
21. 2017 খ্রিস্টাব্দে ভারত সরকার নীচের কোন্ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে মহারত্ন কোম্পানি মর্যাদা দিয়েছে?
(a) ONGC
(b) NTPC
(c) BPCL
(d) SOIL
Answer – (c) BPCL