WB Madhyamik Result 2023: ২০২৩ সালের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষার ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ বসু জানিয়ে দিয়েছেন যে আগামী 19 ই মে শুক্রবার প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
এবছর পাশের হার অন্যান্য বছরের তুলনায় বাড়বে বলে খবর। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা খারাপ হলেও পরীক্ষার্থীদের চিন্তার কোন কারণ নেই। এবার মাধ্যমিকে বেশিরভাগ ছাত্রছাত্রীকে পাস করানোর জন্য নবান্নের তরফে সরকারি নোটিশ পর্যন্ত শিক্ষা পরিষদের কাছে পৌঁছে গিয়েছে বলে খবর। মাধ্যমিক পরীক্ষার ফলাফল, WBBSE এর 10ম পরীক্ষার ফলাফলের তারিখ, আপডেট, মার্কসিট এবং অন্যান্য বিবরণ রইলো আজকের প্রতিবেদনে।
WB Madhyamik Result 2023:
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) তাদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ WBBSE-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2023 ঘোষণা করবে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2023 সালের 19 মে ঘোষণা করবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিকের 10ম শ্রেণীর ফলাফল জানতে চায় তারা সর্বশেষ আপডেট পেতে নিয়মিত এই ওয়েবসাইট এ চোখ রাখতে পারে। প্রতি বছর WBBSE দ্বারা পরিচালিত WB মাধ্যমিক পরীক্ষায় 10 লাখেরও বেশি শিক্ষার্থী উপস্থিত হয়। wbresults.nic.in এই ওয়েবসাইটএ গিয়ে WBBSE রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করলে খুব সহজেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
[উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023, HS Result 2023 : WBCHSE Notice]
WBBSE Madhyamik Result 2023:
এবছরের অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল wbresult.nic.in-এ গিয়ে দেখতে পারবে। উল্লেখ্য, WBBSE এর মাধ্যমিক পরীক্ষা ২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৪ঠা মার্চ ২০২৩ পর্যন্ত হয়েছিল। এখন রেজাল্ট আউটের পালা। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তাদের রোল নাম্বার এবং জন্মতারিখ ইনপুট করলে তারা তাদের মার্কশিট দেখতে পাবে, যেখানে তাদের প্রতি সাবজেক্টে প্রাপ্ত নম্বর এবং গ্রেড গুলি দেওয়া থাকবে। যদিও পরবর্তী ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদেরকে আসল মার্কশিট পাস সার্টিফিকেট গুলি তাদের নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করে নিতে হবে। আবার যে সমস্ত ছাত্র-ছাত্রীরা একটি বা দুটি বিষয় ন্যূনতম নম্বর পেতে পারেনি তাদের জন্য আবার কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি থাকে এবং যে সমস্ত ছাত্ররা তাদের উত্তরগুলি পুনরায় পরীক্ষা করতে চায় তারা পুনরায় মূল্যায়নের জন্য তাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
WBBSE 10th Result 2023
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যখন মাধ্যমিক পরীক্ষার ফল ২০২৩ ঘোষণা করা হবে, তখন সেই অনলাইন মোড বা সরকারি লিংক আমরা আমাদের ওয়েবসাইটে তৎক্ষণাৎ শেয়ার করব। সেখান থেকে ছাত্রছাত্রীরা ডাইরেক্ট তাদের রেজাল্ট দেখে নিতে পারবে। তবে এস.এম.এস এর মাধ্যমেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে বলে খবর আছে। নিচের সারণীতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরা হলো
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) |
পরীক্ষার নাম | মাধ্যমিক পরীক্ষা |
WB মাধ্যমিক ফলাফল 2023 | 2023 সালের 19 মে ঘোষণা করা হবে |
WB মাধ্যমিক পরীক্ষার তারিখ 2023 | 23 ফেব্রুয়ারি থেকে 04 মার্চ 2023 |
Required Credentials | Roll, number, Date of Birth |
Official Website | wbresults.nic.in, wbbse.org |
WB Madhyamik Result 2023 link
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩ এখনো প্রকাশিত হয়নি, তবে এই ফলাফল ২০২৩ সালের ১9ই মে প্রকাশিত হবে বলে জানিয়েছেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরাসরি রেজাল্ট দেখার জন্য পেজটি অ্যাক্সেস করে নিচে দেওয়া লিঙ্কটি নিয়মিত পরীক্ষা করা যেতে পারে। যদিও লিংকটি এখনো নিষ্ক্রিয় রয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল প্রকাশ করলে এই লিংকটি সক্রিয় হয়ে যাবে। তখন এই লিংকটিতে ক্লিক করে জন্ম তারিখ এবং রোল নাম্বার সাবমিট করলে রেজাল্ট দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর মধ্যশিক্ষা পর্ষদ ২৩ জুন ২০২২ এ ফলাফল ঘোষণা করেছিল।
Steps to check WB Madhyamik Result 2023
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩ জানার জন্য শিক্ষার্থীরা sms সুবিধার মাধ্যমে অফলাইন মোডেও ফলাফল জানতে পারবে। WBBSE 10th Result 2023 জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিচে উল্লেখিত প্রসেস গুলি অনুসরণ করতে হবে।
- অফিসিয়াল পোর্টাল wbresults.nic.in বা wbbse.org তে ভিজিট করতে হবে।
- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত ‘মাধ্যমিক ফলাফল ২০২৩’ এই অপশনটিতে ক্লিক করতে হবে।
- নিজের নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করতে হবে।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর মাধ্যমিক পরীক্ষা ২০২৩ সালের ফলাফল চোখের সামনে দেখতে পাওয়া যাবে। যেটার একটা স্ক্রীনশর্ট নিয়ে রাখলে ভালো হয় ভবিষ্যৎ সংরক্ষণের জন্য। যদিও স্কুলে গিয়ে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট পরবর্তী ক্ষেত্রে নিয়ে নিতে হবে।
WB Madhyamik Result 2023 via SMS
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩ শিক্ষার্থীরা এসএমএস সুবিধার মাধ্যমে অফলাইন মোডে খুব সহজেই জানতে পারে। কারণ অনলাইন ওয়েবসাইটে সার্ভার ধীর গতির হয়ে যেতে পারে। যেহেতু সেখানে নির্দিষ্ট সময়ে লক্ষ লক্ষ মানুষ এই সাইটটিতে ভিজিট করে। সেই কারণে এই ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীরা তাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল চেক করতে প্রদত্ত উপায়ে এসএমএস টাইপ করে পাঠাতে পারবে।
- এইভাবে এসএমএস টাইপ করতে হবে WB 10<space>roll number
- এরপর সেটি পাঠিয়ে দিতে হবে 56070 / 56263 নম্বরে।
- WBBSE বিশদভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল সহ প্রার্থীর স্কোর কার্ড সংশ্লিষ্ট মোবাইল নম্বরে পাঠিয়ে দেবে।
Details Mentioned on WB Madhyamik Result 2023
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩ এ প্রাপ্ত স্কোর কার্ডে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ থাকবে। শিক্ষার্থীদের এই বিষয়গুলি সঠিক কিনা তা তৎক্ষণাৎ নিশ্চিত করে নিতে হবে। যদি কোন অসঙ্গতি দেখতে পাওয়া যায় সে ক্ষেত্রে তাদের স্কুলের সাহায্য নিয়ে অবিলম্বে বোর্ডের উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানাতে হবে। স্কোরকার্ডে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ থাকবে সেগুলি নিম্নে দেওয়া হলো:
- Candidate’s name.
- Roll number.
- Subject-wise marks obtained.
- Overall marks.
- Division obtained.
- Qualifying status.
WB Madhyamik Result 2023 Marksheet
শিক্ষার্থী অনলাইনে যে মার্কসিট ডাউনলোড করবে তাতে কোন অসংগতি থাকলে তা ঠিক করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও স্কুল সমস্ত প্রার্থীদের মূল মার্কশিট জারি করবে। তখনো মার্কশিটে প্রতিটা বিষয়ে নম্বর, গ্রেড ,এবং মোট নম্বর, রোল নম্বর, নাম সবকিছু দেখে নিতে হবে। এসবের একটি ধারণা নিচে বর্ণনা করা হলো।
Marks Range | Remarks | Grade |
---|---|---|
90-100 | Outstanding | AA |
80-89 | Excellent | A+ |
60-79 | Very Good | A |
45-59 | Good | B+ |
35-44 | Satisfactory | B |
25-34 | Marginal | C |
Below 25 | Disqualified | D |
WB Madhyamik Passing marks 2023
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এ উত্তীর্ণ হতে গেলে বা যোগ্যতা মান অর্জনের জন্য সমস্ত ছাত্র-ছাত্রীদের কে প্রতিটি বিষয়ে কমপক্ষে 25% নম্বর এবং মোট 25% নম্বর অর্জন করতেই হবে।
ফলাফলের পুনর্মূল্যায়ন (WB Madhyamik Result 2023)
যদি কোন পরীক্ষার্থী তাদের প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না হয় তাহলে সেই পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারে। WBBSE বোর্ড পুনরায় এই মূল্যায়নের ব্যবস্থা করে থাকে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩ -এর পরে অনলাইনে পুনরায় পুনর্মূল্যায়নের ফর্ম wbresults.nic.in এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল থেকে এই ফর্মটি পূরণ করতে পারবে এবং ফর্মে উল্লেখিত শেষ তারিখের আগে প্রয়োজনীয় পরিমাণ ফি প্রদান করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে সেটি জমা দিতে পারবে। পুনর্মূল্যায়নের ফলাফল জুন ২০২৩ এ আবার ঘোষণা করা হবে।
প্রত্যেক পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল, সকলের ফলাফল ভালো হোক এই কামনা করি।
FAQs,
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফল কখন প্রকাশ হবে?
রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন যে মে মাসের ১৯ তারিখে এই ফল প্রকাশ করা হবে।
কিভাবে মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফল জানা যাবে?
মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফল wbresults.nic.in এই ওয়েবসাইটটি থেকে জানা যাবে। এছাড়াও S.M.S এর মাধ্যমেও ফলাফল জানা যাবে।
কত পারসেন্ট নাম্বার পেলে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়?
সবচেয়ে কম প্রতি বিষয়ে 25% এবং সমস্ত বিষয়ে মিলে 25% নাম্বার পেলে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়।
WBBSE এর ফুল ফর্ম কি?
WBBSE এর full form হল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।