WBPSC Food SI Practice Set 09: বেশ কিছুদিন আগে সারা রাজ্যজুড়ে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করার জন্য (WBPSC Food SI বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর Food SI পদের চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই তোমাদের প্রস্তুতি যাতে আরো একধাপ আগিয়ে থাকে সেজন্য আমরা বিগত বছর গুলির কোশ্চেনের ধরন বিচার বিবেচনা করে G.K বিভাগ থেকে 10টি প্রশ্নের একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি যেটি বিনামূল্যে আজকের এই প্রতিবেদনে দিয়ে দেওয়া হচ্ছে।
WBPSC Food SI Practice Set 09: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
আমরা প্রতিদিনই একটি করে প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করছি। আজকের ফুড সাব-ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে মোট ১০টি প্রশ্ন রয়েছে যেটি G.K বিভাগ থেকে নেওয়া হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেট নেওয়ার জন্য এবং ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন রকম টিপস, মক টেস্ট এবং অন্যান্য বিষয় জানতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। চলুন শুরু করা যাক।
1. My country My Life’ বইটি কার লেখা?
(a) জে জে কৃষণ
(b) সালমান রুশদি
(c) এনডি মারিনো
(d) লালকৃষ্ণ আদবানি
Answer: লালকৃষ্ণ আদবানি
2. ‘ঝুমুৱ’ কোন্ অঞ্চলের নৃত্য?
(a) পশ্চিমবঙ্গ
(b) হরিয়ানা
(c) পাঞ্জাব
(d) তেলেঙ্গানা
Answer: পশ্চিমবঙ্গ
3. ‘My Unforgettable Memories’ বইটি কার লেখা
(a) খুরশিদ এম কসৌরি
(b) মমতা ব্যানার্জী
(c) নরেন্দ্র মোদী
(d) রাসকিন বন্ড
Answer: মমতা ব্যানার্জী
4. ভারতীয় পুরাণের সংখ্যা কতগুলি?
(a) 10
(b) 12
(c) 15
(d) 18
Answer: 18
5. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িকে কী বলে?
(a) ধ্রিয়ান
(b) কয়াল
(c) ধান্দ
(d) টেরিস
Answer: ধ্রিয়ান
6. নীলবিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা হলেন—
(a) তিতুমীর
(b) রফিক মণ্ডল
(c) হাজি সারিয়াতুল্লাহ
(d) দুদু মিয়াঁ
Answer: দুদু মিয়াঁ
7. জিজিয়া কী?
(a) বাণিজ্য কর
(b) অমুসলমানদের উপর ধার্য ভূমিকর
(c) উৎসব কর
(d) অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
Answer: অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
8. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন্ নদীর তীরে দেখতে পাওয়া যায়?
(a) তুঙ্গভদ্রা
(b) মিসিসিপি
(c) গোদাবরী
(d) মহানদী
Answer: তুঙ্গভদ্রা
9. কোন শহরকে ‘ভারতের রোম’ বলা হয়?
(a) জয়পুর
(b) আগ্রা
(c) ম্যাঙ্গালোর
(d) হায়দরাবাদ
Answer: ম্যাঙ্গালোর
10. লক্ষ্মণ সেন কোন্ ধর্মে বিশ্বাসী ছিলেন?
(a) শৈব
(b) বৈষ্ণব
(c) জৈন
(d) বৌদ্ধ
Answer: বৈষ্ণব
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৬ (Click here)