WBPSC Food SI Practice Set 10: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০

WBPSC Food SI Practice Set 10
WBPSC Food SI Practice Set 10

‘Education বাংলা’ তে সকলকে অভিনন্দন। আজকের প্রতিবেদনে ফুড এস.আই (Food SI) পদের চাকরি প্রার্থীদের জন্য WBPSC Food SI Practice Set 10 থাকছে। আজকের প্র্যাকটিস সেট এর মধ্যে G.K বিভাগ থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন থাকছে। এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি, বিগত বছরগুলিতে Food SI পদের পরীক্ষার জন্য যে লিখিত পরীক্ষা হয়ে এসেছে, সেইসব প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা চটপট এই প্র্যাকটিস সেট গুলি কে অভ্যাস করে নিন। তাহলে অবশ্যই এই পদের পরীক্ষার দেয়ার জন্য আপনি কয়েক ধাপ এগিয়ে থাকবেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

WBPSC Food SI Practice Set 10- ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০

আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করে চলেছি। আজকের প্রতিবেদনে G.K বিভাগ থেকে 10 টি প্রশ্ন এবং তার সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেট গুলি যথাসময়ে পাওয়ার জন্য এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন রকম টিপস, মকটেস্ট এবং অন্যান্য বিষয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবেন না। চলুন শুরু করা যাক।

1. ‘টিপ্পানি’ কোন্ অঞ্চলের নৃত্য?

(a) গুজরাত

(b) মহারাষ্ট্র

(c) পাঞ্জাব

(d) দিল্লি

Answer: গুজরাত

2. হায়দরাবাদ শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত?

(a) মুসী

(b) যমুনা

(c) গঙ্গা

(d) কৃয়া

Answer: মুসী

3. সিন্ধু সভ্যতা একটি—

(a) নিওলিথিক সভ্যতা

(b) মেসোলিথিক সভ্যতা

(c) চালকোলিথিক সভ্যতা

(d) প্যালিওলিথিক সভ্যতা

Answer: চালকোলিথিক সভ্যতা

WBPSC Food SI Math. Practice Set pdf 3 ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

4. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

(a) আনাইমুদি

(b) দোদাবেতা

(c) কলসুবাই

(d) মাকুরতি

Answer: আনাইমুদি

5. কে ‘ইয়ামিন-উদ-দৌলা’ উপাধিতে ভূষিত হন?

(a) ইলতুৎমিস

(b) কুতুবুদ্দিন আইবক

(c) সুলতান মামুদ

(d) মহম্মদ ঘুরি

Answer: সুলতান মামুদ

6. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে কোন্ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল?

(a) অসহযোগ আন্দোলন

(b) রাওলাট আইন প্রবর্তন

(c) সাম্প্রদায়িক সমর্থন

(d) সাইমন কমিশনের আগমন

Answer: রাওলাট আইন প্রবর্তন

7. ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় দেখা যায়?

(a) জয়শলমীর

(b) মাউন্ট আবু

(c) ইটানগর

(d) লে

Answer: লে

8. গান্ধিনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

(a) নর্মদা

(b) তাপ্তী

(c) লুনি

(d) সবরমতী

Answer: সবরমতী

9. সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কী?

(a) রোপার

(b) লোথাল

(c) কালিবঙ্গান

(d) হরপ্পা

Answer: লোথাল

10. বায়ুর মধ্যে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটি হল—

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) নাইট্রোজেন

(d) আর্গন

Answer: নাইট্রোজেন