নির্ধারিত সময়ের মধ্যেই চাঁদের বুকে অবতরণ করল চন্দ্রযান ৩। সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি করল ISRO।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত। সফলভাবে চাঁদের বুকে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম।
বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চন্দ্রযান ৩ চাঁদের বুকে নামবে বলে আগেই ঘোষণা করেছিল ISRO। প্রসঙ্গত, এদিন ৫টা ৪৭ মিনিটে শুরু হয় কাউন্টডাউন। শেষ ১৫ মিনিট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও সসম্মানেই তা উতরে যায় চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম।
ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ জানান, গতি কমিয়ে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান ৩। ওই সময়ই নির্ধারিত সময়ের কয়েক সেকেন্ড আগে যে নভোযানটি চাঁদের বুকে নেমেছে, তা স্পষ্ট করে দেন তিনি।
চাঁদের দক্ষিণ মেরু এখনও মানুষের কাছে অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ এখনও সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস।
রোভারের সঙ্গে আছে একাধিক স্বয়ংক্রিয় হাই ডেফিনেশন ক্যামেরা। চাঁদের মাটিতে 14 দিন ধরে অনুসন্ধান চালাবে সে। তার সঙ্গে সঙ্গে এই প্রজ্ঞানী চাঁদের মাটিতে ভারতের জাতীয় পতাকা ইসরোর লোগো এবং অশোক স্তম্ভের ছবি এঁকে দেবে। তারপর সবকিছু পাঠিয়ে দেবে লন্ডার বিক্রমকে। আর সেই বিক্রম সবকিছু পাঠিয়ে দেবে পৃথিবীতে ইসরোর কন্ট্রোলরুমে।
চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত। আগে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চিন। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ইসরো। একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে চাঁদে নামবে রোভার। ইসরোর খোঁজ রয়েছে একাধিক প্রশ্নের।
ISRO জানিয়েছে, ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ধীরে ধীরে ভাসতে ভাসতে চাঁদের বুকে নেমে আসে ল্যান্ডার বিক্রম। এর জন্য সময় লেগেছে মাত্র ১৯ মিনিট। এই সময়ের মধ্যে প্রতি ধাপে এর গতি কমানো হয়েছে বলে জানা গিয়েছে। চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রমের পেটের মধ্যে রয়েছে রোভার প্রজ্ঞান।
রোভারটি মোট ১৪ দিন চাঁদে থাকবে বলে জানিয়েছে ISRO। উল্লেখ্য, রোভারটিতে রয়েছে প্রচুর সেন্সার ও ক্যামেরা। যা চন্দ্র পৃষ্ঠের বিভিন্ন ছবি তুলে পাঠাবে। করবে গবেষণা মূলক কাজও।
২০১৯-এ চন্দ্রযান ২-কে চাঁদের দক্ষিণ মেরুতে নামানোর চেষ্টা করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু আড়াই কিলোমিটার উপর থেকে ভেঙে পড়ে সেটি। এবার আর কোনও ভুল করেননি ISRO-র বিজ্ঞানীরা। “ব্যর্থতা থেকে শিখে সংকল্প নিয়েছিলাম। যা আমাদের সাফল্য এনে দিয়েছে।” ল্যান্ডার বিক্রমের অবতরণের পর বলেন প্রধানমন্ত্রী মোদী।