West Bengal Primary Tet Questions and Answers 2023: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর

West Bengal Primary Tet Questions and Answers 2023
West Bengal Primary Tet Questions and Answers 2023

West Bengal Primary Tet Questions and Answers 2023: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর। পরিবেশ বিজ্ঞান থেকে প্রশ্ন আসে সাধারণত 30টি ,আজকের এই প্রতিবেদনে আমরা পরিবেশ বিজ্ঞানের পরিবেশ, সম্পদ, ও শক্তি (Environment, Resource, Energy) বিভাগ থেকে 63 টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

পরিবেশ হলো সম্পদের ধারক ও বাহক। শক্তি ও এক ধরনের সম্পদ। জল মাটির লোহা কয়লা গ্যাস প্রভৃতি প্রাকৃতিক সম্পদ পরিবেশের মধ্যে দীর্ঘকাল ধরে প্রচুর পরিমাণে জমা হয়ে রয়েছে। মানুষ তার জ্ঞান বুদ্ধি চাহিদা ও পরিশ্রম দিয়ে সেই সব সম্পদগুলিকে আহরণ করে নিজের আর্থসামাজিক প্রয়োজন মেটাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি (পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর) শুরু করা যাক।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর ( West Bengal Primary Tet Questions and Answers 2023 )

১. ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ দাও।

কয়লা, খনিজ তেল, আকরিক লোহা ইত্যাদি

২. পুনর্ভব বা পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও।

সৌরশক্তি, বায়ু বা বাতাস, জল ইত্যাদি

৩. আঞ্চলিক সম্পদের উদাহরণ দাও।

কয়লা, আকরিক লোহা, খনিজ তেল ইত্যাদি

৪. যে সম্পদ সর্বত্র পাওয়া যায় বা সর্বব্যাপ্ত সম্পদের উদাহরণ দাও।

সৌরশক্তি, জল, বাতাস ইত্যাদি

৫. কয়লা ও খনিজ তেলের মূল সমস্যা কোথায়?

এরা অফুরন্ত নয়

৬. অচিরাচরিত শক্তির উদাহরণ দাও।

সৌরশক্তি, বাতাসের শক্তি বা বাতশক্তি, জোয়ার-ভাটার শক্তি ইত্যাদি

৭. জৈব গ্যাস উৎপাদনের কাঁচামালগুলি কি কি?

গোবর, জীবজন্তুর মলমূত্র, শাকসব্জির খোসা ইত্যাদি

৮. আণবিক শক্তি উৎপাদনের মূল সমস্যা কি?

প্রচুর খরচ, অতি উন্নত কারিগরী দক্ষতা ও দূষণের সমস্যা

৯. সোলার কুকার কি কাজে লাগে?

রান্না করা, জল গরম করা

১০. পেট্রলের বিকল্প জ্বালানি কোথা থেকে পাওয়া যেতে পারে?

অয়েল শেল, টারস্যান্ড, ইথাইল অ্যালকোহল বা ইথানল থেকে

১১. প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

পরিবেশ থেকে যে সম্পদ পাওয়া যায়, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন— সূর্যকিরণ, খনিজ দ্রব্য ইত্যাদি

১২. মানবিক সম্পদ কাকে বলে?

মানুষ যখন সম্পদ সৃষ্টির উপাদান, তখন সেই মানুষকে মানবিক সম্পদ বলে। যেমন— কৃষক, খনি শ্রমিক, ডাক্তার ইত্যাদি

১৩. সাংস্কৃতিক সম্পদ কাকে বলে?

মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, নৈপুণ্য প্রভৃতি যখন সম্পদ সৃষ্টি করতে সাহায্য করে, তখন তাকে সাংস্কৃতিক সম্পদ বলে। যেমন— শিল্প, প্রযুক্তি ইত্যাদি

১৪. গচ্ছিত সম্পদ কাকে বলে?

যে সম্পদের পরিমাণ প্রকৃতি নিজেই সীমিত করে রেখেছে, যাকে মানুষ ইচ্ছে করলেও বাড়াতে পারে না, তাকে গচ্ছিত সম্পদ বলে। যেমন— কয়লা, খনিজ তেল ইত্যাদি

১৫. প্রবাহমান সম্পদ কাকে বলে?

যে সমস্ত সম্পদকে বার বার ব্যবহার করেও নিঃশেষ করা যায় না, তাকে প্রবাহমান সম্পদ বলে। যেমন – সূর্যালোক, বাতাস ইত্যাদি

১৬. জৈব সম্পদ কাকে বলে?

পরিবেশের দৃষ্টিকোণ থেকে পরিবেশে অবস্থানকারী প্রাণী, উদ্ভিদ ও জীবাণুসমূহকে জৈব সম্পদ বলে। জৈব সম্পদকে জৈব উপকরণও বলা হয়। ভৌগোলিক বিশ্লেষণ অনুসারে মানুষের কাজের কাঠ, মাছ, দুধ, পশম ইত্যাদি

১৭. সামাজিক সম্পদ কাকে বলে?

সমাজের মঙ্গলের জন্য সমাজের অধীন সম্পদগুলিকে সামাজিক সম্পদ বলে। যেমন- বিদ্যালয়, পাঠাগার, হাসপাতাল ইত্যাদি

১৮. জাতীয় সম্পদ কাকে বলে?

রাষ্ট্রের মালিকানাধীন সম্পদকে জাতীয় সম্পদ বলে। যেমনকাঠ, স্বর্ণখনি, তৈলক্ষেত্র, রেলপথ ইত্যাদি

১৯. অপুনর্ভব সম্পদ কাকে বলে?

প্রকৃতির দেওয়া যে সম্পদকে ব্যবহার করার পরে ঠিক সেইভাবে সেই পরিমাণে পরিবেশের মধ্যে আর ফিরিয়ে দেওয়া যায় না, তাকে অপুনৰ্ভৰ সম্পদ বলে। যেমন- কয়লা, খনিজ তেল ইত্যাদি

২০. ভারতের কোন অংশ সৌরশক্তি আহরণের জন্য সবচেয়ে উপযুক্ত?

উত্তর-পশ্চিম ভারত] ২১. জীবাশ্ম জ্বালানির দু’টি উদাহরণ দাও। [কয়লা, খনিজ তেল

২২. দূষণমুক্ত দু’টি শক্তির উদাহরণ দাও।

সৌর শক্তি, বায়ু শক্তি

২৩. পশ্চিমবঙ্গের দু’টি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও।

ব্যাণ্ডেল, সাঁওতালদি

২৪. পশ্চিমবঙ্গের দু’টি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও।

কালিম্পং, বালুরঘাট

২৫. পশ্চিমবঙ্গের দু’টি গ্যাস টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও।

মেজিয়া, বজবজ

২৬. পশ্চিমবঙ্গের দু’টি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

জলঢাকা, ম্যাসানজোর

২৭. ভারতের দু’টি কয়লাক্ষেত্রের উদাহরণ দাও।

রানীগঞ্জ, ঝরিয়া

২৮. ভারতের কোথায় মহীসোপান অঞ্চল থেকে খনিজতেল আহরণ করা হয়?

বোম্বে হাই

২৯. উত্তর-পূর্ব ভারতের দু’টি তৈলক্ষেত্রের উদাহরণ দাও।

ডিগবয়, নাহারকাটিয়া

৩০. পশ্চিম ভারতের দু’টি তৈলক্ষেত্রের উদাহরণ দাও।

আংক্লেশ্বর, কালোল

৩১. ভারতের দু’টি তৈল শোধনাগারের উদাহরণ দাও।

বঙ্গাইগাঁও, ট্রম্বে

৩২. পূর্ব ভারতের দু’টি জলবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও।

মাইথন, হীরাকুঁদ

৩৩. ভারতের পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের দু’টি কেন্দ্রের উদাহরণ দাও।

তারাপুর, রাণা প্রতাপ সাগর

৩৪. সৌরতাপ শক্তির কয়েকটি ব্যবহারের উদাহরণ দাও।

সৌর কুকার, সৌর তাপন যন্ত্র, সৌর আলোক কোষ

৩৫. দু’টি প্রচলিত শক্তির উৎসের নাম লেখ।

(ক) কয়লা ও খনিজ তেল ব্যবহার করে তাপ বিদ্যুৎ; (খ) জলবিদ্যুৎ

৩৬. দু’টি জৈব সম্পদের উদাহরণ দাও।

(ক) বন সম্পদ কাঠ, কন্দ, ফলমূল; (খ) জ্বালানি সম্পদ – কয়লা, খনিজ তেল

৩৭. প্রকৃতিতে কি কি ধরনের কয়লা পাওয়া যায়?

অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট

৩৮. পারমাণবিক শক্তি উৎপাদনের পদ্ধতিটির নাম কি?

পরমাণু বিভাজন

৩৯. ভূ-পৃষ্ঠে যে. পরিমাণ সৌর শক্তি এসে পৌঁছায়, তার গড় পরিমাণ কত?

০.৯ কিলোওয়াট/বর্গমিটার

৪০. বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে হলে বায়ুর ন্যূনতম গতি কত হওয়া দরকার?

প্রতি ঘন্টায় ২০ কিমি.

সঠিক উত্তরটি নির্বাচন কর (West Bengal Primary Tet Questions and Answers 2023):

১. মোটর গাড়িতে শতকরা ৬-৮ ভাগ জ্বালানি সাশ্রয় করতে হলে – রোজ গাড়ি চালান বন্ধ করতে হবে / বাসে ট্রামে যাতায়াত করতে হবে / গাড়িতে ইস্পাতের বদলে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও ফাইবার গ্লাস ব্যবহার করতে হবে / কোনটিই ঠিক নয়

গাড়িতে ইস্পাতের বদলে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও ফাইবার গ্লাস ব্যবহার করতে হবে

২. কম খরচে জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়াতে হলে— প্রচুর ছোট বাঁধ ও জলাধার নির্মাণ করতে হবে / বড় বড় বাঁধ নির্মাণ করতে হবে / উচ্চক্ষমতা সম্পন্ন অনেক জেনারেটর বসাতে হবে / কোনটিই ঠিক নয়

প্রচুর ছোট বাঁধ ও জলাধার নির্মাণ করতে হবে

৩. আলো ব্যবহার করার ক্ষেত্রে শক্তি সংরক্ষণ করতে হলে- ভাল ফ্লুরোসেন্ট বাল্ব ব্যবহার করতে হবে / তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ও তাড়াতাড়ি শুতে যেতে হবে/ যখন তখন আলো জ্বালান চলবে না / কোনটিই ঠিক নয়

ভাল ফ্লুরোসেন্ট বাল্ব ব্যবহার করতে হবে

৪. ভারতে গবাদি পশুর মল থেকে প্রায় যত লক্ষ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনা আছে – ২.৩ লক্ষ / ৩.২ লক্ষ / ৪.৩ লক্ষ / ৩.৪ লক্ষ

২·৩ লক্ষ

৫. জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোন কাজে লাগে না অর্থাৎ নষ্ট হয়— ৯০%/ ৮০% / ৭০% / ৬০%

৯০%

৬. শক্তির উৎস হিসেবে ভারতে কয়লার ব্যবহার শতকরা— ৮৫ ভাগ / ৭৫ ভাগ / ৬৫ ভাগ / ৫৫ ভাগ

৫৫ ভাগ

৭. শক্তির উৎস হিসেবে ভারতে খনিজ তেলের ব্যবহার শতকরা- ২১ ভাগ / ৩১ ভাগ /৫১ ভাগ / ৪১ভাগ

৩১ ভাগ

৮. শক্তির উৎস হিসেবে ভারতে জলশক্তির ব্যবহার শতকরা ৫ ভাগ / ১০ ভাগ / ১৫ ভাগ / ২০ভাগ

৫ ভাগ

৯. শক্তির উৎস হিসেবে ভারতে পারমাণবিক শক্তির ব্যবহার শতকরা— ০.১ ভাগ / ১.০ ভাগ / ১০ ভাগ/ কোনটিই ঠিক নয়

১.০ ভাগ

১০. বিশ্বে উৎপাদিত মোট শক্তির যত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়— ৮০% / ৭০% /৬০%/ ৫০%

৮০%

১১. ১৯০০–২০০০ সালের মধ্যে বিশ্বে শক্তির চাহিদা বেড়েছে প্রায় – ৪ গুণ / ১৪ গুণ / ২৪ গুণ / ৪০ গুণ

৪ গুণ

১২. হাল্কা জ্বলনশীল গ্যাস— মার্শ গ্যাস / কার্বন ডাই-অক্সাইড / নাইট্রোজেন / কোনটিই ঠিক নয়

➥ মার্শ গ্যাস

১৩. বর্তমানে ভারতে সমস্ত ক্ষেত্র থেকে উৎপাদিত শক্তির মোট পরিমাণ— ১:১৮ লক্ষ মেগাওয়াট / ২.১৮ লক্ষ মেগাওয়াট / ৩-১৮ লক্ষ মেগাওয়াট / ৪.১৮ লক্ষ মেগাওয়াট

১.১৮ লক্ষ মেগাওয়াট

১৪. NTPC-র পুরো নাম— ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড / ন্যাশনাল থার্মাল পাওয়ার কমিশন / ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি / ন্যাশনাল থার্মো প্রজেক্ট কর্পোরেশন

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড

১৫. NHPC-র পুরো নাম— ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড / ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড / ন্যাশনাল হোম পাওয়ার কর্পোরেশন / ন্যাশনাল হাইজেনিক পাওয়ার কর্পোরেশন

ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড

১৬. MNES-র পুরো নাম— মিনিস্ট্রি অব নন-কনভেনশনাল এনার্জি সোর্সেস / মিনিস্ট্রি অব নন-রিন্যুয়েল এনার্জি সোর্সেস / মিনিস্ট্রি অব নিও এনার্জি সোর্সেস / মিনিস্ট্রি অব নিউ এনার্জি সোর্সেস

মিনিস্ট্রি অব নন-কনভেনশনাল এনার্জি সোর্সেস

১৭. পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদকে জনপ্রিয় ও বাজারজাত করার জন্য সরকারি উদ্যোগে ভারতের বড় শহর ও নগরে স্থাপন করা হয়েছে— আদিত্য সোলার শপ / আধুনিক সৌর স্টুডিও / অল ইন্ডিয়া সোলার শপ / অল ইন্ডিয়া সোলার স্টুডিও

আদিত্য সোলার শপ

১৮. IREP-র পুরো নাম — ইন্ডিয়ান রুরাল এনার্জি প্রোগ্রাম / ইন্টিগ্রেটেড রুরাল এনার্জি প্রোগ্রাম/ ইন্ডিয়ান রুরাল এনার্জি প্রজেক্ট / ইন্টিগ্রেটেড রুরাল এনার্জি প্রজেক্ট

ইন্টিগ্রেটেড রুরাল এনার্জি প্রজেক্ট

১৯. জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ— জাট্টোপা গাছ / জিনট্রোপা গাছ /জয়ট্রোপা গাছ/ জালট্টোপা গাছ

জাট্টোপা গাছ

FAQs: West Bengal Primary Tet Questions and Answers 2023

জোয়ার-ভাটা বা কোটাল শক্তিকে ব্যবহার করার উপায় কি?

জোয়ার ও ভাটার সময়ে জলের উচ্চতার পার্থক্যকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়।

 জৈব গ্যাস বা গোবর গ্যাস উৎপাদনের জন্য কি ধরনের ব্যাকটিরিয়া ব্যবহার করা হয়?

মিথেনোজেনিক ব্যাকটিরিয়া।

বাজার কাকে বলে?

উৎপাদক এবং উপভোক্তার মধ্যে বিভিন্ন দ্রব্য ও সেবার বিনিময়কে বাজার বলে।

দুষণমুক্ত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি কি কি?

সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটার শক্তি বা কোটাল শক্তি, মিনি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত জলবিদ্যুৎ শক্তি, ভূ-তাপীয় শক্তি, জৈব গ্যাস থেকে উৎপাদিত শক্তি ইত্যাদি।