উত্তর ২৪ পরগনায় ৭৫২ স্বাস্থ্যকর্মী: 752 health workers in North 24 Parganas

752 health workers in North 24 Parganas
752 health workers in North 24 Parganas

752 health workers in North 24 Parganas, উত্তর ২৪ পরগনায় ৭৫২ স্বাস্থ্যকর্মী : স্টাফ নার্স, ডাক্তার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-সহ বিভিন্ন পদে ৭৫২ জনকে নেবে উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

পঞ্চদশ অর্থ কমিশন (স্বাস্থ্য অনুদান) এর অধীনে নিয়োগ করা হবে চুক্তিতে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: CMOH/N24PGS/NHM/Rec./6667.

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার):

শূন্যপদ:

শূন্যপদ ২৪০টি (সাধারণ ৪৭, তফসিলি জাতি ২৭, তফসিলি উপজাতি ৭, ও বি সি-এ ১১, ও বি সি-বি ৯)।

শিক্ষাগত যোগ্যতা:

অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ। প্রার্থীর নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। বাংলা জানতে হবে ও উত্তর চব্বিশ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স:

২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

প্রতি মাসে ১৩,০০০ টাকা।

 ফুড ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, শূন্য পদ, অনলাইন আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস, বেতনক্রম সব কিছুরই বিশদ আলোচনা

মেডিক্যাল অফিসার (আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার):

শূন্যপদ

শূন্যপদ ২২৬টি (সাধারণ ৫১, তফসিলি জাতি ১৫, তফসিলি উপজাতি ৭, ও বি সি-এ ৭, ও বি সি-বি ৬)।

শিক্ষাগত যোগ্যতা:

এম বি বি এস, সঙ্গে বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।

বয়স:

৬৭ বছরের মধ্যে হতে হবে। বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা।

স্টাফ নার্স (পলিক্লিনিক):

শূন্যপদ

শূন্যপদ ৩৯টি (সাধারণ ২৩, তফসিলি জাতি ৯, তফসিলি উপজাতি ৩, ও বি সি-এ ৪)।

শিক্ষাগত যোগ্যতা:

জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ অথবা নার্সিংয়ে বি এসসি। প্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

বয়স:

৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

প্রতি মাসে ২৫,০০০ টাকা।

স্পেশ্যালিস্ট-মেডিসিন (পলিক্লিনিক):

শূন্যপদ

শূন্যপদ ৫২টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৩, ও বি সি-এ ৬, ও বি সি-বি ৪)।

শিক্ষাগত যোগ্যতা:

এম বি বি এস, সঙ্গে মেডিসিনে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডি এন বি। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।

বয়স:

৬৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

এম বি বি এস-সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রতি মাসে ৭০,০০০ টাকা ও ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ৬৫,০০০ টাকা।

স্পেশ্যালিস্ট-পেডিয়াট্রিকস (পলিক্লিনিক):

শূন্যপদ

শূন্যপদ ৫২টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৩, ও বি সি-এ ৬, ও বি সি-বি ৪)।

শিক্ষাগত যোগ্যতা:

এম বি বি এস, সঙ্গে পেডিয়াট্রিকসে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডি এন বি বা পেডিয়াট্রিকস মেডিসিনে ডিপ্লোমা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।

বয়স:

৬৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

এম বি বি এস-সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রতি মাসে ৭০,০০০ টাকা ও ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ৬৫,০০০ টাকা।

স্পেশ্যালিস্ট-গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স (পলিক্লিনিক):

শূন্যপদ

শূন্যপদ ৫২টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৩, ও বি সি-এ ৬, ও বি সি-বি ৪)।

শিক্ষাগত যোগ্যতা:

এম বি বি এস, সঙ্গে গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি বা ডি এন বি বা ডিপ্লোমা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।

বয়স:

৬৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

এম বি বি এস-সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রতি মাসে ৭০,০০০ টাকা ও ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ৬৫,০০০ টাকা।

স্পেশ্যালিস্ট-অপথ্যালমোলজি (পলিক্লিনিক):

শূন্যপদ

শূন্যপদ ৫২টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৩, ও বি সি-এ ৬, ও বি সি-বি ৪)।

শিক্ষাগত যোগ্যতা:

এম বি বি এস, সঙ্গে অপথ্যালমোলজিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডি এন বি বা ডিপ্লোমা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।

বয়স:

৬৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

এম বি বি এস-সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রতি মাসে ৭০,০০০ টাকা ও ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ৬৫,০০০ টাকা।

স্টাফ নার্স (পলিক্লিনিক):

শূন্যপদ

শূন্যপদ ৩৯টি (সাধারণ ২৩, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ৩, ও বি সি-এ ৪)।

শিক্ষাগত যোগ্যতা:

জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা অথবা নার্সিংয়ে বি এসসি। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

বয়স:

৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

প্রতি মাসে ২৫,০০০ টাকা।

সব ক্ষেত্রেই ১-১-২০২৩ তারিখে নির্দিষ্ট বয়স হতে হবে।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.north24 parganashealth.org প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। দরখাস্তের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। দরখাস্তের সময় প্রার্থীর ফটো ও সই-সহ প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা (তফসিলি, ও বি সি-এ এবং ও বি সি-বি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা)। সাবমিট করা দরখাস্ত এবং ফি জমা দিয়ে পাওয়া রসিদের এক কপি করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। অনলাইন রেজিস্ট্রেশন নম্বরটি লিখে রাখবেন। দরখাস্তের পদ্ধতি-সহ অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.wbhealth.gov.in