চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সাজানো হয়েছে ১১টি মজার গণিত কুইজ প্রশ্ন ও উত্তর। এই Maths Quiz for Class 4-এ অনলাইনে ফ্রি অংশ নিতে পারবে বাচ্চারা। কুইজ শেষ হলে সঠিক উত্তরও জানতে পারবে। ভুল হলে কোথায় ভুল হয়েছে তা বুঝতে পারবে, ফলে গণিতে আরও উন্নতি করতে সাহায্য করবে। মজার সাথে সাথে শেখার সুযোগ—সবটাই এক জায়গায়!

পরিবেশ বিদ্যা বিষয় থেকে ৩০ টি প্রশ্ন নিয়ে একটি মক টেস্টে–এইখানে ক্লিক করুন
চলো শুরু করা যাক Maths Quiz for Class 4
আমি এখানে ১১টি মাল্টিপল চয়েস প্রশ্ন দিয়ে একটি অনলাইন গণিত কুইজ সাজিয়েছি, যা চতুর্থ শ্রেণীর জন্য একদম উপযুক্ত।
- প্রতিটি প্রশ্নের কয়েকটি অপশন থাকবে।
- বাচ্চারা উত্তর দেয়ার পর সবশেষে Finish বটনে ক্লিক করলেই সমগ্র কুইজের প্রাপ্ত নম্বর দেখতে পাবে।
- কুইজ শেষ হলে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরও পাবে।
- ভুল হলে বুঝতে পারবে কোথায় ভুল হয়েছে, যাতে পরেরবার ঠিক করতে পারে।
এটি পুরোপুরি ফ্রি এবং শেয়ারও করা যাবে—তাই এখনই কুইজে অংশ নাও আর মজার সাথে সাথে গণিতে নিজের দক্ষতা বাড়িয়ে নাও!
Results
Congratulations! You have passed this exam.
You didn’t pass this exam, but don’t be sad. Prepare well and try again — you can do it!
#1. তিন অঙ্কের সংখ্যার বাঁ-দিকে শূন্য বসালে সংখ্যাটি _________ অঙ্কের সংখ্যা হবে।
#2. ৭ বছর ৬ মাস = _________ মাস।
#3. ২৪৫ সংখ্যাটির ২-এর স্থানীয় মান, প্রকৃত মানের _________ গুণ।
#4. ২০২০ সালের প্রথম তিন মাসে মোট ________ ঘণ্টা হয়।
#5. রাত ৯:৩০ মিনিট, ২৪ ঘণ্টার ঘড়িতে হবে__________।
#6. লিপইয়ার হয় ___________ দিনে।
#7. একটি লিপইয়ার বছর হল_____________।
#8. ৮৯৭ সংখ্যাটিতে ৭-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হবে_____________।
#9. ২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান ১০। (সত্য /মিথ্যা)
#10. ভাগশেষ সর্বদা ভাগফলের চেয়ে ছোটো হয়। (সত্য/মিথ্যা)
স্যার আমি ১১ এর মধ্যে ১০ পেয়েছি
স্যার আমি ১১ এর মধ্যে এগারো পেয়েছি