Our WhatsApp Group
Join Now
নবম শ্রেণীর পরমাণুর গঠন অধ্যায় নিয়ে তৈরি করা এই বিশেষ অনলাইন কুইজে অংশ নাও – Class 9 atomic structure quiz যেখানে রয়েছে ১৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর “Finish” বাটনে ক্লিক করলেই তুমি সাথে সাথে পেয়ে যাবে তোমার নম্বর। তাছাড়া ভুল উত্তরগুলি কোথায় হয়েছে এবং সঠিক উত্তর কী, সবকিছু এক নজরে জানার সুযোগ থাকবে। এইভাবে তুমি নিজের পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করতে পারবে এবং দুর্বল দিকগুলো সনাক্ত করে আত্মবিশ্বাস বাড়াতে পারবে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই কুইজ দুর্দান্ত সহায়ক।

চলো শুরু করা যাক Class 9 atomic structure quiz
১। ইলেকট্রন আবিষ্কার করেন-
২। ক্যাথোড রশ্মির e/m এর মান হল-
৩। প্রোটনের ভর হল-
৪। একটি ইলেকট্রনের আধানের পরিমাণ কুলম্ব এককে-
৫। ক্যাথোড রশ্মি উৎপন্ন করতে হলে নীচের কোন্ শর্তটি প্রয়োজন?
৬। প্রোটন আবিষ্কার করেন-
৭। একটি ইলেকট্রনের আধানের মান esu এককে-
৮। ইলেকট্রনকে প্রকাশ করা হয়-
৯। 1 amu =
১০। ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে কী?
১১। একটি প্রোটন ইলেকট্রনের তুলনায় যত গুণ ভারী তা হল-
১২। ইলেকট্রন আবিষ্কৃত হয়-
১৩। amu এককে ১ টি ইলেকট্রনের ভর হল-
১৪। প্রোটনের ব্যাসার্ধ হল-
১৫। একটি ইলেকট্রনের ভর হল-
১৬। amu এককে প্রোটনের ভর হল-
১৭। প্রোটনের চার্জ হল-