আজকের প্রতিবেদনে (Free Online Mock Test: Class IV) চতুর্থ শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয় থেকে ৩০ টি প্রশ্ন নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। প্রশ্নগুলি প্রত্যেকটি MCQ type । সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে ফিনিশ(FINISH) বটনে ক্লিক করলেই তৎক্ষণাৎ মক টেস্টের রেজাল্ট দেখতে পাওয়া যাবে, এবং সাথে সাথেই সঠিক উত্তরগুলিও দৃশ্যমান হবে।
এখানে ৫০ শতাংশ নাম্বার পেলে পাস মার্কস ধার্য করা হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হলো বা প্রশ্নপত্র কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলনা। তাহলে চলো আর দেরি না করে চটপট পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করে নাও।
Free Online Mock Test: Class IV
#1. ডোডো পাখি কোথায় দেখা যেতো ?
ভারত মহাসাগরের একটি দ্বীপ মরিশাসে দেখা যেতো ।
#2. পরিবেশ থেকে বিলুপ্তির পথে রয়েছে এমন একটি জীব এর নাম কী?
#3. ল্যাদোস কি?
ল্যাদোস হল এক প্রজাতির মাছ।
#4. কোন্ ধাতু কে পেটালে “টং টং” শব্দ হয়?
তামা, লোহা, কাঁসা প্রভৃতি।
#5. আরাবারি প্লকল্পের প্রধান গাছ কি?
#6. আরাবারি জঙ্গল যৌথ বনব্যবস্থার জনক কে?
#7. চিপকো আন্দোলনের নেতার নাম কি?
#8. সাঁতার কাটার সুবিধার জন্য কাদের পায়ের আঙুলগুলি জোড়া হয়?
#9. মুফলং পাহাড় কোথায় দেখা যায়?
#10. মুফলং পাহাড়ে কোন গাছের জঙ্গল দেখা যায়?
#11. যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতির নাম কি?
#12. যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য কোন্ টিকা দেওয়া হয়?
#13. লিগামেন্ট কোথায় অবস্থিত?
লিগামেন্ট হল এক প্রকার দড়ির মত দেখতে একটি জিনিস, যা মানব দেহের হাড়গুলির অস্থিসন্ধিতে থাকে
#14. শুশুক দেখা যায় কোথায়?
#15. যারা লোহার জিনিস পত্র তৈরি করে তাদের কি বলে?
#16. জলদাপাড়ার মধ্য দিয়ে কোন্ নদী প্রবাহিত হয়েছে?
#17. টোটো উপজাতি কোথায় দেখা যায়?
#18. মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোন্টি?
মাড়ির বাইরের দিকে থাকা দাঁতের অংশটা
#19. শীতকালে জামাকাপর তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন?
#20. এশিয়াটিক সিংহ কোথায় পাওয়া যায়?
#21. মুগা রেশম মথ কোথায় পাওয়া যায়?
#22. বনমহোৎসব বা অরণ্য সপ্তাহ পালন করা হয় কবে?
#23. অরন্য দিবস পালন করা হয় কবে?
#24. শিশুদের কত মাস পর দাঁত বের হতে থাকে?
#25. দাঁত ও মারি সুস্থ রাখার জন্য কি খাওয়া উচিৎ?
#26. “মাঠে মাঠে সোনালি ধান, চাষির মুখে আনন্দের গান”- কোন্ ঋতুকে বোঝানো হয়েছে?
#27. কে প্রথম চাঁদে পা রাখেন ?
#28. খাসিয়া উপজাতিদের পরিবারের প্রধান ব্যক্তি কে?
#29. বেথুয়া কি?
#30. বিষনয় সম্প্রদায় কোথায় বসবাস করে?
Results
Congratulations, you have passed the exam
Sorry, you failed! Please try again
Thank you