RRB Mock Test 2024, RRB NTPC Mock Test-4, বাংলাতে মক টেস্ট দিন। সেট ৪

RRB NTPC Mock Test-4
RRB NTPC Mock Test

RRB NTPC Mock Test-4 : ইতিমধ্যেই Indian RRB NTPC এর ফরম ফিলাপ শুরু হয়েছে। অনেকেই ফর্ম ফিলাপ করে ফেলেছেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা Indian RRB NTPC এর পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য Eduবাংলা ধারাবাহিক মক টেস্টের আয়োজন করেছে। আজকের মক টেস্টটি রিজনিং বিভাগ থেকে ২৫ টি বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এই ফ্রি মক টেস্ট গুলিতে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারেন।

বাংলাতে মক টেস্ট দিন, সেট 4 (RRB NTPC Mock Test-4)

সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে Finish বাটনে ক্লিক করলে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সহ আপনার প্রাপ্ত নাম্বার দেখতে পাবেন। 60% নাম্বার পেলে আপনি সফলতা অর্জন করবেন। চলুন শুরু করা যাক।

RRB NTPC Mock Test-3-দেওয়ার জন্য এখানে ক্লিক করুন

বিষয়- রিজনিং (২৫ টি প্রশ্ন নিয়ে মক টেস্ট)

#1. নীচের তিনটি শব্দ সম্পর্কে প্রদত্ত বর্ণনাগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা যথাযথ ? শান্তিনিকেতন : যাদবপুর : কল্যাণী

#2. একটি সাংকেতিক ভাষায় 'NOBILITY' শব্দটিতে বোঝাতে লেখা হয় 67135389 এবং 'AFFABLE' বোঝাতে লেখা হয় 4224150, এ ভাষায় 'FALLIBLE'-কে কীভাবে লেখা হবে ?

#3. আমার জন্মের সময় পিতার বয়স ছিল ৩৩ বছর, আমি ২৮ বছর বয়সে বিয়ে করি। তারপর ১৫ বছর পেরিয়ে গেছে। এখন আমার পিতার বয়স কত ?

#4. X, X, Y, Y অক্ষরগুলিকে একটি সারিতে সাজাতে গেলে মোট কয়টি ভিন্ন ধরণের বিন্যাস পাওয়া যাবে?

#5. 'DAD'-এর কোড্ 414 হলে 'PAD'-এর কোড্ কত হবে ?

#6. LIVED যদি DEVIL হয় তবে 6323 হবে ----

#7. যদি 'CORNER' শব্দটিকে 'GSVRIV' - এই সংকেতে প্রকাশ করা হয়, তাহলে 'CENTRAL' শব্দটির সংকেত কি হবে ?

#8. কোনটি বেমানান ?

#9. ফিলিপ্স : হল্যান্ড :: নোকিয়া : ?

#10. বান্ধবগড় জাতীয় উদ্যান : মধ্যপ্রদেশ :: নয়গাঁও ৪৯ জাতীয় উদ্যান : ?

#11. রমেশ একটি ছবি দেখিয়ে বলল, উনি আমার পিসতুতো ভাইয়ের মামা। রমেশের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কী ?

#12. একটি বিশেষ সংকেত MOHAN যদি NAHOM হয়, তবে KARIM এর সংকেত কী হবে ?

#13. DOMESTIC শব্দটির বর্ণগুলির ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা সম্ভব ?

#14. Paragraph : Prose :: Stanza : ?

#15. যদি D = 4 এবং COVER = 63 হয়, তাহলে BASIS = ?

#16. কয়েকজনের একটি সারির দুদিকের শেষপ্রান্ত থেকে আপনার স্থান 11 তম। সারিতে কতজন আছেন ?

#17. 1, 7, 8, 6, 9, 5, 10, 4,? ওপরের সারিটির '?' চিহ্নিত স্থানে কী বসবে ?

#18. একটি 200 মিটার লম্বা ট্রেন 500 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত ?

#19. কোনটি বেমানান ?

#20. নীচের সংখ্যার সারিটিতে কোন অঙ্কটি সবচেয়ে বেশিবার এসেছে। 8 3 8 2 3 6 1 7 2 3 6 2 1 3 7 1 8

#21. বিসদৃশকে নিষ্কান্ত করুন ----

#22. HAPPY শব্দটি দিয়ে (কোড সংখ্যানুযায়ী) সাংখ্যমান 51223 বোঝালে, PAHPY দিয়ে সাংখ্যমান কত হবে ?

#23. যদি বৃষ্টি হয় জল, জল হয় রাস্তা, রাস্তা হয় মেঘ, মেঘ হয় আকাশ, আকাশ হয় সমুদ্র এবং সমুদ্র হয় পথ, তবে এরোপ্লেন কোথায় ওড়ে ?

#24. কোনও কোডে NATURE কে লেখা হয় MASUQE , তবে FAMINE এর কোড কী ?

#25. যদি 2×3=8 এবং 3×4=15 হয়, তবে 5×6=?

Finish

Results

-

অভিনন্দন আপনি এই পরীক্ষাটিতে সাফল্য অর্জন করেছেন। 

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

দুঃখিত’ আপনি এই মুহূর্তে পরীক্ষাটি তে উত্তীর্ণ হতে পারেননি, তবে আপনার প্রস্তুতিকে আরো দৃঢ় করে আরেকবার চেষ্টা করুন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Leave a Comment