এডুকেশন বাংলা নিউজ ডেস্ক : Medha Britti Scholarship 2022 : এই মেধাবৃত্তির স্কলারশিপ কোন ছাত্রছাত্রীরা পাবে কারা কারা আবেদন করতে পারবে পরীক্ষায় উত্তীর্ণ হলে কি করতে হবে কোন ফর্ম কিভাবে পূরণ করতে হবে এখানে রইল তারই বিস্তারিত।
আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ২০/৯/২০২২
Medha Britti Scholarship 2022 আবেদনের নিয়মাবলী :
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সপ্তম শ্রেণীতে ৫৫ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে একমাত্র তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তবে অবশ্য SC/ST/PWD ক্যাটাগরির আবেদনকারীদের পাঁচ শতাংশ নাম্বার শিথিলযোগ্য।
আবেদনকারীর বাৎসরিক পারিবারিক ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার (350000) টাকার নিচে হতে হবে।
আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ২০/৯/২০২২
আবেদনের জন্য নিম্নলিখিত ওয়েবসাইটে ক্লিক করতে হবে ।www.scholarship.w.b.acd.gov.in
পরীক্ষার তারিখ ১৮/১২ ২০২২
পরীক্ষায় আবেদনের জন্য শর্তাবলী নিম্নে দেওয়া হল :
আবেদনের ওয়েবসাইট | https://banglarshiksha.gov.in/ |
আবেদনের জন্য বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে | https://banglarshiksha.gov.in/ |
পরীক্ষার তারিখ | ১৮-১২-২০২২ |
বৃত্তির পরিমাণ | ১০০০ টাকা প্রতি মাসে |
যোগ্যতা মান | সপ্তম শ্রেণীতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। পাঁচ শতাংশ নম্বর শিথিল হবে তপশিলি জাতি উপজাতি এবং শারীরিকভাবে অক্ষম ছাত্রছাত্রীদের জন্য |
আয়ের ঊর্ধ্বসীমা | বাৎসরিক পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা 350000 হাজার টাকা। |
আবেদনের সময়সীমা | ২৫-০৮-২০২২ থেকে ২০-৯-২০২২ তারিখের মধ্যে। |
এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বা অন্য কোন জিজ্ঞাসাবাদ থাকলে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা এবং অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা এর কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
Post Office recruitment: পোস্ট অফিসে ১ লক্ষ কর্মী নিয়োগ, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন