আপনি কি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই Reasoning Practice Set আপনার জন্যই! এখানে পাবেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা আপনাকে পরীক্ষায় এগিয়ে রাখবে। শব্দের মাত্রা, সংবিধান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং আরও অনেক কিছু নিয়ে বিশদ তথ্য ও ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর! নিজেকে ঝালিয়ে নিতে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করতে এখনই এই সেটটি অনুশীলন করুন!

চাকরির প্রস্তুতির সেরা সাধারণ জ্ঞান প্র্যাকটিস সেট!-এইখানে ক্লিক করুন
শীর্ষস্থানীয় Reasoning Practice Set!
1. শব্দের মাত্রা মাপার একক কী ?
(a) ডেসিবেল
(b) হেক্টর
(c) প্যাসকেল
(d) নিউটন
উত্তর : (a) ডেসিবেল 😊
2. সুল-ই-কুল (Sulh-i kul) নীতি কে প্রবর্তন করেন ?
(a) সম্রাট শাহজাহান
(b) সম্রাট হুমায়ুন
(c) সম্রাট আকবর
(d) সম্রাট জাহাঙ্গীর
উত্তর : (c) সম্রাট আকবর 😊
3. সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে ?
(a) 12-18 নম্বর ধারায়
(b) 14-42 নম্বর ধারায়
(c) 19-22 নম্বর ধারায়
(d) 38-51 নম্বর ধারায়
উত্তর : (b) 14-42 নম্বর ধারায় 😊
4. ভেষজ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে ব্যবহৃত হয় কোন গ্যাস ?
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন ডাই অক্সাইড
উত্তর : (b) হাইড্রোজেন 😊
5. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন কে ?
(a) জওহরলাল নেহেরু
(b) মহাত্মা গান্ধি
(c) ভগৎ সিং
(d) সুভাষ চন্দ্র বসু
উত্তর : (b) মহাত্মা গান্ধি 😊
6. নির্দেশমূলক নীতি গুলিতে কোন লক্ষ্য ঘোষিত হয়েছে ?
(a) রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য
(b) অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং জন কল্যাণকর সমাজ গঠণ
(c) সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য
(d) ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্য
উত্তর : (b) অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং জন কল্যাণকর সমাজ গঠণ 😊
7. কোন কোন অবস্থায় রাষ্ট্রপতির পদ খালি হতে পারে ?
(a) পদত্যাগ, অপসারণ ও মৃত্যু
(b) পদত্যাগ ও অপসারণ
(c) অপসারণ ও মৃত্যু
(d) পদত্যাগ ও মৃত্যু
উত্তর : (a) পদত্যাগ, অপসারণ ও মৃত্যু 😊
8. সংবিধানের কোন ধারায় স্বধীনতার অধিকারগুলি স্বীকৃত ?
(a) 12-18 নম্বর ধারায়
(b) 14-42 নম্বর ধারায়
(c) 19-22 নম্বর ধারায়
(d) 38-51 নম্বর ধারায়
উত্তর : (c) 19-22 নম্বর ধারায় 😊
9. বলিভিয়ার সরকারি নাম কী ?
(a) প্লুরিন্যাশনাল স্টেট অফ বলিভিয়া
(b) রিপাবলিক অফ বলিভিয়া
(c) ফেডারেল রিপাবলিক অফ বলিভিয়া
(d) ইউনাইটেড স্টেটস অফ বলিভিয়া
উত্তর : (a) প্লুরিন্যাশনাল স্টেট অফ বলিভিয়া 😊
10. আলিগড় আন্দোলনের কেন্দ্র কোনটি ছিল ?
(a) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(b) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
(c) দিল্লি বিশ্ববিদ্যালয়
(d) কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর : (a) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 😊
11. সংবিধানের কোন ধারায় নির্দেশমূলক নীতি গুলি বর্ণিত হয়েছে ?
(a) 12-18 নম্বর ধারায়
(b) 14-42 নম্বর ধারায়
(c) 19-22 নম্বর ধারায়
(d) 38-51 নম্বর ধারায়
উত্তর : (d) 38-51 নম্বর ধারায় 😊
12. টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেন কে ? কত সালে ?
(a) চার্লস ব্যানারম্যান, ১৮৭৭
(b) ডন ব্র্যাডম্যান, ১৯২৮
(c) জ্যাক হবস, ১৯০৮
(d) স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, ১৯৩০
উত্তর : (a) চার্লস ব্যানারম্যান, ১৮৭৭ 😊
13. নোবেলও পেয়েছেন। পেয়েছেন অস্কারও। কে ?
(a) জর্জ বানার্ড শ
(b) আলবার্ট আইনস্টাইন
(c) মার্টিন লুথার কিং
(d) নেলসন ম্যান্ডেলা
উত্তর : (a) জর্জ বানার্ড শ 😊
14. “সিক্স মেশিন” কার আত্মজীবনী ?
(a) ক্রিস গেইল
(b) ব্রায়ান লারা
(c) শেন ওয়ার্ন
(d) সচিন তেন্ডুলকর
উত্তর : (a) ক্রিস গেইল 😊
15. হুতোম প্যাঁচার নকশা কে লিখেছেন ?
(a) কালীপ্রসন্ন সিংহ
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : (a) কালীপ্রসন্ন সিংহ 😊
16. নির্দেশমূলক নীতি গুলির প্রকৃতি কীরূপ ?
(a) রাজনৈতিক ও অর্থনৈতিক
(b) অর্থনৈতিক ও সামাজিক
(c) সামাজিক ও ধর্মীয়
(d) ধর্মীয় ও রাজনৈতিক
উত্তর : (b) অর্থনৈতিক ও সামাজিক 😊
17. POS মেশিন। কী এটি ?
(a) পয়েন্ট অফ সেল মেশিন
(b) পোস্ট অফিস সেল মেশিন
(c) পাবলিক অফিস সেল মেশিন
(d) প্রাইভেট অফিস সেল মেশিন
উত্তর : (a) পয়েন্ট অফ সেল মেশিন 😊
18. মৌলিক অধিকারের লক্ষ্য কি ?
(a) গণতান্ত্রিক সমাজ গঠণ
(b) অর্থনৈতিক উন্নয়ন
(c) সামাজিক ন্যায় প্রতিষ্ঠা
(d) ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা
উত্তর : (a) গণতান্ত্রিক সমাজ গঠণ 😊
19. কোন ধারায় মৌলিক অধিকার বিরোধী আইনের বাতিল হয়ে যাবার ব্যবস্থা রয়েছে ?
(a) 12/2 নম্বর ধারায়
(b) 13/2 নম্বর ধারায়
(c) 14/2 নম্বর ধারায়
(d) 15/2 নম্বর ধারায়
উত্তর : (b) 13/2 নম্বর ধারায় 😊
20. কোন সংশোধনীতে নির্দেশমূলক নীতি গুলিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়েছে ?
(a) 1976 সালের 42 তম সংশোধনীতে
(b) 1978 সালের 44 তম সংশোধনীতে
(c) 1980 সালের 46 তম সংশোধনীতে
(d) 1982 সালের 48 তম সংশোধনীতে
উত্তর : (a) 1976 সালের 42 তম সংশোধনীতে 😊
21. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে-
(a) জাতীয় উদ্যান
(b) বন্যপ্রাণী অভয়ারণ্য
(c) রামসার স্থান
(d) বিশ্ব ঐতিহ্য স্থান
উত্তর : (c) রামসার স্থান 😊
22. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার –
(a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
(b) নদী দ্বারা সঞ্চিত পলিমাটি
(c) হিমবাহ দ্বারা সঞ্চিত পাথর
(d) আগ্নেয়গিরির লাভা দ্বারা গঠিত ভূমি
উত্তর : (a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি 😊
23. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় –
(a) 1956 সালে
(b) 1960 সালে
(c) 1970 সালে
(d) 1980 সালে
উত্তর : (a) 1956 সালে 😊
24. ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-
(a) দিল্লিতে
(b) কলকাতায়
(c) মুম্বাইতে
(d) চেন্নাইতে
উত্তর : (b) কলকাতায় 😊
25. কোলকাতায় মেট্রোরেল চালু হয়—
(a) 1984 খ্রিঃ
(b) 1990 খ্রিঃ
(c) 1995 খ্রিঃ
(d) 2000 খ্রিঃ
উত্তর : (a) 1984 খ্রিঃ 😊
26. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে—
(a) দামোদর উপত্যকায়
(b) গোদাবরী উপত্যকায়
(c) কৃষ্ণা উপত্যকায়
(d) নর্মদা উপত্যকায়
উত্তর : (a) দামোদর উপত্যকায় 😊
27. ধনেখালি কী জন্য বিখ্যাত?
(a) তাঁত শিল্পের জন্য
(b) মৎস্য শিল্পের জন্য
(c) কৃষি শিল্পের জন্য
(d) খনিজ শিল্পের জন্য
উত্তর : (a) তাঁত শিল্পের জন্য 😊
28. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত—
(a) তরাই
(b) ডুয়ার্স
(c) ভাবর
(d) খাসি
উত্তর : (a) তরাই 😊
29. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site নামে নথিভুক্ত করা হয়েছে—
(a) বাঘের জন্য
(b) ম্যানগ্রোভ গাছের জন্য
(c) পাখির জন্য
(d) মাছের জন্য
উত্তর : (b) ম্যানগ্রোভ গাছের জন্য 😊
30. জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত?
(a) তিস্তা ও করলা নদী
(b) গঙ্গা ও যমুনা নদী
(c) ব্রহ্মপুত্র ও তিস্তা নদী
(d) গোদাবরী ও কৃষ্ণা নদী
উত্তর : (a) তিস্তা ও করলা নদী 😊
31. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
(a) দার্জিলিং
(b) জলপাইগুড়ি
(c) কোচবিহার
(d) আলিপুরদুয়ার
উত্তর : (a) দার্জিলিং 😊
32. নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয় ?
(a) দচিগাম : এশীয় সিংহ
(b) গির : এশীয় সিংহ
(c) সুন্দরবন : রয়েল বেঙ্গল টাইগার
(d) কাজিরাঙ্গা : একশৃঙ্গ গণ্ডার
উত্তর : (a) দচিগাম : এশীয় সিংহ 😊
33. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?
(a) হাওড়া থেকে হুগলী
(b) কলকাতা থেকে বর্ধমান
(c) হাওড়া থেকে বর্ধমান
(d) কলকাতা থেকে হুগলী
উত্তর : (a) হাওড়া থেকে হুগলী 😊
34. নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?
(a) ওড়িশা
(b) ঝাড়খন্ড
(c) পশ্চিমবঙ্গ
(d) ছত্তিশগড়
উত্তর : (a) ওড়িশা 😊
35. শোলা অরণ্য দেখা যায়—
(a) পশ্চিমঘাট পর্বতে
(b) পূর্বঘাট পর্বতে
(c) হিমালয় পর্বতে
(d) আরাবল্লী পর্বতে
উত্তর : (a) পশ্চিমঘাট পর্বতে 😊
36. কোলের্ হ্রদ কোথায় অবস্থিত?
(a) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
(b) গোদাবরী ও তুঙ্গভদ্রার মধ্যে
(c) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে
(d) কাবেরী ও তুঙ্গভদ্রার মধ্যে
উত্তর : (a) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে 😊
37. জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?
(a) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(b) 0-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(c) 65 বছর ও তার বেশি বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(d) মোট জনসংখ্যার বৃদ্ধি
উত্তর : (a) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি 😊
38. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না?
(a) কোচবিহার
(b) বর্ধমান
(c) মুর্শিদাবাদ
(d) নদিয়া
উত্তর : (a) কোচবিহার 😊
39. পশ্চিমবঙ্গে শিক্ষার হার-
(a) 77.08%
(b) 80.00%
(c) 85.00%
(d) 90.00%
উত্তর : (a) 77.08% 😊
40. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে—
(a) ঝাড়খন্ডের
(b) বিহারের
(c) ওড়িশার
(d) আসামের
উত্তর : (a) ঝাড়খন্ডের 😊
41. লাক্ষা দ্বীপপুঞ্জ হল-
(a) প্রবাল দ্বীপপুঞ্জ
(b) আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জ
(c) পলিমাটি দ্বীপপুঞ্জ
(d) বালিয়াড়ি দ্বীপপুঞ্জ
উত্তর : (a) প্রবাল দ্বীপপুঞ্জ 😊