Our WhatsApp Group
Join Now
আপনি কি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই Reasoning Practice Set আপনার জন্যই! এখানে পাবেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা আপনাকে পরীক্ষায় এগিয়ে রাখবে। শব্দের মাত্রা, সংবিধান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং আরও অনেক কিছু নিয়ে বিশদ তথ্য ও ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর! নিজেকে ঝালিয়ে নিতে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করতে এখনই এই সেটটি অনুশীলন করুন!

চাকরির প্রস্তুতির সেরা সাধারণ জ্ঞান প্র্যাকটিস সেট!-এইখানে ক্লিক করুন
শীর্ষস্থানীয় Reasoning Practice Set!
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Bengali GK Quiz
1. শব্দের মাত্রা মাপার একক কী ?
উত্তর : (a) ডেসিবেল 😊
2. সুল-ই-কুল (Sulh-i kul) নীতি কে প্রবর্তন করেন ?
উত্তর : (c) সম্রাট আকবর 😊
3. সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে ?
উত্তর : (b) 14-42 নম্বর ধারায় 😊
4. ভেষজ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে ব্যবহৃত হয় কোন গ্যাস ?
উত্তর : (b) হাইড্রোজেন 😊
5. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন কে ?
উত্তর : (b) মহাত্মা গান্ধি 😊
6. নির্দেশমূলক নীতি গুলিতে কোন লক্ষ্য ঘোষিত হয়েছে ?
উত্তর : (b) অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং জন কল্যাণকর সমাজ গঠণ 😊
7. কোন কোন অবস্থায় রাষ্ট্রপতির পদ খালি হতে পারে ?
উত্তর : (a) পদত্যাগ, অপসারণ ও মৃত্যু 😊
8. সংবিধানের কোন ধারায় স্বধীনতার অধিকারগুলি স্বীকৃত ?
উত্তর : (c) 19-22 নম্বর ধারায় 😊
9. বলিভিয়ার সরকারি নাম কী ?
উত্তর : (a) প্লুরিন্যাশনাল স্টেট অফ বলিভিয়া 😊
10. আলিগড় আন্দোলনের কেন্দ্র কোনটি ছিল ?
উত্তর : (a) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 😊
11. সংবিধানের কোন ধারায় নির্দেশমূলক নীতি গুলি বর্ণিত হয়েছে ?
উত্তর : (d) 38-51 নম্বর ধারায় 😊
12. টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেন কে ? কত সালে ?
উত্তর : (a) চার্লস ব্যানারম্যান, ১৮৭৭ 😊
13. নোবেলও পেয়েছেন। পেয়েছেন অস্কারও। কে ?
উত্তর : (a) জর্জ বানার্ড শ 😊
14. “সিক্স মেশিন” কার আত্মজীবনী ?
উত্তর : (a) ক্রিস গেইল 😊
15. হুতোম প্যাঁচার নকশা কে লিখেছেন ?
উত্তর : (a) কালীপ্রসন্ন সিংহ 😊
16. নির্দেশমূলক নীতি গুলির প্রকৃতি কীরূপ ?
উত্তর : (b) অর্থনৈতিক ও সামাজিক 😊
17. POS মেশিন। কী এটি ?
উত্তর : (a) পয়েন্ট অফ সেল মেশিন 😊
18. মৌলিক অধিকারের লক্ষ্য কি ?
উত্তর : (a) গণতান্ত্রিক সমাজ গঠণ 😊
19. কোন ধারায় মৌলিক অধিকার বিরোধী আইনের বাতিল হয়ে যাবার ব্যবস্থা রয়েছে ?
উত্তর : (b) 13/2 নম্বর ধারায় 😊
20. কোন সংশোধনীতে নির্দেশমূলক নীতি গুলিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়েছে ?
উত্তর : (a) 1976 সালের 42 তম সংশোধনীতে 😊
21. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে-
উত্তর : (c) রামসার স্থান 😊
22. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার –
উত্তর : (a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি 😊
23. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় –
উত্তর : (a) 1956 সালে 😊
24. ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-
উত্তর : (b) কলকাতায় 😊
25. কোলকাতায় মেট্রোরেল চালু হয়—
উত্তর : (a) 1984 খ্রিঃ 😊
26. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে—
উত্তর : (a) দামোদর উপত্যকায় 😊
27. ধনেখালি কী জন্য বিখ্যাত?
উত্তর : (a) তাঁত শিল্পের জন্য 😊
28. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত—
উত্তর : (a) তরাই 😊
29. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে—
উত্তর : (b) ম্যানগ্রোভ গাছের জন্য 😊
30. জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর : (a) তিস্তা ও করলা নদী 😊
31. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
উত্তর : (a) দার্জিলিং 😊
32. নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয় ?
উত্তর : (a) দচিগাম : এশীয় সিংহ 😊
33. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?
উত্তর : (a) হাওড়া থেকে হুগলী 😊
34. নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?
উত্তর : (a) ওড়িশা 😊
35. শোলা অরণ্য দেখা যায়—
উত্তর : (a) পশ্চিমঘাট পর্বতে 😊
36. কোলের্ হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : (a) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে 😊
37. জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?
উত্তর : (a) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি 😊
38. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না?
উত্তর : (a) কোচবিহার 😊
39. পশ্চিমবঙ্গে শিক্ষার হার-
উত্তর : (a) 77.08% 😊
40. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে—
উত্তর : (a) ঝাড়খন্ডের 😊
41. লাক্ষা দ্বীপপুঞ্জ হল-
উত্তর : (a) প্রবাল দ্বীপপুঞ্জ 😊