SSC Mock Test Online Free – ল.সা.গু ও গ.সা.গু থেকে বিশেষ গণিত মক টেস্ট

Our WhatsApp Group Join Now

SSC পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই SSC Mock Test Free তে থাকছে গণিতের লসাগু এবং গসাগু অধ্যায় থেকে বাছাই করা অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই Free Mock Test-এ অংশগ্রহণ করে আপনি আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং পরীক্ষার আগে নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন। এখনই মক টেস্ট শুরু করুন এবং দেখুন আপনি কতটা প্রস্তুত!

SSC Mock Test Online Free

SSC CGL Math এ দক্ষতা অর্জন করো এই Square Root চ্যালেঞ্জগুলোর মাধ্যমে!

SSC Mock Test Online Free – ল.সা.গু ও গ.সা.গু থেকে গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্ন

 

Results

PASSED

FAILED TRY AGAIN

#1. দুটি সংখ্যার সমষ্টি 256 এবং তাদের গ.সা.গু 32 হলে সংখ্যা দুটি কত কত?

#2. 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণসংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে?

#3. পরস্পর মৌলিক দুটি সংখ্যার ল.সা.গু.-

#4. যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775 এবং 1250 কে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ থাকবে তা হল-

#5. 120 টি আপেল এবং 135 টি কমলালেবু কত অধিক সংখ্যক ছাত্রদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তা হল-




#6. হাওড়া, বাসডিপো থেকে গড়িয়া, বিধাননগর ও বেহালাগামী বাস যথাক্রমে 30 মিনিট, 40 মিনিট এবং 45 মিনিট অন্তর ছাড়ে। সকাল 6 টায় 3 টি রুটের বাস একসঙ্গে ছাড়ল, আবার ঐ তিনটি রুটের বাস কখন একসঙ্গে ছাড়বে-

#7. ন্যূনতম সংখ্যাটি কত যাকে 5, 6, 8, 9, 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে, কিন্তু 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না।

#8. 4. তিনটি ঘন্টা 1.2 সেকেন্ডে, 1.8 সেকেন্ডে ও 2.7 সেকেন্ড অন্তর বাজে। একসঙ্গে বাজার কত সময় পরে তারা আবার এক সাথে বাজবে?

#9. দুটি সংখ্যার গ.সা.গু = 23, সংখ্যা দুটির অনুপাত 3: 7, তাদের ল.সা.গু কত?

#10. দুটি সংখ্যার ল.সা.গু 270, তাদের অনুপাত 2: 5, তাদের অন্তরফল কত?




#11. তিনটি সংখ্যার অনুপাত 2:3:4। তাদের গুণফল 684। সংখ্যা তিনটির গ.সা.গু কত হবে?

#12. দুটি সংখ্যার যোগফল 384 ও সংখ্যা দুটির গ.সা.গু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে?

Previous
Finish

Leave a Comment