Class 10 Life Science Quiz 1: 2024 সালের যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রইল সুখবর। আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Edu Bangla নিয়ে এসেছে জীবন বিজ্ঞান থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর কুইজ পর্ব।
কুইজ মধ্যস্থ প্রশ্নোত্তরগুলি আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্যুইজ পর্বে অংশগ্রহণ করে তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়েই তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রিপারেশন যাচাই করে নিতে পারবে। আজকের এই কুইজে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের(WBBSE) মাধ্যমিক জীবন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হলো- “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান”। এই কুইজ পর্বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।
চলো চটপট নিচের প্রশ্নগুলির উত্তর দিয়ে সবশেষে নিচের Finish বোতামে ক্লিক করে তোমার পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নাও এখনই!
Class 10 Life Science Quiz 1
#1. উদ্ভিদের ক্ষেত্রে সাড়া প্রদানের মাধ্যমটি হল—
#2. নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে জীবেদের সাড়াপ্রদানের ক্ষমতাকে বলা হয়—
#3. ক্রেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন—
#4. উদ্ভিদের সাড়াপ্রদানে সাহায্যকারী অভ্যন্তরীণ উদ্দীপকটি হল—
#5. ইন্ডিয়ান টেলিগ্রাফ (Indian Telegraph) বলা হয়—
#6. যে কোশের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় তার নাম হল-
#7. কোন্ প্রকার চলনে উদ্ভিদের প্রধান মূল মাটির দিকে অগ্রসর হয়?
#8. আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত কোন্ যন্ত্রটির সাহায্যে উদ্দীপনা প্রয়োগে উদ্ভিদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা যায় ?
#9. নির্দিষ্ট উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলা হয়-
#10. উদ্ভিদের সংবেদনশীলতার কথা প্রথম বলেন-
#11. গমনে সক্ষম একটি উদ্ভিদ হল—
#12. গমনে অক্ষম একটি প্রাণী হল –
#13. নীচের কোন্ প্রকার জীবে সামগ্রিক চলন পরিলক্ষিত হয়?
#14. স্পর্শ ও ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হল-
#15. এককোশী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের প্রখর আলোর উৎসের বিপরীতে সরে যাওয়া-
#16. নীচের কোন্ উদ্ভিদটিতে প্রকরণ চলন দেখা যায়?
#17. বনচাড়াল উদ্ভিদের পাতার দুটি পার্শ্বীয় পত্রফলকের সঞ্চালনের কারণ—
#18. উদ্ভিদের অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গটি হল-
#19. আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হয়-
#20. আলোর উৎসের গতিপথ অনুসারে ঘটা ট্রপিক চলনকে বলা হয়-
#21. আলোর তীব্রতা দ্বারা সম্পন্ন উদ্ভিদ চলনটি হল-
#22. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হল-
#23. তির্যক আলোকবর্তী চলন দেখা যায়—
#24. যে উদ্ভিদ-অঙ্গে নেগেটিভ ফটোট্রপিজম দেখা যায় সেটি হল –
#25. উদ্ভিদ-কোশের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে বলা হয়—
#26. উদ্ভিদের কোন্ অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে?
#27. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুছে যায়। এটি হল-
#28. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল—
#29. ডায়োনিয়া উদ্ভিদের পাতার রোমগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায়, এটি এক প্রকারের-
#30. দিনের বেলায় বাবলা, শিরিষ, আমরুল প্রভৃতি গাছের পাতা আলো ও তাপের প্রভাবে খুলে যায় এবং রাতের অন্ধকারে ও কম তাপমাত্রায় বুজে যায়। এটি হল-
#31. বীজের অঙ্কুরোদগমের সময় ভ্রূণমূলে কোনপ্রকার চলন সংঘটিত হয়?
#32. নীচের কোন্ উদ্ভিদটিতে ফটোট্যাকটিক চলন পরিলক্ষিত হয়?
#33. সুন্দরী গাছের শ্বাসমূলে নীচের কোন্ প্রকার চলন দেখা যায়?
#34. জুঁইফুল দিনের বেলায় কম আলোতে ফোটে আবার বেশি আলোতে মুদে যায়। এটি একপ্রকার-
#35. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, আবার কম তাপে মুদে যায়। এটি একপ্রকার—
Results
PASSED
FAILED TRY AGAIN